Ind vs Sa 3rd T20I: ধরমশালায় ভারতীয় বোলারদের দাপট, দক্ষিণ আফ্রিকাকে হেলায় হারাল ভারত

তৃতীয় টি২০ ম্যাচে দারুণ জয় পেল ভারতীয় দল। ধরমশালায়  উইকেটে জয় পেল টিম ইন্ডিয়া। শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন ভারতের বোলাররা। ফলে মাত্র ১১৭ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে জ্য় তুলে নেয় টিম ইন্ডিয়া। 

Advertisement
ধরমশালায় ভারতীয় বোলারদের দাপট, দক্ষিণ আফ্রিকাকে হেলায় হারাল ভারতটিম ইন্ডিয়া

তৃতীয় টি২০ ম্যাচে দারুণ জয় পেল ভারতীয় দল। ধরমশালায়  উইকেটে জয় পেল টিম ইন্ডিয়া। শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন ভারতের বোলাররা। ফলে মাত্র ১১৭ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে জ্য় তুলে নেয় টিম ইন্ডিয়া। 

প্রথম ওভারেই আরশদীপ সিং হেন্ড্রিক্সকে আউট করেন। হেন্ড্রিক্স নিজের খাতাও খুলতে পারেননি। এরপর হর্ষিত রানা পরের ওভারেই কুইন্টন ডি ককের উইকেট নেন। এরপর চতুর্থ ওভারে হর্ষিত আরেকটি ব্রেকথ্রু পান এবং দক্ষিণ আফ্রিকা মাত্র ১০ রানে তিনটি উইকেট হারায়। এরপর সপ্তম ওভারে হার্দিক পান্ডিয়া স্টাবসকে আউট করে দক্ষিণ আফ্রিকাকে চতুর্থ উইকেট উপহার দেন। এর মাধ্যমে হার্দিক তার ১০০তম টি-টোয়েন্টি উইকেট তুলে নেন।

১১তম ওভারে শিবম দুবের আঘাতে দক্ষিণ আফ্রিকার পঞ্চম উইকেট শিকার করেন বস। দক্ষিণ আফ্রিকা তখন মাত্র ৪৪ রানে আউট হয়। এরপর ১৪তম ওভারে বরুণ ফেরেইরাকে আউট করে তাদের ষষ্ঠ উইকেট নিশ্চিত করেন। এরপর ১৬তম ওভারে বরুণ দক্ষিণ আফ্রিকার সপ্তম উইকেট শিকার করেন, জ্যানসেনকে দুই রানে আউট করেন। ১৯তম ওভারে আর্শদীপ। মার্করামকে আউট করেন, যিনি ৬১ রান করেছিলেন। শেষ ওভারটি বল করে কুলদীপ যাদব আনরিখ নোকিয়াকে আউট করেন। এরপর কলদীপ শেষ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ১১৭ রানে অল আউট করেন।

ব্যাট করতে নেমে দারুণ শুরু করেণ অভিষেক শর্মা। একের পর এক শট খেলতে থাকেন তিনি। চাপ বাড়ে দক্ষিণ আফ্রিকার বোলারদের উপর।  

POST A COMMENT
Advertisement