scorecardresearch
 

India vs Australia Sam Konstas: ১৯ বছরে দাদাগিরি! র‍্যাম্প শট; টেস্টে ৩ বছর পর ছক্কা খেলেন বুমরা

মেলবোর্ন টেস্টে আলোচনার কেন্দ্রে স্যাম কনস্টাস। ১৯ বছর বয়সে তিনি যা করে দেখাচ্ছেন তা খুব বেশি ব্যাটার করার সাহসও পান না। বিশ্বের অন্যতম সেরা বোলার জসপ্রীত বুমরাকে টেস্ট ক্রিকেটে ছক্কা মারলেন। তিন বছরে এই প্রথম। 

Advertisement
 স্যাম কনস্টাস জাসপ্রিত বুমরাহের বিরুদ্ধে স্কুপ শট খেলেন স্যাম কনস্টাস জাসপ্রিত বুমরাহের বিরুদ্ধে স্কুপ শট খেলেন

মেলবোর্ন টেস্টে আলোচনার কেন্দ্রে স্যাম কনস্টাস। ১৯ বছর বয়সে তিনি যা করে দেখাচ্ছেন তা খুব বেশি ব্যাটার করার সাহসও পান না। বিশ্বের অন্যতম সেরা বোলার জসপ্রীত বুমরাকে টেস্ট ক্রিকেটে ছক্কা মারলেন। তিন বছরে এই প্রথম। 

বর্ডার গাভাস্কার ট্রফি শুরু হওয়ার আগে, অস্ট্রেলিয়ার চিন্তা ছিল, তাদের ওপেনিং জুটি নিয়ে। নাথান ম্যাকসোয়েনিকে। ভারত এ দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়া এ দলের ক্যাপ্টেন ম্যাকসোয়েনির ব্যাটিং নজর কেড়েছিল অজি নির্বাচকদের। কিন্তু তিন ম্যাচ পরই সিদ্ধান্ত বদল। আর নতুন প্লেয়ারকে নিয়ে হইচই। মাত্র ১৯ বছর বয়সী ব্যাটারকে এরকম হাইভোল্টেজ সিরিজে ওপেন করতে দেওয়া ঠিক হবে কি না এই নিয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারদের নানা মত ছিল। ম্যাকসোয়েনি তিন টেস্টেই ব্যর্থ হওয়ার পর তাঁর পরিবর্তে টিমে যোগ করা হয় সেই স্যাম কনস্টাসকেই। 

প্যাট কামিন্স টস জিতে ব্যাটিং নিতেই নজর ছিল তরুণ ওপেনারের দিকে। ইনিংসের তৃতীয় ওভারেই বুমরার বোলিংয়ে রিভার্স ব়্যাম্প শট খেলেন স্যাম কনস্টাস। যদিও ব্যাট ছোঁয়াতে পারেননি। মাঠে যেমন সকলেই হাসিতে ফেটে পড়েন তেমনই জসপ্রীত বুমরার বিরুদ্ধে কেরিয়ারের শুরুতেই এমন শট খেলা নিয়ে গাভাসকর, গিলক্রিস্টের মতো ধারাভাষ্যকাররাও বলতে থাকেন, ইনিংসের শুরুতে এমনটা না করলেই ভালো। তবে তিনি শোনেননি। 

৪৪৮৩ বল পরে ছক্কা খেলেন বুমরা। শেষবার ক্যামরণ গ্রিন ২০২১-এর সিডনি টেস্টে ছক্কা মেরেছিলেন বুমরাকে। আর এদিন তরুণ ক্রিকেটার বুমরাকে ছক্কা মারলেন মাত্র ২৩ বল খেলেই।  

ভারতের প্লেয়িং-১১: যশস্বী জয়সও য়াল, রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, জাসপ্রিত বুমরা এবং মহম্মদে সিরাজ। 

Advertisement

অস্ট্রেলিয়ান প্লেয়িং-১১: উসমান খাজা, স্যাম কনস্টানস, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেট-রক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন এবং স্কট বোল্যান্ড।

Advertisement