গাব্বা টেস্টের আগে টানা পাঁচদিন বৃষ্টি হয়েছে ব্রিসবেনে। তাই শনিবার থেকে শুরু হতে চলা ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) তৃতীয় টেস্টের আগে আবহাওয়া একটা বড় ফ্যাক্টর হতে পারে। পারথ টেস্টে একপেশে ম্যাচ জেতার পর অ্যাডিলেড ওভালে পিঙ্ক বল টেস্ট হারের মুখে পড়তে হয়েছে ভারতীয় দলকে (Team India)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে উঠতে হলে গাব্বা টেস্ট জেতা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে।
কেমন থাকতে পারে ব্রিসবেনের আবহাওয়া?
শনিবার থেকে ৪০% বৃষ্টির সম্ভাবনা রয়েছে অ্যাডিলেড ওভালে ৷ ফলে বৃষ্টির কারণে ভেসে যেতে পারে তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলা৷ বিকেলেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে৷ বিকেলের দিকে তা নামতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসে। দ্বিতীয় এবং তৃতীয় দিনে বৃষ্টির সম্ভাবনা ২০%৷ চতুর্থ ও পঞ্চম দিনে বৃষ্টির সম্ভাবনা প্রায় বেড়ে হবে ৫০%।
অস্ট্রেলিয়া বনাম ভারত তৃতীয় টেস্ট ১৪ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। তৃতীয় টেস্ট শুরু হবে ভারতীয় সময় সকাল ৫:৫০ মিনিটে এবং স্থানীয় সময় সকাল ১০:৩০ মিনিট। ম্যাচের টস হবে ভারতীয় সময় সকাল ৫:২০ তে। অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হেরে ভারত নেমে গিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে৷ শীর্ষে পৌঁছে গিয়েছে অজিরা৷ ফলে রোহিত শর্মাদের কাছে কার্যত ‘অনিশ্চিত’ হয়ে গিয়েছে ডব্লিউটিসি ফাইনাল৷ এই অবস্থায় ভারতকে প্রতিটি ম্যাচ জিততে হবে৷ বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে চাপ বাড়বে টিম ইন্ডিয়ার৷
ব্রিসবেন জিতলে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দৌড়ে ফিরে আসতে পারে টিম ইন্ডিয়া৷ দ্বিতীয় এবং তৃতীয় টেস্টের মধ্যে ৬ দিনের বিশ্রাম পেয়েছে ভারতীয় দল ৷ যেনতেন প্রকরণে তৃতীয় টেস্ট মুঠোয় পুরতে চাইবে ভারত। কিন্তু সমস্যা এখন ব্রিসবেনের আবহাওয়া৷ বৃষ্টিতে ভেসে যেতে পারে এই খেলা৷
ব্রিসবেন টেস্টে ভারতীয় দলের সম্ভাব্য প্লেয়িং-১১: যশস্বী জয়সও য়াল, কেএল রাহুল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা/ রবিচন্দ্রন অশ্বিন/ ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, জাসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।
ব্রিসবেন টেস্টের জন্য অস্ট্রেলিয়ার সম্ভাব্য প্লেয়িং-১১: উসমান খাজা, নাথান ম্যাকসুইনি, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যান্ডিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, স্কট হ্যাজলউড