India vs Australia 1st ODI: রোহিত-কোহলির ব্যর্থতা, মার্শের দাপটে প্রথম ODI-তে হার টিম ইন্ডিয়ার

শুরুতেই ছন্দপতন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যর্থ রোহিত শর্মা ও বিরাট কোহলি। পরপর তিন উইকেট হারিয়ে তখন ধুঁকছে ভারত। এর মধ্যেই বার তিনেক বৃষ্টির জেরে খেলা বন্ধ হয়েছে। ম্যাচ ৫০ ওভার থেকে নেমে এসেছে ২৬ ওভারে। আর সেখানে মাত্র ১২৫ রানের লক্ষ্য দিল ভারত।

Advertisement
রোহিত-কোহলির ব্যর্থতা, মার্শের দাপটে প্রথম ODI-তে হার টিম ইন্ডিয়ারপ্রথম ওয়ানডেতে ভারতের কেএল রাহুলের সাথে অস্ট্রেলিয়ার মিচেল মার্শ (আর) ব্যাট করছেন

অস্ট্রলিয়ার বিরুদ্ধে সাত উইকেটে হারতে হল ভারতকে। শুরু থেকেই আধিপত্য বজায় রেখেছিল অজিরা। টসে জেতার পর থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে টিম ইন্ডিয়া। ৯ উইকেটে ১৩৬ রান করে ভারত। মাত্র ৩ উইকেট হারিয়ে ২৯ বল বাকি থাকতেই জয় তুলে নিল অজিরা।

শুরুতেই ছন্দপতন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যর্থ রোহিত শর্মা ও বিরাট কোহলি। পরপর তিন উইকেট হারিয়ে তখন ধুঁকছে ভারত। এর মধ্যেই বার তিনেক বৃষ্টির জেরে খেলা বন্ধ হয়েছে। ম্যাচ ৫০ ওভার থেকে নেমে এসেছে ২৬ ওভারে। আর সেখানে মাত্র ১২৫ রানের লক্ষ্য দিল ভারত।  

ভারতীয় দলের শুরুটা খুব খারাপ ছিল। চতুর্থ ওভারে তাদের প্রথম ধাক্কা লাগে, যখন তাদের স্কোর ছিল ১৩। জশ হ্যাজেলউডের বলে দ্বিতীয় স্লিপে ম্যাথু রেনশের হাতে রোহিত শর্মা ক্যাচ হন। রোহিত ১৪ বলে ৮ রান করেন, যার মধ্যে একটি চারও ছিল। এরপর, ফাস্ট বোলার মিচেল স্টার্ক ভারতকে দ্বিতীয় ধাক্কা দেন যখন তিনি বিরাট কোহলিকে ব্যাকওয়ার্ড পয়েন্টে কুপার কনলির হাতে ক্যাচ দেন। কোহলি আর্টবল খেলেও নিজের খাতা খুলতে ব্যর্থ হন। এ দিকে, অধিনায়ক শুভমান গিল (১০ রান) নাথান এলিসের হাতে আউট হন। দীর্ঘ বৃষ্টিপাতের পর খেলা আবার শুরু হলে, জশ হ্যাজেলউড শ্রেয়াস আইয়ারকে (১১ রান) আউট করেন।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়ের হার বেশি। দুই দলের মধ্যে ১৫২ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছে। এই সময়ের মধ্যে ক্যাঙ্গারুরা ৮৪টি ম্যাচে জয়লাভ করেছে, যেখানে ভারতীয় দল ৫৮টিতে জয়লাভ করেছে। দশটি ম্যাচ কোনও ফলাফল ছাড়াই শেষ হয়েছে। পার্থের অপটাস স্টেডিয়ামে এটি ভারতের প্রথম এ কদিনের আন্তর্জাতিক ম্যাচ। অন্যদিকে, অস্ট্রেলিয়া এর আগে এই মাঠে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, যার সবকটিতেই হেরেছে।

এই ম্যাচে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া অলরাউন্ডার নীতিশ কুমার রেডিকে ভারতের হয়ে নির্বাচিত করা হয়। রোহিত শর্মা নীতিশকে তার একদিনের আন্তর্জাতিক ক্যাপ উপহার দেন। ইতিমধ্যে, অস্ট্রেলিয়ার হয়ে মিচেল ওয়েন এবং ম্যাথু রেনশ তাদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন।  

Advertisement

ভারতের প্লেয়িং 11: রোহিত শর্মা, শুভমান গিল (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেডিড, হর্ষিত রানা, মোহাম্মদ সিরাজ এবং আরশদীপ সিং।
অস্ট্রেলিয়ার একাদশ: ট্র্যাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), ম্যাথু শর্ট, জশ ফিলিপ (উইকেটরক্ষক), ম্যাথু রেনশ, কুপার কনলি, মিচেল ওয়েন, মিচেল স্টার্ক, নাথান এলিস, ম্যাথু কুহনেম্যান এবং জশ হ্যাজেলউড।

POST A COMMENT
Advertisement