IND W vs AUS W Highlights :অস্ট্রেলিয়ার ৩৩৮ রান তাড়া করে ফাইনালে ভারতের মেয়েরা, অসাধ্যসাধন জেমাইমা-হরমনপ্রীতের

চক দে ইন্ডিয়া। বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠল ভারতের মেয়েরা। প্রথমে ব্যাট করে ৩৩৮ রান তোলে অস্ট্রেলিয়া। তবে দমে যাননি হরমনপ্রীতরা। সেই রান তাড়া করে ৫ উইকেটে জিতে ফাইনালে পৌঁছে গেলেন তাঁরা।

Advertisement
অস্ট্রেলিয়ার ৩৩৮ রান তাড়া করে ফাইনালে ভারতের মেয়েরা, অসাধ্যসাধন জেমাইমা-হরমনপ্রীতের India
হাইলাইটস
  • বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠল ভারতের মেয়েরা
  • অসাধ্যসাধন জেমাইমা-হরমনপ্রীতের

চক দে ইন্ডিয়া। বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠল ভারতের মেয়েরা। প্রথমে ব্যাট করে ৩৩৮ রান তোলে অস্ট্রেলিয়া। তবে দমে যাননি হরমনপ্রীতরা। সেই রান তাড়া করে ৫ উইকেটে জিতে ফাইনালে পৌঁছে গেলেন তাঁরা। ভারতের হয়ে সবথেকে বেশি রান করেন জেমাইমা রদ্রিগেজ। তিনি ব্যাট হাতে ১২৭ রানের ইনিংস খেলেন। মূল্যবাদ অবদান রেখেছেন অধিনায়ক হরমনপ্রীত কৌরও। তিনি করেছেন ৮৯ রান। আগামী ২ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল। 

বৃহস্পতিবার নবি মুম্বইয়ের মাঠে টস জিতে অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালিসা হিলি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। লিচফিল্ডের সেঞ্চুরি এবং পেরি গার্ডনারের পঞ্চাশ রানের উপর ভর করে অস্ট্রেলিয়া ভারতকে ৩৩৯ রানের লক্ষ্য দেয়। 

রান তাড়া করতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি। চোটের কারণে প্রতিকা রাওয়াল খেলতে পারেননি। তাঁর জায়গায় দলে আসা শেফালি ব্যাট হাতে ব্যর্থ হন। মাত্র ১০ রান করে ফেরেন সাজঘরে। দশম ওভারে ব্যক্তিগত ২৪ রানে স্মৃতি মান্ধানাও আউট হন। এরপর ম্যাচের রাশ ধরেন অধিনায়ক হরমনপ্রীত এবং জেমাইমা। ঘুরে দাঁড়াতে শুরু করে টিম ইন্ডিয়া। ১৮ তম ওভারে দুজনে মিলে দলের স্কোর ১০০ করে দেন। তবে ৩৬তম ওভারে ভারত তৃতীয় ধাক্কা খায়। হরমনপ্রীত ৮৯ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন। 

এরপর দীপ্তি শর্মা ভালো ব্যাট করেন। তবে ৪১তম ওভারে ২৪ রান করে রান আউট হন। যদিও অন্য প্রান্তে তখনও খুঁটির মতো দাঁড়িয়ে জেমাইমা। ১১৫ বলে সেঞ্চুরি করেন। ৪৬তম ওভারে রিচার উইকেট পড়ে যায়। তিনি যখন আউট হন, তখন ভারতের জয়ের জন্য ২৪ বলে ২৯ রানের প্রয়োজন। তবে, ৪৯তম ওভারে আমনজোৎ এবং জেমাইমা দলকে জেতান। তখনও হাতে ৫ উইকেট। ১২৭ রানের অপরাজিত ইনিংসে ১৪টি চার মারেন জেমাইমা।

ভারতের জন্য এই জয় খুব তাৎপর্যপূর্ণ। কারণ ২০১৭ সালের পর থেকে ওয়ানডে বিশ্বকাপে কোনও ম্যাচ হারেনি অজিরা। এই নিয়ে ভারত তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল। ২০০৫ এবং ২০১৭ সালে ফাইনালে উঠলেও জয় পাননি ভারতের মেয়েরা। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement