ভারতীয় দলের (Team India) হয়ে অস্ট্রেলিয়া (Australia) সফরের শেষ টেস্টে খেলছেন না রোহিত শর্মা (Rohit Sharma)। কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ইঙ্গিত দিয়েছিলেন, সিডনিতে রোহিতের প্রথম একাদশে থাকা নিশ্চিত নয়। পিচ এবং পরিস্থিতি দেখেই প্রথম একাদশ ঠিক করবেন তাঁরা। তবে ঠিক কী কারণে রোহিত বাদ গেলেন? শেষ টেস্টে টসে এসে এ ব্যাপারে মুখ খুললেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)।
'নিজেই খেলতে চাননি রোহিত'
সাম্প্রতিক ইতিহাসে সিরিজ চলাকালীন ক্যাপ্টেনকে বসিয়ে রাখার নজির সেভাবে দেখা যায়নি। পারথ টেস্টে রোহিত খেলেননি সন্তানের জন্মের কারণে। আর এবার লাগাতার খারাপ ফর্মের কারণে সরিয়েও দেওয়া হতে পারে রোহিতকে। তবে শেষ টেস্টেে টস করতে এসে বুমরা জানিয়ে দিলেন, 'রোহিত নিজেই এই টেস্টে খেলতে চাননি।'
শেষ টেস্টে দলে দুই বদল
রোহিতের জায়গায় ভারতীয় দলে সুযোগ পেতে পেয়েছেন শুভমন গিল। আগের টেস্টে তাঁকে খেলানো হয়নি। চোটের কারণে নেই আকাশ দীপ। সেই জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণ দলে জায়গা পেয়েছেন।
দলে রয়েছেন নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। সিডনির পিচে ঘাস রয়েছে। সেই কারণে তিন জন পেসার খেলাচ্ছে ভারত। আকাশের চোট থাকায় প্রসিদ্ধকে সুযোগ দেওয়া হয়েছে। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলেছিলেন তিনি। সাদা বলের ক্রিকেটে ভারতের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে প্রসিদ্ধের।
সিডনি টেস্টে ভারতের প্লেয়িং-১১: যশস্বী জয়সও য়াল, কেএল রাহুল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, প্রসিধ কৃষ্ণ, জাসপ্রিত বুমরাহ (অধিনায়ক) এবং মহম্মদ সিরাজ।
সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার প্লেয়িং-১১: স্যাম কনস্টাস, উসমান খাজা, মারনাস লাবুসচেন, স্টিভ স্মিথ, ট্র্যান্ডিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিয়ন, স্কট বোল্যান্ড।