IND vs AUS World Cup Final: বিশ্বকাপে হুলস্থুল, মাঠে ঢুকে বিরাটকে জড়িয়ে ধরলেন দর্শক

ভারত অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল। টানটান উত্তেজনার ম্যাচ। এমন সময়ে হঠাতই মাঠে ঢুকে পড়লেন এক দর্শক। ব্যাটিংয়ে থাকা বিরাট কোহলিকে গিয়ে জড়িয়ে ধরলেন। 

Advertisement
বিশ্বকাপে হুলস্থুল, মাঠে ঢুকে বিরাটকে জড়িয়ে ধরলেন দর্শকvirat
হাইলাইটস
  • ভারত অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল। টানটান উত্তেজনার ম্যাচ। এমন সময়ে হঠাতই মাঠে ঢুকে পড়লেন এক দর্শক।
  • তবে এটি নেহাতই কোনও ফ্যানের পাগলামী নয়। এই কাজের মাধ্যমে হয় তো আরও বড় কোনও বার্তা দিতে চাইলেন ওই দর্শক।
  • তাঁর মুখে রয়েছে প্যালেস্তাইনের পতাকা। লাল শর্টসের উপর সাদা টিশার্ট। তাতেও প্যালেস্তাইনের পতাকা প্রিন্ট করা। বড় বড় কালো হরফে লেখা, 'স্টপ বম্বিং প্যালেস্তাইন'।

ভারত অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল। টানটান উত্তেজনার ম্যাচ। এমন সময়ে হঠাতই মাঠে ঢুকে পড়লেন এক দর্শক। ব্যাটিংয়ে থাকা বিরাট কোহলিকে গিয়ে জড়িয়ে ধরলেন। 

তবে এটি নেহাতই কোনও ফ্যানের পাগলামী নয়। এই কাজের মাধ্যমে হয় তো আরও বড় কোনও বার্তা দিতে চাইলেন ওই দর্শক। কেন? কারণ তাঁর মুখে রয়েছে প্যালেস্তাইনের পতাকা। লাল শর্টসের উপর সাদা টিশার্ট। তাতেও প্যালেস্তাইনের পতাকা প্রিন্ট করা। বড় বড় কালো হরফে লেখা, 'স্টপ বম্বিং প্যালেস্তাইন'। অর্থাৎ, 'প্যালেস্তাইনে বোমাবর্ষণ বন্ধ করুন'। অন্য়দিকে পিছনেও 'ফ্রি প্যালেস্তাইন' লেখা। তাঁর হাতে LGBTQ কমিউনিটির প্রতীক একটি রামধনু 'প্রাইড' পতাকাও দেখা গিয়েছে। 

সেই মুহূর্তের ছবি
সেই মুহূর্তের ছবি

সোজা ছুটে এসে বিরাটকে আলিঙ্গন করতে আসেন ওই দর্শক। যদিও দ্রুত তাঁকে মাঠ থেকে বের করে নিয়ে যান নিরাপত্তা রক্ষীরা। 

প্পতিবেদনটি লেখার সময় পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১০০ পেরিয়ে গিয়েছে ভারতীয় দল। ৪ রান করেই আউট হন শ্রেয়স আইয়ার। ৮১ রানে তৃতীয় উইকেট হারায় ভারত। ফলে কিছুটা হলেও চাপে টিম ইন্ডিয়ার ব্যাটিং। ৪৭ রান করে আউট হন রোহিত শর্মা। ম্যাক্সওয়েলের বলে বড় শট খেলতে গিয়ে আউট হন ভারতীয় দলের অধিনায়ক। তাঁর পরে ব্যাট করতে আসেন শ্রেয়স আইয়ার।

POST A COMMENT
Advertisement