scorecardresearch
 

India vs Australia Rohit Sharma Virat Kohli: আবার ফ্লপ রোহিত-বিরাট, ফ্যানরা বলছেন, 'অনেক হয়েছে আর না'

একেবারেই ছন্দে নেই রোহিত শর্মা। ভারত-অস্ট্রেলিয়া সিরিজে তৃতীয় টেস্ট বাঁচাতে লড়ছে ভারতীয় দল। তাই রোহিতের থেকে বড় রান আশা করেছিল ভারত। তবে এবারেও ব্যর্থ হলেন ক্যাপ্টেন। সমস্যা আরও বেড়েছে বিরাট কোহলিও হতাশ করায়। শুধুমাত্র কেএল রাহুল ক্রিজে থেকে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। 

Advertisement
রোহিত শর্মা এবং বিরাট কোহলি (ফাইল ছবি: পিটিআই) রোহিত শর্মা এবং বিরাট কোহলি (ফাইল ছবি: পিটিআই)

একেবারেই ছন্দে নেই রোহিত শর্মা। ভারত-অস্ট্রেলিয়া সিরিজে তৃতীয় টেস্ট বাঁচাতে লড়ছে ভারতীয় দল। তাই রোহিতের থেকে বড় রান আশা করেছিল ভারত। তবে এবারেও ব্যর্থ হলেন ক্যাপ্টেন। সমস্যা আরও বেড়েছে বিরাট কোহলিও হতাশ করায়। শুধুমাত্র কেএল রাহুল ক্রিজে থেকে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। 
 

যেভাবে আউট হলেন দুই তারকা
প্রতিপক্ষের অধিনায়ক প্যাট কামিন্সের শিকার হন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। মাত্র ১০ রান করে আউট হন রোহিত। দাঁড়িয়ে থেকে বল খেলতে গিয়ে উইকেটের পিছনে ক্যাচ দেন রোহিত। পায়ের কোনও নড়াচড়াই লক্ষ্য করা যায়নি। দলের অভিজ্ঞ ব্যাটসম্যান বিরাট কোহলি ও রোহিত শর্মার কাছ থেকে ভাল পারফরম্যান্স আশা করা হলেও দু'জন ব্যর্থ। ৩ রান করে জশ হ্যাজলউডের বলে আউট হন কোহলি। অফস্টাম্পের বাইরে বল চালাতে গিয়ে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে ধরা পড়েন কোহলি।

বিরাট কোহলি চাইলে এই বলটা ছেড়ে দিতে পারতেন, কিন্তু তা হয়নি। গত চার-পাঁচ বছরে বহুবার এভাবে আউট হয়েছেন কোহলি। দুই সিনিয়র ব্যাটার এভাবে উইকেট হারালে সমস্যা বাড়বেই, তখন ভারতীয় দলের অবস্থা খারাপ হওয়াটাই স্বাভাবিক। রোহিত শর্মা এবং বিরাট কোহলি যে ধরনের ফর্মে আছেন তা ভারতের জন্য উদ্বেগের কারণ 'হিটম্যান' রোহিতকে একেবারেই ছন্দে দেখা যাচ্ছে না, অন্যদিকে কিং কোহলির ফর্মও ভাল নয়।

কীভাবে জিতবে টিম ইন্ডিয়া?

বিরাট কোহলি যে পাঁচটি ইনিংস খেলেছেন, তাতে তিনি নিশ্চিতভাবে একটি সেঞ্চুরি আছে। চার ইনিংস খেলে একবারও তিনি দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। কোহলি শেষ পাঁচ ইনিংসে মাত্র ১২৬ রান করেছেন। গড় ৩১.৫০। পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন বিরাট। কিন্তু তিনি বড় ইনিংস খেলতে পেরেছিলেন কারণ পিচও ব্যাটিংয়ের জন্য সহজ হয়ে গিয়েছিল। রোহিত শর্মা পাঁচ ইনিংসে ৫০ ছুঁতে পারেননি। রোহিত শেষ ৫ ইনিংসে মাত্র ২৪ রান করেছেন। গড় ৯.৬০। দুই বার ১০ এর কম স্কোরে আউট হয়েছিলেন। 

Advertisement

Advertisement