India vs Australia 1st ODI 2025: শেষবারের মতো অস্ট্রেলিয়া সফরে কোহলি-রোহিত? আজ পার্থে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী

দীর্ঘ ২২৪ দিন পর মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া। রবিবার পার্থের অপ্টাস স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ভারতীয় সময় সকাল ৯টায় প্রথম ম্যাচ।

Advertisement
শেষবারের মতো অস্ট্রেলিয়া সফরে কোহলি-রোহিত? আজ পার্থে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বীআজকের ম্যাচে রোহিত, কোহলির দিকেই তাকিয়ে সকলে।
হাইলাইটস
  • দীর্ঘ ২২৪ দিন পর মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া।
  • রবিবার পার্থের অপ্টাস স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
  • ম্যাচে বিশেষ নজর থাকবে দুই তারকার উপর, রোহিত শর্মা ও বিরাট কোহলি।

দীর্ঘ ২২৪ দিন পর মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া। রবিবার পার্থের অপ্টাস স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ভারতীয় সময় সকাল ৯টায় প্রথম ম্যাচ।

ভারতের নেতৃত্বে থাকছেন শুভমন গিল। অপরদিকে, অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। দুই দলই এখন লড়াইয়ের জন্য প্রস্তুত।

এদিনের ম্যাচে সবার আলাদা করে নজর থাকবে দুই তারকার উপর, রোহিত শর্মা ও বিরাট কোহলি। প্রায় ২২৪ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তাঁরা। শেষবার মার্চে, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তাঁদের দেখা গিয়েছিল। সেবার ট্রফি জিতেছিল ভারত। তাই এবারও দর্শকদের উচ্ছ্বাস তুঙ্গে।

রোহিত ও কোহলি এখন কেবল ওয়ানডেই খেলেন। টেস্ট ও টি-২০ থেকে বিদায় নিয়েছেন। এবার তাঁদের লক্ষ্য শুধু একদিনের ক্রিকেটে নিজেদের প্রমাণ করা। গিলের সঙ্গে রোহিত-কোহলির জুটি দেখতে মুখিয়ে দেশজুড়ে ক্রিকেটপ্রেমীরা।

বিশেষজ্ঞদের মতে, এটাই হয়তো কোহলি-রোহিতের শেষ অস্ট্রেলিয়া সফর। তাই প্রতিটি ইনিংসই স্মরণীয় হতে চলেছে।

ভারতের সম্ভাব্য প্লেয়িং ইলেভেনে থাকছেন; গিল, রোহিত, কোহলি, শ্রেয়স, রাহুল, নীতীশ রেড্ডি, অক্ষর, সুন্দর, হর্ষিত, সিরাজ ও অর্শদীপ। প্রায় এক বছরের বিরতির পর সিরাজ ওয়ানডেতে ফিরছেন। স্পিনের গুরুদায়িত্বে কুলদীপ ও অক্ষর।

অস্ট্রেলিয়া অবশ্য এবার একটু চাপেই আছে। চোট-আঘাতে রীতিমতো 'শনির দশা' চলছে তাঁদের। একদিকে প্যাট কামিন্সের চোট। ক্যামেরন গ্রিনও দলের বাইরে। সব দায়িত্ব গিয়ে পড়েছে মার্শের কাঁধে। দলে থাকছেন হেড, স্টার্ক, হ্যাজলউড, রেনশ’ ও নতুন মুখ মিচেল ওভেন। এই ওভেন ও রেনশ’ আজই ওয়ানডেতে অভিষেক করতে পারেন।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য প্লেয়িং ইলেভেনে রয়েছেন মার্শ, হেড, শ’ট, রেনশ’, ফিলিপ, ওভেন, কনোলি, স্টার্ক, এলিস, হ্যাজলউড ও কুহনেমান।

পরিসংখ্যান বলছে, ভারত-অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত ১৫২ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ৮৪ ম্যাচে, ভারত ৫৮ বার। ১০টি ম্যাচ অমীমাংসিত।

দুই দলের লক্ষ্য একটাই, সিরিজের শুরুতেই জয় ছিনিয়ে নেওয়ার। একদিকে কোহলি-রোহিতের অভিজ্ঞতা, অন্যদিকে মার্শের তরুণ নেতৃত্ব। আজকের লড়াই যে তুমুল উত্তেজনাপূর্ণ হতে চলেছে, তা বলাই বাহুল্য।

Advertisement

POST A COMMENT
Advertisement