India vs Australia 2nd ODI: আছেন গিল, অথচ ওয়াশিংটনকে বোলিং শেখালেন রোহিত! Viral ছবি

টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি রোহিত শর্মার হাত থেকে চলে গিয়েছে শুভমন গিলের কাছে। তবুও অস্ট্রেলিয়া সফরে দ্বিতীয় একদিনের ম্যাচে ক্যাপ্টেনের ভূমিকায় দেখা গেল রোহিতকেই। যে সময়, ভারতীয় দলের উইকেট দরকার সে সময়ই দেখা যায় রোহিতকে ওয়াশিংটন সুন্দরকে কিছু বোঝাতে। সেই ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

Advertisement
আছেন গিল, অথচ ওয়াশিংটনকে বোলিং শেখালেন রোহিত! Viral ছবিওয়াশিংটন সুন্দরের সঙ্গে রোহিত

টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি রোহিত শর্মার হাত থেকে চলে গিয়েছে শুভমন গিলের কাছে। তবুও অস্ট্রেলিয়া সফরে দ্বিতীয় একদিনের ম্যাচে ক্যাপ্টেনের ভূমিকায় দেখা গেল রোহিতকেই। যে সময়, ভারতীয় দলের উইকেট দরকার সে সময়ই দেখা যায় রোহিতকে ওয়াশিংটন সুন্দরকে কিছু বোঝাতে। সেই ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

ম্যাথু শর্ট, কনওলি ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছিলেন। সে সময়ই এগিয়ে আসেন রোহিত।  সেই সময় গিল ছিলেন অনেকটা দূরে। দেখে মনে হচ্ছিল, রোহিত এখনও ক্যাপ্টেন্সি করে চলেছেন। আরও উল্ল্যেখযোগ্য ব্যাপার হল, এরপরেই শর্ট আউট হন হর্ষিত রানার বলে। রোহিত ২০২৭-এর বিশ্বকাপ অবধি তিনি একদিনের ক্রিকেট খেলতে চান। অধরা বিশ্বকাপ জেতাই চ্যালেঞ্জ তাঁর কাছে।

অ্যাডিলেডে রোহিত শর্মা ব্যাট হাতে তাঁর ফর্ম ফেরত পেয়েছেন। শতরান করতে না পারলেও, স্বভাবসিদ্ধ ভঙ্গিতে না হলেও, দায়িত্ববান ওপেনারের মতো ভারতকে বের করেছেন সমস্যা থেকে। শ্রেয়স আইয়ারকে সঙ্গে নিয়ে সিঙ্গল, ডাবলস নিয়ে দলের রান এগিয়ে নিয়ে গিয়েছেন। বিরাটের ব্যর্থতার দিনে আরেক তারকার হাফ সেঞ্চুরি। ৭৪ বল খেলে ৫০ করেন হিটম্যান। ততক্ষণে চারটে চাড় আর ২টো ছক্কা মেরে ফেলেছেন ভারতের প্রাক্তন ক্যাপ্টেন। এটা তাঁর কেরিয়ারে ৪৯ তম হাফ সেঞ্চুরি। শ্রেয়স আইয়ারের সঙ্গে তাঁর জুটি ভাঙতে স্পিনারদের নিয়ে এলেও উইকেট পায়নি অস্ট্রেলিয়া। 

টসে ফের হারতে হয়েছে শুভমন গিলকে। ফলে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে টসের সময় গিল বলেন, 'আমরা প্রথমে বোলিং করতে পারতাম, কিন্তু ব্যাটিং করাটা ভালো ছিল। বৃষ্টি হলে সবসময়ই কঠিন। আশা করি, আজ কোনও বাধা আসবে না। আমাদের প্লেয়িং ১১ একই থাকবে।' স্পষ্টতই, টস জেতার পর তাদের অবস্থান নিয়ে তারা দ্বিধাগ্রস্থ বলে মনে হচ্ছিল। এ দিকে, মিচেল মার্শ টস জেতার পরপরই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন।

অ্যাডিলেড ওয়ানডেতে অস্ট্রেলিয়ার একাদশ: ট্র্যাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), ম্যাথু শর্ট, ম্যাথু রেনশ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিচেল ওয়েন, কুপার কনলি, মিচেল স্টার্ক, জেভিয়ার বার্টলেট, জশ হ্যাজেলউড এবং অ্যাডাম জাম্পা।

Advertisement

অ্যাডিলেড ওয়ানডেতে ভারতের প্লেয়িং 11: রোহিত শর্মা, শুভমান গিল (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, আরশদীপ সিং, মহম্মদ সিরাজ।  

POST A COMMENT
Advertisement