India vs Australia 4th T20I: ওপেনিং-এ বদলের ইঙ্গিত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেমন হতে পারে আজ ভারতের দল?

বৃহস্পতিবার গোল্ডকোস্টের পিপল ফাস্ট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। দ্বিতীয় ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিলেন শুভমন গিলরা। বল হাতে ভাল পারফরম্যান্সের পাশাপাশি, ব্যাট হাতেও দুরন্ত লড়াই করেছিলেন ওয়াশিংটন সুন্দর, জিতেশ শর্মারা।

Advertisement
ওপেনিং-এ বদলের ইঙ্গিত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেমন হতে পারে আজ ভারতের দল?

বৃহস্পতিবার গোল্ডকোস্টের পিপল ফাস্ট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। দ্বিতীয় ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিলেন শুভমন গিলরা। বল হাতে ভাল পারফরম্যান্সের পাশাপাশি, ব্যাট হাতেও দুরন্ত লড়াই করেছিলেন ওয়াশিংটন সুন্দর, জিতেশ শর্মারা। 

তবে সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে নামার আগে দলের ব্যাটিং গভীরতাই ভাবাচ্ছে অধিনায়ক সূর্যকুমার যাদবকে। বুধবার গোল্ডকোস্টের পিপল ফাস্ট স্টেডিয়ামে শেষ মুহুর্তের প্রস্তুতি সারল ভারতীয় দল। এদিন অনুশীলনের পর প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেল। চোট সারিয়ে সম্পূর্ণ সুস্থ নিতীশ কুমার রেড্ডি। ফলে সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে দলে ফিরতে পারেন তিনি। অন্যদিকে, ওপেন করতে দেখা যেতে পারে সঞ্জু স্যামসনকে।

চলতি সিরিজে ভারতের দুই ওপেনার অভিষেক শর্মী এবং শুভমন গিল নিজের চেনা ছন্দে নেই। ফলে বড় রান করতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে ভারতীয় দলকে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে তিন নম্বরে ব্যাট করেছিলেন স্যামসন। কিন্তু রান পাননি। শেষ ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। আজ অভিষেক শর্মার পরিবর্তে সঞ্জু স্যামসনকে ওপেন করতে দেখা যেতে পারে। 

পাশাপাশি, শুভমন গিলের উপরেও নজর থাকবে। বুধবার নেট সেশনে প্রায় পুরো সময়টাই পেস বোলারদের সামনে খেললেন সঞ্জু। পাশাপাশি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দলের প্রস্তুতির জন্য কুলদীপ যাদবও দেশে ফিরেছেন। অন্যদিকে, অস্ট্রেলিয়া দলেও বেশ কিছু পরিবর্তনের সম্ভবনা রয়েছে। দলের সঙ্গে নেই শন অ্যাবট এবং ট্রাভিস হেড। সবমিলিয়ে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের আগে দুই দলে একাধিক পরিবর্তনের সম্ভবনা রয়েছে।

গোল্ড কোস্ট T20-এর জন্য ভারতের প্লেয়িং ১১: শুভমান গিল, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, আরশদীপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরা।

গোল্ড কোস্ট টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার একাদশ: ম্যাথু শর্ট, মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটরক্ষক), মার্কাস স্টোইনিস, টিম ডেভিড, মিচেল ওয়েন, নাথান এলিস, জেভিয়ার বার্টলেট, ম্যাথু কুহনেম্যান, বেন ডোয়ার শুইস, গ্লেন ম্যাক্সওয়েল।

Advertisement

POST A COMMENT
Advertisement