India Today Conclave 2025: নতুন ট্যাটু করাতে চেয়েছিলেন সূর্যকুমার, তবে এই শর্ত দিয়েছিলেন স্ত্রী

India Today Conclave 2025: সম্প্রতি ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৫-এ অংশ নিয়ে সূর্যকুমার তাঁর ট্যাটু প্রেম ও স্ত্রীর দেওয়া চ্যালেঞ্জের গল্প শেয়ার করেন। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, বিশ্বকাপ জয়ের পর নতুন কোনো ট্যাটু করিয়েছেন কি না। জবাবে ভারতীয় অধিনায়ক বলেন, "না, ট্যাটুর সংখ্যা আর বাড়ছে না।

Advertisement
নতুন ট্যাটু করাতে চেয়েছিলেন সূর্যকুমার, তবে এই শর্ত দিয়েছিলেন স্ত্রীইন্ডিয়া টুডে কনক্লেভে ভারতের টি২০ ক্যাপ্টেন সূর্যকুমার যাদব

India Today Conclave 2025 India T20 Captain Surya Kumar Yadav: ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের ট্যাটুর প্রতি ভালোবাসা কারও অজানা নয়। তবে বিয়ের পর সেই শখে কিছুটা বাধা পড়েছে, আর সেই বাধার পিছনে রয়েছেন তাঁর স্ত্রী দেবিশা। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর স্মৃতি হিসেবে একটি নতুন ট্যাটু করানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন সূর্যকুমার, কিন্তু দেবিশা সোজাসুজি জানিয়ে দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপে আরও কিছু ‘বিশেষ’ করে দেখাতে পারলেই তবেই মিলবে নতুন ট্যাটুর অনুমতি!

স্ত্রীর শর্তে আটকে গেল ট্যাটুর পরিকল্পনা!
সম্প্রতি ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৫-এ অংশ নিয়ে সূর্যকুমার তাঁর ট্যাটু প্রেম ও স্ত্রীর দেওয়া চ্যালেঞ্জের গল্প শেয়ার করেন। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, বিশ্বকাপ জয়ের পর নতুন কোনো ট্যাটু করিয়েছেন কি না। জবাবে ভারতীয় অধিনায়ক বলেন, "না, ট্যাটুর সংখ্যা আর বাড়ছে না। আমি এখন সুখীভাবে বিবাহিত, আর আমার স্ত্রী দেবিশা এগুলো একদম পছন্দ করে না! আমি ২০২৪ সালের বিশ্বকাপ জয়ের পর ওকে অনেক বুঝিয়েছিলাম যে, এই স্মৃতিটাকে সারাজীবন ধরে রাখার জন্য একটা নতুন ট্যাটু করতে চাই। কিন্তু সে বলল,‘২০২৬ সালে আরেকটা বিশ্বকাপ আসছে, তখন কিছু বিশেষ করো, তারপর ট্যাটু বানিয়ে নিও!’"

'বিশ্বকাপ ফাইনালের ক্যাচ' প্রতি ঘণ্টায় দেখা অভ্যাস!
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওভারে ডেভিড মিলারের ক্যাচটি ধরেছিলেন সূর্যকুমার যাদব। সেই ক্যাচ ভারতকে ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ এনে দেয়। সূর্যকুমার নিজেও এই মুহূর্তটিকে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে গর্বের মুহূর্ত বলে মনে করেন। তিনি বলেন, "আমি সেই ক্যাচের ভিডিও প্রতি ঘণ্টায় দেখি! যখনই ফোন হাতে আসে, তখনই দেখি। ওই মুহূর্তটা আমার হৃদয়ে গেঁথে আছে। দেশের জন্য এমন কিছু করতে পেরে আমি কৃতজ্ঞ।" 

২০২৬ বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য!
ভারতীয় ক্রিকেটপ্রেমীরা এখন তাকিয়ে আছেন ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে। সূর্যকুমার কি দেবিশার চ্যালেঞ্জ পূরণ করতে পারবেন? ভারত কি আরও একটি বিশ্বকাপ জিততে পারবে? আর সত্যিই যদি সেটা হয়, তবে সূর্যের হাতে কি নতুন কোনো ট্যাটু দেখা যাবে? তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন!

Advertisement

 

POST A COMMENT
Advertisement