scorecardresearch
 

India Captain Surya Kumar Yadab: বিশ্বকাপের পরই খোলনলচে বদলে গেল ভারতীয় দলের, নতুন অধিনায়ক সূর্যকুমার

India Captain Surya Kumar Yadab: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বল গড়াবে চলতি মাসের ২৩ তারিখ থেকে। প্রথম ম্যাচ বিশাখাপত্তনমে। সেই সিরিজে অবশ্য ভারতীয় দলের সিনিয়র তারকাদের বিশ্রাম দেওয়া হয়েছে। এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করে ভারতীয় বোর্ড জানায়, দলের নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।

Advertisement
বিশ্বকাপের পরই খোলনলচে বদলে গেল ভারতীয় দলের, নতুন অধিনায়ক সূর্যকুমার বিশ্বকাপের পরই খোলনলচে বদলে গেল ভারতীয় দলের, নতুন অধিনায়ক সূর্যকুমার

India Captain Surya Kumar Yadab: বিশ্বকাপের দেড় মাসের লড়াই শেষ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হয়ে বিশ্বজয়ের স্বপ্ন সমাপ্ত হয়েছে ভারতীয় দলের। এখনও তার ক্ষত শুকোয়নি। এত দ্রুত শুকোবেও না। আগাগোড়া অপরাজিত থেকে লড়াই করে শেষমেষ তীরে এসে তরী ডোবার দুঃখ ভুলতে সময় তো লাগবেই। তবে খুব বেশি সময় তারা পাবে না মন খারাপ করার। কারণ ২৩ নভেম্বর অর্থাৎ বুধবার থেকে ঘরের মাঠে ফের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টি২০ ম্যাচের সিরিজ খেলতে নামছে ভারত। 

বিশ্বকাপ শেষ হওয়ার দিন চারেকের মধ্যে সেই অজিবাহিনীর বিরুদ্ধেই ফের যুদ্ধ টিম ইন্ডিয়ার। সোমবার যার ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বল গড়াবে চলতি মাসের ২৩ তারিখ থেকে। প্রথম ম্যাচ বিশাখাপত্তনমে। সেই সিরিজে অবশ্য ভারতীয় দলের সিনিয়র তারকাদের বিশ্রাম দেওয়া হয়েছে। এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করে ভারতীয় বোর্ড জানায়, দলের নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। সহ অধিনায়কত্ব করবেন ঋতুরাজ গায়কোয়াড়। শ্রেয়স আইয়ার ভারতীয় দলে সহ-অধিনায়ক হিসেবে যোগ দেবেন শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য।

চোটের জন্য এই সিরিজে খেলবেন না হার্দিক পাণ্ডিয়া। এ খবর আগেই জানিয়ে দিয়েছিল বিসিসিআই। সেই কারণেই নেতৃত্বের দায়িত্ব এসে পড়েছে সূর্যের কাঁধে। সদ্যসমাপ্ত বিশ্বকাপে একেবারেই ফ্লপ সূর্যকুমার। তবে টি-২০-তে তাঁর অতীত রেকর্ড মন্দ নয়। তাই এবার ব্যাটিংয়ের পাশাপাশি নেতা হিসেবেও নজর থাকবে তাঁর দিকে। নতুন কিপার হিসেবে জিতেশ শর্মা সুযোগ পেলেও জায়গা হল না সঞ্জু স্যামসংয়ের। যা নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভ দানা বাঁধছে।

বিসিসিআই ঘোষিত ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড় (সহ অধিনায়ক), ইশান কিষান, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জীতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান, মুকেশ কুমার। 

Advertisement

 

Advertisement