ভারতীয় দলের হয়ে শেষ টেস্টে হয়ত খেলবেন না রোহিত শর্মা। সিডনি টেস্ট খেলে তিনি অবসর নিতে পারেন বলে জল্পনা আগেই তৈরি হয়েছিল। তবে বৃহস্পতিবার গৌতম গম্ভীর যা বললেন, তাতে রোহিত শর্মার সিডনিতে খেলা নিয়েই প্রশ্ন উঠে গেল। গম্ভীর ইঙ্গিত দিয়েছেন, সিডনিতে রোহিতের প্রথম একাদশে থাকা নিশ্চিত নয়। পিচ এবং পরিস্থিতি দেখেই প্রথম একাদশ ঠিক করবেন তাঁরা।
সাম্প্রতিক ইতিহাসে সিরিজ চলাকালীন ক্যাপ্টেনকে বসিয়ে রাখার নজির সেভাবে দেখা যায়নি। পারথ টেস্টে রোহিত খেলেননি সন্তানের জন্মের কারণে। আর এবার লাগাতার খারাপ ফর্মের কারণে সরিয়েও দেওয়া হতে পারে রোহিতকে। তাঁর জায়গায় ভারতীয় দলে সুযোগ পেতে পারেন শুভমন গিল। আগের টেস্টে তাঁকে খেলানো হয়নি। পারথ টেস্টের পর ফের ভারতের নেতৃত্বে দেখা যেতে পারে জসপ্রীত বুমরাকে।
ভারতীয় দলের প্র্যাকটিসে যে চিত্র দেখা গেল তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। কারণ, সাধারণভাবে দ্বিতীয় স্লিপে ফিল্ডিং করেন রোহিত। তবে অনুশীলনে দেখা গেল, গিল সেই জায়গায় ফিল্ডিং করছেন। যা দেখে ভারতীয় দলের ফ্যানরা মনে করছেন, রোহিত হয়ত এই ম্যাচে খেলবেন না।
সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিক এ নিয়ে প্রশ্ন করায় তিনি বলেন, 'রোহিত ঠিকই আছে। অধিনায়কের সাংবাদিক বৈঠকে আসা তো কোনও প্রথা নয়। কোচ তো এসেছে। আশা করি, সেটাই যথেষ্ট। আপাতত উইকেট দেখে প্রথম একাদশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।' আর সেখানেই সন্দেহ দানা বাধছে ভারতীয় দলের ফ্যানদের মধ্যে।
এর পরে গম্ভীরকে জিজ্ঞাসা করা হয় রোহিতকে নিয়ে ভারতের পরিকল্পনার কথা। গম্ভীর বলেন, 'কিছুক্ষণ আগেই বললাম, আমরা আগে উইকেট দেখব। তার পর কাল প্রথম একাদশ বেছে নেব।' রোহিতের অন্তর্ভুক্তি নিয়ে নিশ্চিত কোনও উত্তর শোনা যায়নি তাঁর মুখ থেকে।
ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ, যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ইশ্বরন, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পান্ত, সরফরাজ খান, ধ্রুব জুরেল, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, প্রসিদ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ রেডিড, ও য়াশিংটন সুন্দর, দেবদত্ত পাডিক্কল।
সিডনি টেস্টের জন্য অস্ট্রেলিয়ার প্লেয়িং ইলেভেন: স্যাম কনস্টাস, উসমান খাজা, মারনাস লাবুসচেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিয়ন, স্কট বোল্যান্ড