
দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড গুয়াহাটি টেস্টের চতুর্থ দিনের কৌশল ব্যাখ্যা করতে গিয়ে 'grovel' বা 'ভারতকে পায়ের তলায় রাখতে চেয়েছিলাম' এই কথা বলে বিতর্কের জন্ম দিলেন দক্ষিণ আফ্রিকার কোচ কনরাড।
আসলে দক্ষিণ আফ্রিকা দল দীর্ঘদিন ধরে ভারতকে ক্লান্ত করতে চেয়েছিল। তাই, তারা গুয়াহাটি টেস্টের চতুর্থ দিনের তৃতীয় সেশনে এক ঘন্টা ব্যাটিং চালিয়ে যায়। ৫৪৮ রানের লিড বাড়িয়ে তারা তাদের ইনিংস ডিক্লেয়ার করেন। এর ফলে ভারতের জয়ের বাকি আশা কার্যত শেষ হয়ে যায়। আর এ কথাই হয়ত বোঝাতে চেয়েছিলেন তিনি।
তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন স্টেন ও কুম্বলে
শুক্রি কনরাডের শব্দচয়ন নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন অনিল কুম্বলে এবং ডেল স্টেন। তাঁরা বলেন, দলের মধ্যে আধিপত্য দেখানো ঠিক আছে, তবে শব্দ কী ব্যবহার করছেন সেটাও সমান গুরুত্বপূর্ণ। কনরাডের এই মন্তব্য ক্রিকেট বিশ্ব থেকে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং বিষয়টি দ্রুত আলোড়ন তোলে। কুম্বলে বলেছিলেন, যখন আপনি জিতবেন, তখন আপনাকে বিনয়ী হতে হবে। স্টেনও দক্ষিণ আফ্রিকার কোচকে ছেড়ে কথা বলেননি।
কনরাড আরও বলেছেন, ‘আমাদের মনে হয়েছে, এখানে শেষ বিকালের দিকে জোরে বোলারেরা একটু সাহায্য পাচ্ছে। তাই আমরা খুব তাড়াতাড়ি ডিক্লেয়ার করতে চাইনি। ওই সময়টার জন্য অপেক্ষা করেছি। সুযোগ কাজে লাগাতে চেয়েছিলাম। ভারতীয়দের ক্লান্ত এবং কোণঠাসা করে দিতে চেয়েছিলাম। তার পর ওদের চতুর্থ দিনের শেষ এক ঘণ্টা এবং শেষ দিন ব্যাট করে ম্যাচ বাঁচানোর চ্যালেঞ্জ ছুড়ে দিতে চেয়েছি আমরা।’
শেষ দিন আপনাদের পরিকল্পনা কী? কনরাড বলেছেন, ‘আমরা জানি ভারত শেষ দিন কোনও ঝুঁকি নিতে চাইবে না। আমাদের সেরাটা দিতে হবে। আমরা চেয়েছিলাম মধ্যাহ্নভোজের পর ভারতকে ব্যাট করতে নামাতে। ওদের বোলারদের বেশ পরিশ্রম হয়েছে। আমরা প্রথম ইনিংসে পুরো দু’দিন ব্যাট করেছিলাম। জানতাম, শেষ বিকালে ইনিংস শুরু করা সহজ হবে না। পিচের উপর ছায়া থাকে ওই সময়। তখন নতুন বল খেলা কঠিন। মনে হয় আমরা ওদের ঠিক জায়গায় আটকে রাখতে পেরেছি। শেষ দিন ওদের ৮ উইকেট ফেলতে হবে আমাদের। কেউ হয়তো বলতেই পারে আমাদের সিদ্ধান্ত ঠিক নয়। আরও আগে ভারতকে ব্যাট করতে নামানো উচিত ছিল। অল আউট করার জন্য আরও বেশি সময় পাওয়া যেত তাহলে। আমাদের এটাই ঠিক মনে হয়েছে।'