
India Vs Australia 3rd T20: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় তথা শেষ টি২০ ম্যাচে দুর্দান্ত জয়ে সিরিজে সমতা ফেরাল ভারত। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে না গেলে ভারতের জয়ের সম্ভাবনা ছিল বেশি। তাহলে সিরিজ জিতেও ফেরা যেত। এদিন প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ১৮৬ রান করে। অর্শদীপ ১১তে ফিরেই ৩ উইকেট নিয়ে নিজের কার্যকারিতে প্রমাণ করেন।
এদিন চাপে পড়ে বাধ্য হয়েই হর্ষিতকে বেঞ্চে বসান কোচ গম্ভীর। এদিন অবশ্য রান তাড়া করতে নেমে নিয়মিত উইকেট হারালেও সারপ্রাইজ প্যাকেজ ওয়াশিংটন সুন্দর ক্যাঙ্গারুবাহিনীর শিরদাঁড়া ভেঙে দেন। মাত্র ৩২ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন তিনি। শুরু থেকেই মারমুখী মেজাজে খেলতে শুরু করেন এদিন। তবে শন অ্যাবটের পরপর ৩ বলে ৪, ৬, ৬ মেরে অজিদের ম্যাচ থেকে একেবারে ছিটকে দেন। বাকি কাজে তাঁকে সহায়তা করেন দীর্ঘদিন পরে দলে ফেরা জিতেশ শর্মা। তিনি করেন অপরাজিত ১৩ বলে অপরাজিত ২২ রান।
হোবার্টের বেলরিভ ওভালে শুক্রবার (২ নভেম্বর) মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রান তোলে। জয়ের জন্য ভারতের সামনে ছিল ১৮৭ রানের লক্ষ্য।
টার্গেট তাড়া করতে নেমে ১৬ ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় ১৬০/৫। তখন ক্রিজে ছিলেন ওয়াশিংটন সুন্দর ও যতীশ শর্মা। দুই ওপেনার শুভমন গিল (১৫) ও অভিষেক শর্মা (২৫) দ্রুত ফিরে যান। অধিনায়ক সূর্যকুমার যাদব ২৪ রান করে আউট হন। তিলক বর্মা (২৯) ও অক্ষর প্যাটেল (১৭) দলের রানকে শতরানে পৌঁছে দেন। নাথান এলিস তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে সফল বোলার হন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। ট্র্যাভিস হেড (৬) ও জশ ইঙ্গলিস (১) ফেরেন দ্রুতই। এরপর টিম ডেভিড ও মিচেল মার্শ মিলে ইনিংস সামলান। ডেভিড ২৩ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন এবং শেষ পর্যন্ত ৭৪ রানে আউট হন। স্টইনিস ৩৯ বলে ৬৪ রানের দারুণ ইনিংস খেলেন। ভারতের পক্ষে অর্শদীপ সিং নেন তিনটি উইকেট, আর দুই উইকেট পান বরুণ চক্রবর্তী।
এই ম্যাচে ভারতীয় দলে ফিরেছেন অর্শদীপ, সুন্দর ও জিতেশ শর্মা। বাদ পড়েছেন হর্ষিত রাণা, কুলদীপ যাদব ও সঞ্জু স্যামসন। অস্ট্রেলিয়া দলে জোশ হ্যাজেলউডের জায়গায় সুযোগ পেয়েছেন শন অ্যাবট। সুন্দরের ব্যাটে জয় এলেও জিতেশ শর্মা সুযোগ পেয়েই প্রমাণ করেছেন, তিনি লোয়ার অর্ডারে অ্যাসেট হতে পারেন।
দুই দেশের হেড টু হেড
এখন পর্যন্ত দুই দেশের মধ্যে ৩৪টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। তার মধ্যে ভারত জিতেছে ২০টিতে, অস্ট্রেলিয়া জিতেছে ১২টিতে, এবং ২টি ম্যাচ অনির্ধারিত থেকে গেছে। অর্থাৎ, ছোট ফরম্যাটেও ভারতই এগিয়ে।