দুরন্ত ব্যাটিং ঋষভ পান্তের। সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ২৯ বলে হাফ সেঞ্চুরি করে ফেললেন ভারতের উইকেটকিপার ব্যাটার। ৩৩ বলে ৬১ রানের ইনিংসে ছিল ছ'টা চার ও চারটে ছক্কা। সমস্ত অজি বোলারকেই বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। ফিল্ডিং ছড়িয়েও থামানো যায়নি পান্তকে।
ফের কপিলকে পেরলেন পান্ত
নিজের রেক্রডের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন পান্ত। টেস্টে ভারতীয়দের মধ্যে সবচেয়ে দ্রুত হাফ সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে পান্তেরই। সেটা ছিল ২০২২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ২৮ বলে সেবার ৫০ করেছিলেন তিনি। আর এবার সিডনির পিচে যেখানে সব ব্যাটারই সমস্যায় পড়ছেন সেখানে মাত্র ২৯ বলে হাফ সেঞ্চুরিতে পৌঁছে যান পান্ত। পাশাপাশি আরও একবার ভাঙলেন কপিল দেবের রেকর্ড। বিশ্বকাপ জেতা ক্যাপ্টেন পাকিস্তানের বিরুদ্ধে ১৯৮২ সালে করাচিতে ৩০ বলে ৫০ করেন।
ভারতীয় দলকে দারুণ জায়গায় নিয়ে গেলেন পান্ত
এবারের অস্ট্রেলিয়া সফরে একেবারেই ছন্দে ছিলেন না পান্ত। তবে শেষ ম্যাচের শেষ ইনিংসে জ্বলে উঠল তাঁর ব্যাট। তিনি যখন আউট হলে, ভারতীয় দল তখন অজিদের থেকে ১৩২ রান এগিয়ে। ভয়ঙ্কর স্কট বোল্যান্ডের বলেও একই মেজাজে ছিলেন পান্ত। তবে তাঁকে আউট করেন কামিন্স। ভারতের রানের গতি কমাতে পান্তকে আউট করতেই হত অজিদের। ক্যাপ্টেনই সেই কাজটা করে দিলেন। অফস্ট্যাম্পের বাইরের বল, মারতে গিয়ে আউট হলেন তিনি।
ক্যাপ্টেন জসপ্রীত বুমরা মাঠের বাইরে বেরিয়ে যাওয়ার পরেই বিরাট কোহলি দলের দায়িত্ব নেন। দ্রুত উইকেট তুলে নিয়ে অজিদের চাপে ফেলে দেয় ভারত। দারুণ বল করেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা ও নীতিশ রেড্ডিরা। ১৮১ রানে শেষ হয়ে যায় অজিদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে, খোলস ছেড়ে বেরিয়ে আসেন যশস্বী জয়সওয়াল। বড় রান না পেলেও, তখনই বোঝা গিয়েছিল, ভারত আক্রমণের রাস্তা থেকে সরছে না।
সিডনির পিচে দ্বিতীয় দিনেও ব্যাট করা বেশ কঠিন। মনে হচ্ছে ম্যাচ যত এগোচ্ছে, ততই বোলারদের স্বর্গ হয়ে উঠছে এই পিচ। তাই টিম ইন্ডিয়ার লক্ষ্য থাকবী দ্রুত রান তুলে নেওয়া। অন্তত ২০০ রান বা তার বেশি রানের টার্গেট দিয়ে প্যাট কামিন্সদের আরও চাপে ফেলতে।