scorecardresearch
 

India vs Australia Ravindra Jadeja Controversy: বিরাট-সিরাজের পর অস্ট্রেলিয়া মিডিয়ার টার্গেট জাদেজাও, মেলবোর্ন টেস্টের আগে হাওয়া গরম

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ মানেই বিতর্ক। আর এবার সেই বিতর্ক আরও বেড়ে গেল রবীন্দ্র জাদেজার সঙ্গে অজি মিডিয়ার ঝামেলা ঘিরে। জাদেজা এমসিজিতে সাংবাদিক সম্মেলনে অংশ নিয়েছিলেন। এই সংবাদিক সম্মেলনটি শুধুমাত্র ভারতীয় মিডিয়ার জন্য রাখা হয়েছিল, তাই জাদেজা শুধুমাত্র হিন্দিতে প্রশ্নের উত্তর দেন। আর এতেই শুরু হয় বিতর্ক।

Advertisement
রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজা

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ মানেই বিতর্ক। আর এবার সেই বিতর্ক আরও বেড়ে গেল রবীন্দ্র জাদেজার সঙ্গে অজি মিডিয়ার ঝামেলা ঘিরে। জাদেজা এমসিজিতে সাংবাদিক সম্মেলনে অংশ নিয়েছিলেন। এই সংবাদিক সম্মেলনটি শুধুমাত্র ভারতীয় মিডিয়ার জন্য রাখা হয়েছিল, তাই জাদেজা শুধুমাত্র হিন্দিতে প্রশ্নের উত্তর দেন। আর এতেই শুরু হয় বিতর্ক।

অস্ট্রেলিয়ার মিডিয়া জাদেজার সংবাদিক সম্মেলন পছন্দ করেনি। জাদেজা হিন্দিতে প্রশ্নের উত্তর দেওয়ায় অস্ট্রেলিয়ান সাংবাদিকরা রেগে যান। পিসির শেষে, অস্ট্রেলিয়ান সাংবাদিকরা জাদেজাকে ইংরেজিতে প্রশ্ন করতে চেয়েছিলেন, তবে জাদেজা সেই পিসি এড়িয়ে যান কারণ তাঁকে হোটেলে ফিরে টিম বাস ধরতে হত। ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার মৌলিন পারিখ জানিয়েছেন, সময় না থাকায় জাদেজা ইংরেজিতে প্রশ্নের উত্তর দিতে পারবেন না।

তবে অস্ট্রেলিয়ান সাংবাদিকরা জোর দিয়েছিলেন যে অন্তত একটি প্রশ্ন ইংরেজিতে নেওয়া হোক। এ বিষয়ে মিডিয়া ম্যানেজার বলেন- 'দুঃখিত, আমাদের এখন সময় নেই।'তখন অস্ট্রেলিয়ান সাংবাদিকরা প্রশ্ন করেন কেন ইংরেজিতে প্রশ্ন নেওয়া যাবে না? এ বিষয়ে মিডিয়া ম্যানেজার স্পষ্ট করেছেন যে এই পিসিটি মূলত ভারতীয় মিডিয়ার জন্য সংগঠিত হয়েছিল। কিছু অস্ট্রেলিয়ান সাংবাদিকরা মিডিয়া ম্যানেজারের প্রতিক্রিয়া দেখে হতবাক হয়ে যান। অস্ট্রেলিয়ার সাংবাদিকরাও মৌলিন পারিখের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, যা অন্যায়। 

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে উপস্থিত এক ভারতীয় সাংবাদিক আজতককে বলেন- 'শুধু অস্ট্রেলিয়ান মিডিয়া নয়, কিছু ভারতীয় সাংবাদিকও জাদেজাকে প্রশ্ন করতে পারেননি। অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের সংবাদিক সম্মেলনের সময়, অনেক ভারতীয় সাংবাদিক সময়ের অভাবে প্রশ্ন করার সুযোগ পান না। কিন্তু ভারতীয় সাংবাদিকরা কখনো তর্ক বা খারাপ ব্যবহার করেননি। অস্ট্রেলিয়ান মিডিয়া তাদের ক্রিকেট দলের টুয়েলভথ ম্যান হিসেবে কুখ্যাত। বিশেষ করে যখন ভারতের মতো শক্তিশালী দলের মুখোমুখি হয়, তখন এই ব্যাপারটা আতো বেড়ে যায়। সেটা ২০০৮ সালের 'মাক্কিগেট কেলেঙ্কারি হোক বা প্রতিপক্ষ দলের বিরুদ্ধে আম্পায়ারদের দেওয়া ভুল সিদ্ধান্ত। 

Advertisement

Advertisement