
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে সহজেই জয় পেল ভারতীয় দল। টসে হারের পর ভারতীয় দলকে ফিল্ডিং করতে পাঠায় ইংল্যান্ড। শুরুটা ভাল করলেও মাত্র ২৪৮ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ওভারে উইকেট হারিয়ে রান তুলে ফেলে ভারত।
বিরাট কোহলি না থাকায় শুভমন গিল দায়িত্ব নেন। শেষ অবধি ৮৭ রান করে আউট হলেও টিম ইন্ডিয়ার জিততে সমস্যা হয়নি। ভারতীয় দলের হয়ে ভাল ব্যাট করেছেন শ্রেয়াস আইয়ার। সবাইকে অবাক করে অক্ষর প্যাটেল দারুণ হাফ সেঞ্চুরি করেন। তাঁর সঙ্গে গিলের জুটিই ইংল্যান্ডকে আরও ব্যাকফুটে ঠেলে দেয়। ৫২ রান করে আউট হন অক্ষর। ৫৩ রান করে শ্রেয়াস আইয়ারও। মূলত এই তিন তারকার রানে ভর করেই রান তুলে ফেলে ভারতীয় দল।
আবার ব্যর্থ রোহিত
রোহিত, মামুদের বল ফ্লিক করতে গেলে পিচে পড়ে বলটা স্লো হয়ে যায়। বুঝেই উঠতে পারেননি ভারতীয় দলের ক্যাপ্টেন। তাঁর ব্যাটের কানা ছুঁয়ে বল আকাশের দিকে উঠে যায়। বল অনেকটা উঁচুতে উঠলেও, মিড উইকেটে লিয়াম লিভিংস্টোনের হাতে ক্যাচ দিয়ে বসেন। ইংল্যান্ড তারকা কোনও ভুল করেননি। এই ম্যাচে বিরাট কোহলি চোটের কারণে খেলতে না পারায় নাগপুরের মানুষের আশা বেড়ে গিয়েছিল, মাঠে বসে রোহিতের বড় রানের ইনিংস দেখার। তবে তা বৃহস্পতিবারও পূরণ হল না।
শুরুটা ভাল করে ইংল্যান্ড
মাত্র ৬ ওভারে বিনা উইকেটে ৫০ রানে পৌঁছে যায় তারা। তবে ভারতকে প্রথম সাফল্য এনে দেন শ্রেয়স আইয়ার। বল করে নয় ফিল্ডিং করে। ষষ্ঠ ওভারে নীতীশ রানার বলে ফিল সল্ট ২৬ রান করেন। অন্য ওপেনার বেন ডাকেটও শামির বিপক্ষে কিছু দুর্দান্ত শট খেলেন। ৭৫ রানের স্কোরেই ভারত প্রথম সাফল্য পায়। ফিল সল্ট আউট হন ডাকেটের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে। শ্রেয়স আইয়ারের থ্রোতে রান আউট হন। সল্ট ২৬ বলে ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৩ রান করেন।
হর্ষিত রানা অন্য ওপেনার বেন ডাকেটকে প্যাভিলিয়নে পাঠান। ডাকেটের ক্যাচ নেন যশস্বী জয়সওয়াল। পেছন দিকে অনেকটা দৌড়ে ক্যাচ ধরেন এই অভিষেককারীও। ডাকেট ২৯ বলে ৩২ রান করেন, যার মধ্যে ছয়টি চার ছিল। দশম ওভারের শেষ বলে উইকেটের পেছনে কেএল রাহুলের হাতে হ্যারি ব্রুকে ক্যাচ দেন। দ্বিতীয় উইকেট পেয়ে যান হর্ষিত। ইংল্যান্ড সেই সময় মাত্র ৮ বলে ৩ উইকেট হারিয়েছে। সেখান থেকে, জো রুট এবং জস বাটলার চতুর্থ উইকেটে ৩৪ রানের জুটি গড়েন।
এই জুটি ভেঙে দেন রবীন্দ্র জাদেজা। জাদেজা রুটকে (১৯ রান) এলবিডব্লিউ আউট করেন। রুট আউট হওয়ার পর, বাটলার এবং জ্যাকব বেথেল পঞ্চম উইকেটে ৫৯ রানের জুটি গড়েন। বাটলারকে আউট করে অক্ষর প্যাটেল এই জুটির ইতি টানেন। বাটলার ৬৭ বলে চারটি চারের সাহায্যে ৫২ রান করেন। এরপর হর্ষিত রানা লিয়াম লিভিংস্টোনকে (৫ রান) আউট করেন এবং মহম্মদ শামি ব্রাইডন কার্সকে (১০ রান) আউট করেন এবং ইংল্যান্ডের রান ৭ উইকেটে ২০৬ রানে পৌঁছায়।