Suryakumar Yadav, India vs Australia 1st T20 Match: বিশ্বকাপ ২০২৩-এ ফাইনালে হারের বদলা ৫ দিনের মধ্যেই নিল ভারত। যার নির্যাস, ২৩ নভেম্বর অর্থাত্ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের T20 সিরিজের প্রথম ম্যাচে জয় পেল ভারত। ঝলসে উঠল সূর্যকুমার যাদবের ব্যাট।
পাহাড়প্রমাণ টার্গেট দেয় অস্ট্রেলিয়া
ICC-র T20 র্যাঙ্কিংয়ে বিশ্বের ১ নম্বর ব্যাটার সূর্যকুমার। বৃহস্পতিবার নিরাশ করলেন না। টসে জিতে এদিন ফিল্ডিং নেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। ৪৭ বলে সেঞ্চুরির ঝোড়ো ব্যাটিং করেন জস ইংলিশ। ৫০ বলে ১১০ রানের ঝকঝকে ইনিংস। ৮টি ছয় ও ১১টি চার। এছাড়া স্টিভ স্মিথও ৪১ বলে ৫২ রানের ইনিংস খেলেন। যার জেরে অস্ট্রেলিয়া ৩ উইকেটে ২০৮ রান করে।
A captaincy debut to remember for Suryakumar Yadav in international cricket! 👏 👏
— BCCI (@BCCI) November 23, 2023
He bags the Player of the Match award as #TeamIndia beat Australia in a thriller to take 1-0 lead in the series. 👌 👌
Scorecard ▶️ https://t.co/T64UnGxiJU #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/czB6X6co0G
শুরুতে নড়বড়ে ভারতীয় দল
২০৯ রানের পাহাড় প্রমাণ টার্গেট নিয়ে ভারত যখন ব্যাট করতে নামল, তখন চিন্তার বিষয় ছিল, সদ্য বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়াকে হারাতে পারবে কিনা। ঋতুরাজ গায়কোয়াড় ও যশস্বী যশপালের উইকেট শুরুতেই পড়ে যায়। ২২ রানে ২ উইকেট হারিয়ে বেশ চাপে তখন ভারত। তখনই উদয় হলেন সূর্যকুমার ও ইশান কিষাণ।
What A Game!
— BCCI (@BCCI) November 23, 2023
What A Finish!
What Drama!
1 run to win on the last ball and it's a NO BALL that seals #TeamIndia's win in the first #INDvAUS T20I! 👏 👏
Scorecard ▶️ https://t.co/T64UnGxiJU @IDFCFIRSTBank pic.twitter.com/J4hvk0bWGN
ঝলসে উঠল সূর্যকুমারের ব্যাট
৬০ বলে ১১২ রানের পার্টনারশিপ। ৩৭ বলে ৫০ করেন ইশান কিষাণ। ৩৯ বলে ৫৮ রান করে আউট হন। এরপরেই সূর্যকুমারের ব্যাট ঝড় তোলা শুরু করে। ২৯ বলে টি২০ কেরিয়ারের ১৬তম হাফ সেঞ্চুরি করেন সূর্য। ৪২ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে প্রমাণ করলেন, কেন তিনি T20 র্যাঙ্কিংয়ে ১ নম্বরে।
বিশ্বকাপ ফাইনালের মধুর প্রতিশোধ নিয়ে মাঠ ছাড়ে ভারত। সূর্যকুমারের স্ট্রাইক রেট ১৯০.৪৭। ইশানের স্ট্রাইক রেট ১৪৮.৭১।