Gautam Gambhir: 'এত দিন কিছুই বলিনি, এর মানে এই নয় যে...', কোন কোন ক্রিকেটারকে গম্ভীর-ধমক?

India Vs Australia BGT: বর্ডার গাভাসকর ট্রফিতে ১৮৪ রানে হেরেছে টিম ইন্ডিয়া। চতুর্থ টেস্টে একটা সময় মনে হচ্ছিল, ম্যাচ ড্র হয়ে যেতে পারে। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং দলকে ডোবায়। পঞ্চম টেস্টের আগে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া।

Advertisement
'এত দিন কিছুই বলিনি, এর মানে এই নয় যে...', কোন কোন ক্রিকেটারকে গম্ভীর-ধমক? ক্ষুব্ধ গৌতম গম্ভীর
হাইলাইটস
  • পরপর খারাপ পারফরম্যান্সে ক্ষুব্ধ গম্ভীর।
  • ড্রেসিংরুমে দিলেন ধমক।

অস্ট্রেলিয়ার কাছে চতুর্থ টেস্টে হারের পরই দলের পারফরম্যান্সে হতাশ গৌতম গম্ভীর। দু-চার কথা শুনিয়েও দিয়েছেন দলকে। স্পোর্টস তকের প্রতিবেদন অনুযায়ী, দলের ক্রিকেটারদের গৌতম সাফ জানিয়েছন,'তোমরা কি জেগে আছো? এত দিন কিছুই বলিনি, এর মানে এই নয় যে যা খুশি করা যাবে!'

বর্ডার গাভাসকর ট্রফিতে ১৮৪ রানে হেরেছে টিম ইন্ডিয়া। চতুর্থ টেস্টে একটা সময় মনে হচ্ছিল, ম্যাচ ড্র হয়ে যেতে পারে। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং দলকে ডোবায়। পঞ্চম টেস্টের আগে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। ফলে চাপ বাড়ছে নতুন কোচ গম্ভীরের উপর। ইতিমধ্যেই তাঁর কৌশল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

জানা গিয়েছে, ৩০ ডিসেম্বর মেলবোর্ন টেস্টে হারের পর ড্রেসিংরুমেই ক্রিকেটারদের উপর ক্ষোভ উগরে দিয়েছেন গম্ভীর। দলের সদস্যদের সঙ্গে আলোচনায় আলাদা করে কারও নাম উল্লেখ করেননি কোচ। ওই বৈঠকে ছিলেন দুই সিনিয়র রোহিত শর্মা এবং বিরাট কোহলিও। গম্ভীর বলেন,'নিজের স্বাভাবিক খেলার নাম করে অনেকে ইচ্ছামতো ব্যাট করছেন, পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টাই করছেন না'। 

রোহিত-বিরাটের হতশ্রী পারফরম্যান্স

বিরাট কোহলি ও রোহিত শর্মার পারফরম্যান্স নিয়েও উঠছে প্রশ্ন। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা দু'জনেরই টেস্ট থেকে অবসর দাবি করছেন। গত বছর ১৪টি টেস্টে ৬১৯ রান করেছেন রোহিত। গড় ২৪.৭৬। অন্যদিকে, ১০ ম্যাচে কোহলির সংগ্রহ ৪১৭। গড় ২৪.৫২। চলতি সিরিজে রোহিত করেছেন ৫ ইনিংসে ৩১ রান। কোহলির ঝুলিতে ৭ ইনিংসে ১৬৭। 

পূজারাকে চেয়েছিলেন গম্ভীর

শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়ায় চেতেশ্বর পূজারাকে দলে চেয়েছিলেন গৌতম গম্ভীর। কিন্তু নির্বাচকরা সেই আর্জি নাকচ করে দেন। ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শেষবার ভারতীয় জার্সিতে মাঠে নেমেছিলেন শতাধিক ম্যাচ খেলা পূজারা। দুই ইনিংস মিলিয়ে করেছিলেন ৪১ রান। 

POST A COMMENT
Advertisement