ক্যাচ মিস করলে ম্যাচ হারতে হয়। এ প্রবাদ সকলেরই জানা। তবে চতুর্থ টেস্টের চতুর্থ দিনে তিনটে ক্যাচ ফেললেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। যা নিয়ে ক্ষুব্ধ ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। এর মধ্যে রয়েছে মার্নাস লাবুশেনেরও (Marnus Labuschagne)) উইকেট। যিনি হাফসেঞ্চুরি পেরিয়ে ৭০ রান করে গিয়েছেন।
শুরুতে উসমান খজার (Usman Khawaja) ক্য়াচ ফসকেছিলেন যশস্বী। লেগ গালিতে যশস্বী যেন প্রত্যাশাই করেননি ক্যাচ আসতে পারে। হাতে লাগলেও আটকায়নি। সবচেয়ে অস্বস্তি লাবুশেনের ক্যাচটা নিয়েই। বাংলার আকাশদীপের বলেও ক্যাচ ফসকেছেন ভারতের ওপেনার। স্লিপে ফিল্ডিং করছিলেন যশস্বী। থার্ডস্লিপে মার্নাস লাবুশেনের ক্যাচ ফসকান যশস্বী। সে সময় ৪৬ রানে ব্যাট করছিলেন মার্নাস লাবুশেন। অস্ট্রেলিয়া ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল। মার্নাসের উইকেট পাওয়া মানে প্রতিপক্ষকে অলআউট করার দিকে আরও এক ধাপ এগনো। স্বাভাবিক ভাবেই তাঁর উপর চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেন রোহিত শর্মা। কারণ এই উইকেট কতটা গুরুত্বপূর্ণ সেটা তিনি জানতেন।
মার্নাস লাবুশেনের সঙ্গে ক্রিজে ক্রমশ জুটি গড়ছেন ক্যাপ্টেন প্যাট কামিন্স। সিলি পয়েন্টে ফিল্ডিং করছিলেন। এ বারও যশস্বী। কঠিন হলেও হাতে বল জমাতে পারেননি। তিনটি ক্যাচ মিসে কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া।
MCG টেস্টের জন্য অস্ট্রেলিয়ার প্লেয়িং একাদশ: উসমান খাজা, স্যাম কনস্টানস, মারনাস লাবুসচেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, স্কট বোল্যান্ড।
MCG টেস্টের জন্য ভারতের প্লেয়িং-11: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেডিড, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ।