IND vs SA 2nd Test Probable Xi: দলে নেই গিল, বাদ পড়তে পারেন এই তারকাও; কেমন হতে পারে ভারতের দল?

শুভমন গিল যে দ্বিতীয় টেস্টে খেলবেন না তা নিশ্চিত হয়ে গিয়েছে আগেই। এবার প্রশ্ন হল, ভারতীয় দলে কারা সুযোগ পাবেন? সেটাই এখন বড় প্রশ্ন। একদিকে যেমন প্রশ্ন চার নম্বরে কে খেলবেন। ঠিক সেভাবেই বড় প্রশ্ন হল, অক্ষয়র প্যাটেল এই টেস্টে বাদ যাবেন কিনা। 

Advertisement
দলে নেই গিল, বাদ পড়তে পারেন এই তারকাও; কেমন হতে পারে ভারতের দল?

শুভমন গিল যে দ্বিতীয় টেস্টে খেলবেন না তা নিশ্চিত হয়ে গিয়েছে আগেই। এবার প্রশ্ন হল, ভারতীয় দলে কারা সুযোগ পাবেন? সেটাই এখন বড় প্রশ্ন। একদিকে যেমন প্রশ্ন চার নম্বরে কে খেলবেন। ঠিক সেভাবেই বড় প্রশ্ন হল, অক্ষয়র প্যাটেল এই টেস্টে বাদ যাবেন কিনা। 

গিলের জায়গায় কে খেলবেন ৪ নম্বর পজিশনে? শিতাংশু কোটাক বলছেন, 'শুভমন যদি খেলতে না পারে, তাহলে ধ্রুব জুড়েল চার নম্বর পজিশনে খেলবে।' গিলের অনুপস্থিতিতে কে খেলবেন? রিপোর্ট অনুযায়ী গিলের বদলে ফের একবার ভারতীয় একাদশে ফিরতে পারেন বাঁ-হাতি ব্যাটার সাই সুদর্শন। গত টেস্টের আগে নীতীশ কুমার রেড্ডিকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। তবে তাঁকে গিলের চোট সংশয়ের ফলে আবারও ডেকে নেওয়া হয়েছে। খবর সত্যি হলে তিনি অক্ষর পটেলের বদলে একাদশে খেলতে পারেন।

ইডেনে স্পিন সহায়ক পিচ তৈরি করে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) প্রথম টেস্টে হেরে আপাতত সিরিজে ০-১ পিছিয়ে টিম ইন্ডিয়া। এমন পরিস্থিতিতে গুয়াহাটিতে পিচ কেমন হবে, সেই নিয়ে জোর জল্পনা। কিংবদন্তি অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়ের (Ricky Ponting) মতে বাড়তি ঘূর্ণিসহায়ক পিচ তৈরি করতে গিয়ে ভারতীয় ম্যানেজমেন্ট নিজেদের দলকেই চাপে ফেলে দিচ্ছে এবং এই সিদ্ধান্ত ব্যাকফায়ার করেছে। 

ICC Review-তে পন্টিংকে বলতে শোনা যায়, 'ওরা এতটাই স্পিন সহায়ক উইকেট তৈরি করছে যে ওদের স্পিনারদের দক্ষতাটাই আর আলাদাভাবে প্রকাশ পাচ্ছে না। এমন স্পিন সহায়ক উইকেটে তো প্রতিপক্ষের স্পিনারদের আদতে আরও সাহায্য করছে, ওদের উইকেট নিতে সুবিধা করে দিচ্ছে। আর সত্যি বলতে ভারত এক সময় যতটা ভাল স্পিন খেলত, বিগত পাঁচ, ছয় বছরে ওরা আর ততটা ভাল স্পিন খেলতে পারে না। এমন উইকেটে ওরা সকলের জন্য বরং বাড়তি সুবিধা করে দিয়ে লড়াইটা সমান সমান করে দিচ্ছে।'

Advertisement

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, ঋষভ পন্ত (অধিনায়ক এবং উইকেটকিপার-ব্যাটার), রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।

POST A COMMENT
Advertisement