CT 2025 India vs Bangladesh: ২১ বল বাকি থাকতেই জয় ভারতের, দারুণ সেঞ্চুরি গিলের

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত প্রথম জয় পেয়ে গেল। বাংলাদেশের বিরুদ্ধে ৬ উইকেটে জিতল ভারতীয় দল। মহম্মদ শামির পাঁচ উইকেটের পর, গিলের সেঞ্চুরির উপর ভর করে ভারত জয় পেল।

Advertisement
২১ বল বাকি থাকতেই জয় ভারতের, দারুণ সেঞ্চুরি গিলেরশুভমন গিল

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এবং বাংলাদেশের মধ্যকার ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় দলের রেকর্ড দুর্দান্ত। টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত এই মাঠে একটিও ওয়ানডে ম্যাচ হারেনি।

গিলের ইনিংসে জয় ভারতের

পরপর দুই ম্যাচে সেঞ্চুরি গিলের। ভারতোয় দল জয় পেল ছয় উইকেটে। ২১ বল বাকি থাকতেই কাজ শেষ ভারতের। 

শতরান গিলের

ভারতীয় দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে গেলেন গিল। সহজ ছিল না এই উইকেটে টেকা। তবে সেই কাজটাই করলেন গিল। বোঝালেন কেন তিনি এই এক নম্বর ব্যাটার।   

মুস্তাফিজুরের বলে উইকেট 

শ্রেয়াস আইয়ারের উইকেটও হারিয়ে ফেলল টিম ইন্ডিয়া। ৩ উইকেটে ১৩৩ রান ভারতের।

হাফসেঞ্চুরি গিলের

৭০ বল খেলে হাফ সেঞ্চুরি করে ফেললেন গিল। জয়ের কাছে এগোচ্ছে ভারত।

আবার উইকেট হারাল ভারত 
২২ রান করে আউট কিং কোহলি। উইকেট পেলেন রিশাদ হোসেন।

১০০ করে ফেলল ভারত
রোহিতের উইকেট হারিয়েও ভাল জায়গায় টিম ইন্ডিয়া। ৪৩ রান করে অপরাজিত গিল। 

আউট রোহিত

হাফ সেঞ্চুরি করতে পারলেন না রোহিত। ৪১ রান করে আউট রোহিত, ৬৯ রানে ১ উইকেট হারাল ভারত।

৫১ রান করে ফেলল ভারত

বিনা উইকেটে ৫১ রান ভারতের। দারুণ ছন্দে রোহিত শর্মা ও শুভমন গিল।   

১১,০০০ রান রোহিতের

ভাল শুরু ভারতীয় দলের। বিনা উইকেটে ২২ রান করে ফেলল টিম ইন্ডিয়া। 

সব উইকেট হারাল বাংলাদেশ

একটা সমত মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে দাঁড় করান তহিদ হৃদয় ও জাকির। সেঞ্চুরি করেন হৃদয়। শেষ অবধি তাঁর উইকেট হারিয়েই শেষ হল ইনিংস। পাঁচ উইকেট শামির।  

অবশেষে এল উইকেট

আউট জাকির। ৬৮ রান করে আউট হলেন। ওয়ানডে ক্রিকেটে ২০০ উইকেট হয়ে গেল শামির। ৬ উইকেটে ১৮৯ রান বাংলাদেশের। 

হাফসেঞ্চুরি জাকিরের

১০০ রানের জুটি গড়ে তুললেন জাকির ও হৃদয়। হাফসেঞ্চুরি জাকিরের। ৫ উইকেটে ১৩৬ রান বাংলাদেশের।

Advertisement

৫ উইকেটে ১০০ পেরল বাংলাদেশ

জাকির ও হৃদয়ের ব্যাটে ১০০ পেরিয়ে গেল বাংলাদেশ। 

৫০ পেরল বাংলাদেশ

খুব কষ্টে বাংলাদেশ ৫০ পেরিয়ে গেল। উইকেটে জাকার আলি ও তহিদ হৃদয়। ১২ ওভার ১ বল খেলে ৫০ পেরল বাংলাদেশ। 

৫ উইকেট পড়ে গেল বাংলাদেশের

অক্ষর প্যাটেল দুই বলে ২ উইকেট তুলে বাংলাদেশের অর্ধেক ব্যাটারকে প্যাভেলিয়ানে ফেরালেন। হ্যাটট্রিক করার সুযোগ থাকলেও, রোহিত শিরমা ক্যাচ ফেলায় তা হল না। 

৩ উইকেট হারাল বাংলদেশ

ফের উইকেট শামির। এবার আউট মিরাজ। ২৬ রানেই ৩ উইকেট হারাল বাংলাদেশ। 

আবার উইকেট হারাল বাংলাদেশ

এবার উইকেট হর্ষিত রানার। দুই ওভারে ২ উইকেট হারাল বাংলাদেশ। এবার আউট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। 

উইকেট তুলে নিলেন শামি

প্রথম ওভারের শেষ বলে সৌম্য সরকারের উইকেট তুলে নিলেন শামি। ১ রানে ১ উইকেট হারাল বাংলাদেশ। বল ভেতরের কানায় লেগে কেএল রাহুলের হাতে চলে যায় বল। 

টসে জিতল বাংলাদেশ

টসে জিতে বাংলাদেশের ব্যাট করার সিদ্ধান্ত। 

দুই দলে কারা?

ম্যাচে ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, হর্ষিত রানা।


বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জাকের আলী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান।

পাঁচ দল এখনও ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারাতে পারেনি

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের রেকর্ড দুর্দান্ত। ভারত এই টুর্নামেন্টে এখন পর্যন্ত মোট ২৯টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ১৮টিতে জিতেছে। ৮টি ম্যাচ হেরেছে এবং ৩টি অমীমাংসিত ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমন ৫টি দল ছিল, যারা এখনও পর্যন্ত টিম ইন্ডিয়াকে হারাতে পারেনি। এই পাঁচটি দল হলো দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, বাংলাদেশ, জিম্বাবুয়ে এবং কেনিয়া।

দুবাইয়ে একটাও ম্যাচ হারেনি ভারত
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় দলের রেকর্ড দুর্দান্ত। এই মাঠে এখনও পর্যন্ত একটিও ওয়ানডে ম্যাচ হারেনি টিম ইন্ডিয়া। বাংলাদেশ ছাড়াও, এই পরিসংখ্যান পাকিস্তান সহ অন্যান্য দলের জন্যও মাথাব্যথার কারণ হতে পারে। ভারতীয় দল এই মাঠে এখন পর্যন্ত মোট ৬টি ওয়ানডে ম্যাচ খেলেছে, যার মধ্যে ৫টিতে জিতেছে। যদিও আফগানিস্তানের বিপক্ষে একটি ম্যাচ টাই হয়েছিল।

POST A COMMENT
Advertisement