scorecardresearch
 

India vs. Australia Melbourne Test: নো বল, ক্যাচ ড্রপ- ভারতের দুই ভুলেই ম্যাচ ঘুরিয়ে দিল অস্ট্রেলিয়া

নো-বল আর ক্যাচ ড্রপ। ম্যাচটা হাতছাড়া হয়ে গেল? চিন্তায় টিম ইন্ডিয়ার সমর্থকরা। বর্ডার-গাভাস্কার ট্রফির ৫ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ। তার চার নম্বর দিনেই জমে উঠল খেলা। দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই অস্ট্রেলিয়াকে দাপিয়ে রেখেছিল ভারত। কিন্তু শেষ লগ্নে যেন কাটল ছন্দ। 

Advertisement
ভারত-অস্ট্রেলিয়া টেস্টের চতুর্থ দিনে ম্যাচ ঘুরল এই ২ ভুলের কারণে। ভারত-অস্ট্রেলিয়া টেস্টের চতুর্থ দিনে ম্যাচ ঘুরল এই ২ ভুলের কারণে।

India vs. Australia Melbourne Test: নো-বল আর ক্যাচ ড্রপ। ম্যাচটা হাতছাড়া হয়ে গেল? চিন্তায় টিম ইন্ডিয়ার সমর্থকরা। বর্ডার-গাভাস্কার ট্রফির ৫ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ। তার চার নম্বর দিনেই জমে উঠল খেলা। দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই অস্ট্রেলিয়াকে দাপিয়ে রেখেছিল ভারত। কিন্তু শেষ লগ্নে যেন কাটল ছন্দ। 

অস্ট্রেলিয়া লাস্ট উইকেটে বেশ ভাল একটা পার্টনারশিপ পেয়ে যায়। চতুর্থ দিনের খেলার শেষে অস্ট্রেলিয়া ৯ উইকেট হারিয়ে ২২৮ রান তুলেছে। এদিকে প্রথম ইনিংয়েই অজিদের ১০৫ রানের লিড ছিল। 

দ্বিতীয় ইনিংস শেষে সেই অস্ট্রেলিয়াই এখন ৩৩৩ রানের লিড পেয়ে গিয়েছে। এখনও একটা উইকেট হাতে আছে। ইন্ডিয়া ১৭৩ রানে ৮ নম্বর উইকেট তুলে নিয়েছিল। সেই সময় অস্ট্রেলিয়ার ২৭৮ রানের লিড ছিল। কিন্তু এমন সময়েও যে ম্যাচের মোড় ঘুরতে পারে, সেটা বোধহয় কেউ-ই ভাবেননি। 

আরও পড়ুন

কিন্তু কল্পনাতীত ব্যাপারটাই হল।

ক্যাচ ড্রপ, নো বল
বিশ্লেষকরা বলছেন, নো বল আর ক্যাচ ড্রপই কাল হল। অস্ট্রেলিয়াকে ১৭৪ রানে গুটিয়ে দেওয়ার সুযোগ ছিল। কিন্তু ক্যাচ ড্রপের কারণেই বারোটা বাজে! 

৬৬ তম ওভারে বল করছিলেন মহম্মদ সিরাজ। সিরাজের বল নাথান লিয়নের ব্যাটের কানায় লেগে ছিটকে যায়। সিরাজের ক্যাচ ধরার সুযোগ ছিল। দারুণ রিফ্লেক্সে সিরাজ হাতটাও বাড়িয়েছিলেন। কিন্তু একটুর জন্য ক্যাচটা ধরতে পারেননি। সেটাই পরে চাপের বিষয় হয়ে দাঁড়ায়। 

লিয়ন সেই সময়ে ৭ রান তুলেছিলেন। এদিকে ক্যাচ থেকে বেঁচে যেতেই নয়া উদ্যমে ব্যাটিং শুরু করে দেন। সাবধানও হয়ে যান। ফলে দিন শেষে ৪১ নট আউট করেন। এদিকে তাঁর পার্টনার ১০ রান করেন। তিনিও নট আউট। ফলে শেষ লগ্নে এসেও দু'জনে মিলে ১১০ বলে ৫৫ রান তুলে দেন। বিশ্লেষকরা বলছেন, সিরাজ এই ক্যাচটা নিতে পারলেই খেলা ভারতের হাতে চলে আসত। 

Advertisement

এরপর শেষ ওভারেও একটা 'ভুল' হয়। ৮২ তম ওভারের ৪ নম্বর বলে ক্যাচ আউট হন নাথান লিয়ন। বল ব্যাটের কানায় লেগে স্লিপে কেএল রাহুলের হাতে চলে যায়। কিন্তু পরে দেখা যায় বলটা নো-বল ছিল। ফলে রাহুলের ক্যাচটা বৃথা হয়ে যায়। ফলে আরও একবার প্রাণবায়ু ফিরে পায় অস্ট্রেলিয়া। 

শেষ দিনে পরিস্থিতি কেমন থাকে, এখন সেটাই দেখার। 

Advertisement