ফ্রেমে অক্ষর প্যাটেলভারতের বিরুদ্ধে ম্যাচ হেরে অজুহাত বাংলাদেশ ফ্যানদের। বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ভারতীয় দল ছয় উইকেটে হারায় টাইগারদের। শুরুতেই বিপদে পড়ে যাওয়া বাংলাদেশ দলকে কিছুটা সম্মানজনক জায়গায় নিয়ে যায় তহিদ হৃদয় ও জাকির আলির লড়াকু ইনিংস। ২২৮ রানে শেষ হয় বাংলাদেশের ব্যাটিং। ভারতীয় দল রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ারদের উইকেট হারালেও শুভমন গিলের ইনিংসের উপর ভর করে ম্যাচ জিতে নেয় ভারত।
তবে এই ম্যাচ হারের পর আজব যুক্তি শোনা যায় বাংলাদেশ ফ্যানদের পোস্ট থেকে। সোশ্যাল মিডিয়ায় ফের একবার আইসিসি, ভারতের পক্ষে কাজ করে বলে মন্তব্য টাইগার ফ্যানদের। এক সংবাদমাধ্যমে বলা হয়েছে, অক্ষর প্যাটেল নাকি চাকিং করেন। তবুও তাঁকে ছেড়ে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে ট্রোলের শিকার হতে হয়েছে। আসলে বাংলাদেশ দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার শাকিব আল হাসান চাকিং-এর অভিযোগে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। সেই জন্যই কি ভারতের কাছে হারের পর এমন পোস্ট?
বাংলাদেশ ভারতীয় দলকে ৪২টা ম্যাচের মধ্যে ভারত ৩৩টা ম্যাচ জিতেছে। আটটা ম্যাচ জিতেছে বাংলাদেশ। আর একটা ম্যাচ অমিমাংসিত ভাবে শেষ হয়েছে। অর্থাৎ এটা স্পষ্ট, ভারতীয় দল পরিসংখ্যানের দিক থেকে অনেকটাই এগিয়ে। তারপর বাংলাদেশ দীর্ঘদিন ওডিআই খেলছে না, তবে টি২০ খেলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কেন তারা বিপিএল খেলতে ব্যস্ত ছিল তা বাংলাদেশ বোর্ড ছাড়া বলা মুশকিল।
ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পন্ত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং এবং ওয়াশিংটন সুন্দর।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তৌহিদ হহৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।