scorecardresearch
 

India vs Australia Score, World Cup 2023: ভারতকে হারিয়ে বিশ্বসেরা অস্ট্রেলিয়া, ষষ্ঠ বিশ্বকাপ চ্যাম্পিয়ন অজিরা

Aajtak Bangla | ahmedabad | 19 Nov 2023, 10:06 PM IST

ভারত এবং অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুই দলের মধ্যে এই ম্যাচ। তৃতীয়বারের মতো শিরোপা জয়ের চেষ্টা করছে ভারতীয় দল। আর অন্যদিকে ষষ্ঠবার কাপ জেতার লক্ষ্যে অজিরা।

ট্রাভিস হেড ট্রাভিস হেড

ভারত এবং অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুই দলের মধ্যে এই ম্যাচ। তৃতীয়বারের মতো শিরোপা জয়ের চেষ্টা করছে ভারতীয় দল। আর অন্যদিকে ষষ্ঠবার কাপ জেতার লক্ষ্যে অজিরা। 

10:06 PM (5 মাস আগে)

চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

Posted by :- Jagrick Dey

ফাইনালে ভারতকে ছয় উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আবারও ফাইনালে হারতে হোল ভারতীয় দলকে। 

10:05 PM (5 মাস আগে)

জয়ের কাছাকাছি অস্ট্রেলিয়া

Posted by :- Jagrick Dey

আর মাত্র ১৬ রান দরকার অজিদের। ষষ্ঠবার চ্যাম্পিয়ন হওয়ার পথে তাঁরা।

8:21 PM (5 মাস আগে)

এক ওভারে ১৪ রান দিলেন বুমরা

Posted by :- Jagrick Dey

ম্যাচ প্রায় হাত থেকে বেরিয়ে গিয়েছে ভারতের। বিশ্বকাপ জিততে মাত্র ৭৯ রান দরকার অজিদের। 

8:16 PM (5 মাস আগে)

হারের মুখে ভারত

Posted by :- Jagrick Dey

দারুণ ইনিংস অস্ট্রেলিয়ার দুই ব্যাটারের। বিশ্বকাপ জিততে মাত্র ৯৩ রান দরকার অজিদের। হাতে সাত উইকেট

Advertisement
8:07 PM (5 মাস আগে)

২৫ ওভার শেষ

Posted by :- Jagrick Dey

দুরন্ত গতিতে এগোচ্ছে অস্ট্রেলিয়া। ৩ উইকেটে ১৩৫ রান অস্ট্রেলিয়ার।

8:05 PM (5 মাস আগে)

২৪ ওভার শেষ

Posted by :- Jagrick Dey

৩ উইকেটে ১২৭ রান করল অস্ট্রেলিয়া। জয়ের দিকে এগোচ্ছে অজিরা। 

7:49 PM (5 মাস আগে)

১০০ করে ফেলল অস্ট্রেলিয়া

Posted by :- Jagrick Dey

৩ উইকেট হারিয়ে ১০০ পেরিয়ে গেল অস্ট্রেলিয়া। ভাল ব্যাটিং হেড ও লাবুশেন। 

7:46 PM (5 মাস আগে)

৫১ রানের জুটি অস্ট্রেলিয়ার

Posted by :- Jagrick Dey

দারুন ব্যাট করছেন লাবুশেন ও হেড। জুটিতে উঠল ৫১ রান। 

7:42 PM (5 মাস আগে)

১৮ ওভার শেষ

Posted by :- Jagrick Dey

৩ উইকেট হারিয়ে ৯৫ রান অস্ট্রেলিয়ার। 

Advertisement
7:00 PM (5 মাস আগে)

আউট স্মিথ

Posted by :- Jagrick Dey

দুই উইকেট তুলে নিলেন বুমরা। ৪৭ রানে ৩ উইকেট হারাল অস্ট্রেলিয়া। 

6:50 PM (5 মাস আগে)

৫ ওভার শেষ

Posted by :- Jagrick Dey

২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান ৪১। দারুণ ছন্দে টিম ইন্ডিয়ার বোলাররা। 

6:49 PM (5 মাস আগে)

আউট মার্শ

Posted by :- Jagrick Dey

উইকেট নিলেন বুমরা। রাহুলের হাতে ক্যাচ দিয়ে আউট মার্শ। ৪১ রানে ২ উইকেট হারাল অস্ট্রেলিয়া। 

6:39 PM (5 মাস আগে)

২ ওভার শেষ

Posted by :- Jagrick Dey

১ উইকেট হারিয়ে ২৮ রান করে ফেলেছে অস্ট্রেলিয়া। 

6:32 PM (5 মাস আগে)

আউট ওয়ার্নার

Posted by :- Jagrick Dey

বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। ৭ রান করে আউট ওয়ার্নার। দারুণ ক্যাচ বিরাট কোহলির। এসেই উইকেট নিলেন শামি। ১৭ রানে প্রথম উইকেট হারাল অস্ট্রেলিয়া। 

Advertisement
6:29 PM (5 মাস আগে)

প্রথম ওভার শেষ

Posted by :- Jagrick Dey

প্রথম ওভারে দারুণ ছন্দে অস্ট্রেলিয়া। ১৫ রান এল বুমরার ওভার থেকে। 

6:27 PM (5 মাস আগে)

দুর্দান্ত শুরু অস্ট্রেলিয়ার

Posted by :- Jagrick Dey

প্রথম বলেই ক্যাচ মিস বিরাটের। বল চলে গেল বাউন্ডারির বাইরে। 

5:43 PM (5 মাস আগে)

আউট সূর্যকুমার

Posted by :- Jagrick Dey

২২৬ রানে ৯ উইকেট হারাল ভারতীয় দল। ২৮ বলে ১৮ রান করে আউট সূর্য। 

5:28 PM (5 মাস আগে)

আউট বুমরা

Posted by :- Jagrick Dey

২১৪ রানে আট উইকেট হারাল ভারতীয় দল। ১ রান করে আউট হলেন বুমরা। 

5:22 PM (5 মাস আগে)

সাত উইকেট হারাল ভারত

Posted by :- Jagrick Dey

আউট হলেন মহম্মদ শামি। ২১১ রানে ৭ উইকেট হারাল ভারতীয় দল।

Advertisement
5:14 PM (5 মাস আগে)

আবার উইকেট হারাল ভারত

Posted by :- Jagrick Dey

আউট হলেন রাহুলও। ২০৭ রানে ৬ উইকেট হারাল ভারতীয় দল। ১০৭ বলে ৬৬ রানের ইনিংস খেলে আউট হন রাহুল। 

5:05 PM (5 মাস আগে)

৪০ ওভার শেষ

Posted by :- Jagrick Dey

৪০ ওভারে ৫ উইকেটে ১৯৭ রান ভারতের। শেষ ১০ ওভারে কত রান করবে টিম ইন্ডিয়া? সেটাই এখন প্রশ্ন টিম ইন্ডিয়ার সমর্থকদের। 

4:44 PM (5 মাস আগে)

৫ উইকেট হারাল ভারত

Posted by :- Jagrick Dey

আউট হলেন রবীন্দ্র জাদেজা। ১৭৮ রানে ৫ উইকেট হারাল ভারত। উইকেট হ্যাজেলউডের। 

4:37 PM (5 মাস আগে)

হাফ সেঞ্চুরি রাহুলের

Posted by :- Jagrick Dey

৮৬ বলে ৫০ করলেন রাহুল। ৩৫ ওভারে চার উইকেটে ১৭৩ রান টিম ইন্ডিয়ার। 

4:06 PM (5 মাস আগে)

আউট বিরাট

Posted by :- Jagrick Dey

৬৩ বলে ৫৪ রান করে আউট বিরাট। ১৪৮ রানে চার উইকেট হারাল ভারত। ব্যাট করতে এলেন জাদেজা। 

Advertisement
3:54 PM (5 মাস আগে)

৫৬ বলে ৫০ বিরাটের

Posted by :- Jagrick Dey

বাউন্ডারি না আসলেও, সিঙ্গেল, ডাবলস নিয়ে দলের রান এগিয়ে যাচ্ছেন বিরাট-রাহুল জুটি। ৩ উইকেটে ১৩২ রান ভারতের। 

3:32 PM (5 মাস আগে)

২০ ওভার শেষ

Posted by :- Jagrick Dey

৩ উইকেটে ১১৫ রান ভারত। উইকেটে জমে যাওয়ার চেষ্টায় বিরাট ও রাহুল। 

3:14 PM (5 মাস আগে)

১৬ ওভার শেষ

Posted by :- Jagrick Dey

৩ উইকেট হারিয়ে ১০০ পেরিয়ে গেল ভারতীয় দল। 

3:05 PM (5 মাস আগে)

১৪ ওভার শেষ

Posted by :- Jagrick Dey

৩ উইকেট হারিয়ে ৯৪ রান টিম ইন্ডিয়ার। 

2:49 PM (5 মাস আগে)

আবার উইকেট হারাল ভারত

Posted by :- Jagrick Dey

৪ রান করেই আউট শ্রেয়স আইয়ার। ৮১ রানে তৃতীয় উইকেট হারাল ভারত। কিছুটা চাপ বাড়ল টিম ইন্ডিয়ার উপর। 

Advertisement
2:46 PM (5 মাস আগে)

আউট রোহিত

Posted by :- Jagrick Dey

৪৭ রান করে আউট রোহিত। ম্যাক্সওয়েলের বলে বড় শট খেলতে গিয়ে আউট হলেন ভারতীয় দলের ক্যাপ্টেন। ব্যাট করতে এলেন আরেক ফর্মে থাকা ব্যাটার শ্রেয়স আইয়ার। 

2:34 PM (5 মাস আগে)

৭ ওভার শেষ

Posted by :- Jagrick Dey

ভাল ব্যাট করছেন বিরাট-রোহিত। ১ উইকেট হারিয়ে ৫৪ রান টিম ইন্ডিয়ার। বল করতে এলেন গ্লেন ম্যাক্সওয়েল।

2:33 PM (5 মাস আগে)

৫০ পেরল টিম ইন্ডিয়া

Posted by :- Jagrick Dey

১ উইকেট হারালেও বিরাট চাপ আসতে দিচ্ছেন না। এক ওভারেই এল পরপর তিনটে চার। ১ উইকেট হারিয়ে ৫২ রান করে ফেলল ভারতীয় দল। 

2:22 PM (5 মাস আগে)

আউট গিল

Posted by :- Jagrick Dey

৩০ রানে প্রথম উইকেট হারাল ভারত। ৪ রান করে আউট ফিল। প্রথম থেকেই কিছুটা নড়বড়ে লাগছিল টিম ইন্ডিয়ার ওপেনারকে। উইকেট নিলেন স্টার্ক। ব্যাট করতে নামলেন বিরাট কোহলি। 

2:11 PM (5 মাস আগে)

২ ওভারে ১৩ রান

Posted by :- Jagrick Dey

দ্বিতীয় ওভারে এল ১০ রান। হ্যাজেলউডের ওভারে ব্যাপক মার রোহিতের। 

Advertisement
2:05 PM (5 মাস আগে)

প্রথম ওভার শেষ

Posted by :- Jagrick Dey

উইকেট হারায়নি ভারত। ৩ রান এল প্রথম ওভার থেকে। 

2:02 PM (5 মাস আগে)

প্রথম বলেই আপিল স্টার্কের

Posted by :- Jagrick Dey

মিসিং লেগ। বল সোজা রোহিতের পায়ে। দারুণ শুরু অজিদের।

1:55 PM (5 মাস আগে)

গোটা স্টেডিয়ামে নীল সমুদ্র

Posted by :- Jagrick Dey

গোটা স্টেডিয়াম জুড়ে টিম ইন্ডিয়ার সমর্থকরা। নীল জার্সিতে ঢেকে গিয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। 

 

1:49 PM (5 মাস আগে)

মাঠে ঢুকলেন সচিন তেন্ডুলকর

Posted by :- Jagrick Dey

সচিন মাঠে ঢুকতেই চিৎকার সমর্থকদের। 'সচিন...সচিন' চিৎকারে কেঁপে উঠল নরেন্দ্র মোদী স্টেডিয়াম। 

1:40 PM (5 মাস আগে)

অস্ট্রেলিয়া দলে কারা?

Posted by :- Jagrick Dey

অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মারনাস লাবুসচেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

Advertisement
1:40 PM (5 মাস আগে)

কারা রয়েছেন ভারতীয় দলে?

Posted by :- Jagrick Dey

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ।

1:38 PM (5 মাস আগে)

টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

Posted by :- Jagrick Dey

টসে জিতলেন প্যাট কামিন্স। ফিল্ডিং-এর সিদ্ধান্ত। দুই টিমই একই দল খেলাচ্ছে।

 

12:29 PM (5 মাস আগে)

টিম ইন্ডিয়াকে শুভেচ্ছাবার্তা পাঠালেন প্রধানমন্ত্রী

Posted by :- Jagrick Dey

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল ম্যাচের আগে রোহিত শর্মাদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 

12:20 PM (5 মাস আগে)

স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দিল ভারতীয় দল

Posted by :- Jagrick Dey

স্টেডিয়ামের উদ্দেশে রওনা দিয়েছে ভারতীয় দল। সেখানেও দর্শকের বন্যা। ম্যাচ শুরু হবে ২ টোয়, টস হবে ১.৩০ টায়।

12:19 PM (5 মাস আগে)

কেমন হতে পারে ভারতীয় দল?

Posted by :- Jagrick Dey

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরা, মহম্মদ সিরাজ।

Advertisement
12:19 PM (5 মাস আগে)

ভারতীয় দলে কি পরিবর্তন আসবে?

Posted by :- Jagrick Dey

ফাইনাল ম্যাচে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা শক্তিশালী দল নিয়ে মাঠে নামতে চান। ভারত এই ম্যাচে কোনো পরিবর্তন আনে কি না সেটাই দেখার। আহমেদাবাদের কালো মাটির তৈরি পিচে স্লো টার্ন হতে পারে, তবে তৃতীয় স্পিনার হিসাবে রবিচন্দ্রন অশ্বিনকে হয়ত নেওয়া হচ্ছে না। তবে ভারত ও অস্ট্রেলিয়া গ্রুপ পর্বের ম্যাচে রবিচন্দ্রন অশ্বিন জায়গা পেয়েছিলেন। যদিও সেটা ছিল চিপকের মাঠ, যেখানে পিচ স্পিনারদের জন্য খুবই উপযুক্ত।

Advertisement