India vs Australia CT 2025: দুবাইতে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত? স্মিথ বললেন...

রান তাড়া করার ক্ষেত্রে বিরাট কোহলির (Virat Kohli) দক্ষতা যে কতটা তা আরও একবার এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেই (Champions Trophy 2025) বোঝা যাচ্ছে। প্রথমে গ্রুপ পর্বে পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে সেঞ্চুরি আর তারপর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে ৯৮ বলে ৮৪ রানের ইনিংস খেলে দলকে ফাইনালে তুলেছেন। এই ম্যাচের পরেই বিরাটের ব্যাটিং নিয়ে মুগ্ধতার কথা জানালেন অজি ক্যাপ্টেন স্টিভ স্মিথ।

Advertisement
দুবাইতে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত? স্মিথ বললেন...ভারত ও অস্ট্রেলিয়া

রান তাড়া করার ক্ষেত্রে বিরাট কোহলির (Virat Kohli) দক্ষতা যে কতটা তা আরও একবার এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেই (Champions Trophy 2025) বোঝা যাচ্ছে। প্রথমে গ্রুপ পর্বে পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে সেঞ্চুরি আর তারপর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে ৯৮ বলে ৮৪ রানের ইনিংস খেলে দলকে ফাইনালে তুলেছেন। এই ম্যাচের পরেই বিরাটের ব্যাটিং নিয়ে মুগ্ধতার কথা জানালেন অজি ক্যাপ্টেন স্টিভ স্মিথ।

রান তাড়া করার ক্ষেত্রে বিরাট সবার সেরা
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে স্মিথ বলেন, 'মতান্তরে রান তাড়া করার বিষয়ে সর্বকালের সবথেকে দক্ষ ব্যাটার ও। আমাদের বিপক্ষেই তো রান তাড়া করে ও দেশকে কতই না ম্যাচ জিতিয়েছে। ইনিংসের গতিটা দারুণভাবে নিয়ন্ত্রণে রাখে ও। আর শেষের দিকে তো রাহুল এবং হার্দিক ম্যাচ বের করে নিয়ে যায়। আমরা ম্যাচটা যত সম্ভব টেনে নিয়ে গিয়েছি। তবে ওরা দারুণভাবে রান তাড়া করেছে।'

দুবাইয়ে খেলে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত?
অনেকেই দাবি করেছেন কেবল দুবাইয়ে খেলায় ভারতীয় দল বাড়তি সুবিধা পাচ্ছে। তবে সেই তত্ত্বও খারিজ করে দিয়েছেন স্ট্যান্ড ইন অজি অধিনায়ক। তিনি বলেন, 'দেখুন এসব তত্ত্ব আমি মানি না। ভারতীয় দল এখানে খুবই ভাল ক্রিকেট খেলেছে। এখানকার পিচ ওদের খেলার ধরনের পরিপূরক। যে ধরনের ফাস্ট বোলাররা রয়েছেন, এতগুলো স্পিনার রয়েছে, তার লাভ পাচ্ছে ভারত। ওরা ভাল খেলেছে। আমাদের থেকে ভাল খেলেছে এবং যোগ্য দল হিসাবেই ম্যাচ জিতে মাঠ ছেড়েছে।'

বিরাট কোহলি ও স্টিভ স্মিথ
বিরাট কোহলি ও স্টিভ স্মিথ

পাকিস্তান ম্যাচের মতোই কঠিন ছিল
আর সেমিফাইনালের সেরা ক্রিকেটার, তিনি মনে করেন এই ম্যাচটা পাকিস্তান ম্যাচের মতোই কঠিন ছিল। বলেন, 'এই ম্যাচটা পাকিস্তান ম্যাচের মতোই ছিল। আমার কাছে জরুরি ছিল প্রাথমিক ব্যাপারগুলোয় জোর দেওয়া আর সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া। আমি স্ট্রাইক রোটেট করছিলাম, কারণ এই উইকেটে পার্টনারশিপ গড়ে তোলা খুব গুরুত্বপূর্ণ। সেদিনের মতো আজও আমার লক্ষ্য ছিল পার্টনারশিপ গড়ে তোলা। যে সময় আমি আউট হই, লক্ষ্য ছিল আরও ২০ রান যোগ করার। আর ২ ওভারের মধ্যে ম্যাচটা শেষ করতে চেয়েছিলাম। এভাবেই আমি সাধারণত ব্যাট করে থাকি। তবে মাঝে মধ্যে যা পরিকল্পনা করি, মাঠে তা প্রয়োগ করা যায় না।' 

Advertisement

POST A COMMENT
Advertisement