India vs Australia: দ্বিতীয় ODI-তে কূলদীপকে খেলাতে পারে ভারত, কে বাদ পড়বেন? সম্ভাব্য দল

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একেদিনের ম্যাচে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। ৩ ম্যাচের এই সিরিজ জিততে হলে বাকি দুই ম্যাচেই জিততে হবে শুভমন গিলদের। দ্বিতীয় ম্যাচের আগে দলে বদল আসার সম্ভাবনা রয়েছে টিম ইন্ডিয়ার। দলে আসতে পারেন কুলদীপ যাদব।

Advertisement
দ্বিতীয় ODI-তে কূলদীপকে খেলাতে পারে ভারত, কে বাদ পড়বেন? সম্ভাব্য দলএই ফ্রেমে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক (বামে) এবং ভারতের বিরাট কোহলি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একেদিনের ম্যাচে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। ৩ ম্যাচের এই সিরিজ জিততে হলে বাকি দুই ম্যাচেই জিততে হবে শুভমন গিলদের। দ্বিতীয় ম্যাচের আগে দলে বদল আসার সম্ভাবনা রয়েছে টিম ইন্ডিয়ার। দলে আসতে পারেন কুলদীপ যাদব। 

অ্যাডিলেড ওয়ানডেতে রোহিত শর্মা এবং বিরাট কোহলি শক্তিশালী ব্যাটিং পারফর্ম্যান্স দেখাতে চাইবেন। পার্থের অপটাস স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে এই দুই অভিজ্ঞ খেলোয়াড়ের পারফর্ম্যান্স খুবই খারাপ ছিল। কোহলি তাঁর খাতাই খুলতে পারেননি, যেখানে রোহিত মাত্র ৮ রান করেন। এটি তাদের দুজনের জন্যই এই ম্যাচ ছিল প্রত্যাবর্তনের। কিন্তু তারা এটাকে স্মরণীয় করে রাখতে ব্যর্থ হন। ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের শিরোপা জয়ের পর এটিই ছিল প্রথমবারের মতো রোহিত এবং কোহলি ভারতীয় দলের হয়ে খেলেছেন।

কুলদীপ খেললে কাকে বাদ দেওয়া হবে?
কিছু প্রাক্তন ক্রিকেটার কুলদীপ যাদবের একাদশে না থাকায় বিস্ময় প্রকাশ করেছেন। এখন, এই ম্যাচে কুলদীপের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কুলদীপ খেললে ও য়াশিংটন সুন্দর অথবা নীতিশ কুমার রেডিডকে একাদশ থেকে বাদ দেওয়া হতে পারে। তবে, সুন্দরের একাদশ থেকে বাদ পড়ার সম্ভাবনা বেশি।

অন্যদিকে, স্বাগতিক অস্ট্রেলিয়া এই ম্যাচে কমপক্ষে দুটি পরিবর্তন আনতে পারে। স্পিনার অ্যাডাম জাম্পা এবং উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারিকে একাদশে রাখা হবে। দুজনেই প্রথম ওয়ানডেতে দলের অংশ ছিলেন না। এখন, বাকি দুটি ওয়ানডেতে তারা দলে ফিরেছেন।
অ্যালেক্স ক্যারির প্রত্যাবর্তনের ফলে, জশ ফিলিপ অথবা ম্যাথু রেনশ একাদশ থেকে বাদ পড়তে পারেন। অ্যাডাম জাম্পা, ম্যাথু কুহনেম্যানের জায়গায় আসবেন। কুহলেম্যানকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য তিনি ফিরে আসবেন। বেন ডোয়ার শুইসও কাফ ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন।

দ্বিতীয় ওয়ানডেতে ভারতের সম্ভাব্য প্লেয়িং ১১: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, আরশদীপ সিং।

Advertisement

দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: মিচেল মার্শ (অধিনায়ক), ট্র্যাভিস হেড, ম্যাথু শর্ট, ম্যাথু রেনশ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিচেল ওয়েন, কুপার কনলি, মিচেল স্টার্ক, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

POST A COMMENT
Advertisement