Ind vs Sa: দ্বিতীয় ম্যাচে নামার আগে শাস্তি পেলেন হর্ষিত, কী অপরাধ করেছিলেন?

দ্বিতীয় একদিনের ম্যাচ শুরু হওয়ার আগেই খারাপ খবর পেলেন হর্ষিত রানা। আইসিসি তাঁকে দোষী সাব্যস্ত করেছে। বড় কোনও শাস্তি না হলেও ডিমেরিট পয়েন্ট কাটা গিয়েছে তাঁর। এমন অপরাধ আবার করলে চাপে পড়তে হবে রানাকে।  

Advertisement
দ্বিতীয় ম্যাচে নামার আগে শাস্তি পেলেন হর্ষিত, কী অপরাধ করেছিলেন?

দ্বিতীয় একদিনের ম্যাচ শুরু হওয়ার আগেই খারাপ খবর পেলেন হর্ষিত রানা। আইসিসি তাঁকে দোষী সাব্যস্ত করেছে। বড় কোনও শাস্তি না হলেও ডিমেরিট পয়েন্ট কাটা গিয়েছে তাঁর। এমন অপরাধ আবার করলে চাপে পড়তে হবে রানাকে।  

হর্ষিত রানার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হল জেনে নিন
রাঁচিতে প্রথম ওয়ানডে চলাকালীন দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২২তম ওভারে এইঘটনাটি ঘটে, যখন প্রোটিয়া ব্যাটসম্যান ডেওয়াল্ড ব্রেভিসকে আউট করার পর হর্ষিতকে ড্রেসিংরুমের দিকে ইশারা করতে দেখা যায়। হর্ষিতকে আইসিসির আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে, যা এমন ভাষা, কাজ বা অঙ্গভঙ্গি ব্যবহার করা যা একজন ব্যাটসম্যানকে আউট করার পর অসম্মান করতে পারে বা আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখাতে পারে'।

হর্ষিত রানার বিরুদ্ধে এই পদক্ষেপ এমন এক সময়ে নেওয়া হল যখন টিম ইন্ডিয়া রায়পুরে তাদের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছে। এই পদক্ষেপটি ব্যাটসম্যানের আক্রমণাত্মক প্রতিক্রিয়ার কারণ বলে মনে করা হয়েছিল। ফলস্বরূপ, হর্ষিতের শৃঙ্খলাবদ্ধ রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছিল।

গত ২৪ মাসের মধ্যে এটি ছিল হর্ষিতের প্রথম অপরাধ এবং ডানহাতি এই ফাস্ট বোলার তার ভুল স্বীকার করেছেন এবং এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন।

প্রথম ম্যাচে ভাল বল করেছেন হর্ষিত। দ্বিতীয় ম্যাচেও রয়েছেন তিনি। এখন দেখার রায়পুরে তিনি সেই ফর্ম ধরে রাখতে পারেন কিনা। রাঁচিতে ৩ উইকেট ছিল হর্ষিতের ঝুলিতে। যার মধ্যে এক ওভারেই ছিল দুই উইকেট।

POST A COMMENT
Advertisement