
টি ২০ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত ও ইংল্যান্ড (India vs England 1st T20I)। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) অনুষ্ঠিত এই ম্যাচ জিতে বছরটা দারুণভাবে শুরু করতে চাইবে দুই দলই। ইংল্যান্ড দল (England Team) ইতিমধ্যেই তাদের দল ঘোষণা করে দিয়েছে। তবে ভারত এখনও সে রাস্তায় হাঁটেনি। ম্যাচের আগে টসের সময়ই জানা যাবে কোন দল নিয়ে মাঠে নামছেন সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)।
দক্ষিণ আফ্রিকা সিরিজও জিতেছে ভারত
ভারতীয় দল (Indian Cricket Team) ১৫ নভেম্বর জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের শেষ টি-টোয়েন্টি খেলেছিল, সেই ম্যাচে ১৩৫ রানে জিতেছিল ভারতীয় দল (Team India)। সেই সিরিজেও জয় পান সূর্যরা। ৩-১ ব্যবধানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতেছিল ভারতীয় দল। এবার ঘরের মাঠেও জিততে মরিয়া ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর সমালোচনার মুখে পড়তে হয়েছে কোচ গৌতম গম্ভীরকে। এই টি২০ সিরিজ জিততে না পারলে সেই সমালোচনার ঢেউ যে আরও বাড়বে তা আন্দাজ করাই যায়।
তবে ইডেন গম্ভীরের প্রিয় মাঠ। এই স্টেডিয়াম সূর্যকুমার যাদব, মহম্মদ শামিদেরও হাতের তালুর মতো চেনা। ফলে কলকাতায় জয় দিয়েই সিরিজ শুরু করতে মরিয়া ভারতীয় দল।
কীভাবে ফ্রিতে দেখবেন ম্যাচ
ইডেনে অনুষ্ঠিত এই ম্যাচ ফ্রিতেই দেখা যাবে টেলিভিশন বা মোবাইলে (How To Watch India vs England 1st T20I Live)। জিও ব্যবহারকারীরা জিও সিনেমায় (Jio Cinema) সন্ধ্যা সাড়ে সাতটা থেকে দেখা যাবে এই ম্যাচ। সাতটায় হবে টস। টিভিতে দেখতে পাবেন স্পোর্টস ১৮ চ্যানেলে। ডিডি স্পোর্টসেও দেখা যাবে এই ম্যাচ।
ওপেন করবেন কারা?
কলকাতা টি-টোয়েন্টিতে সঞ্জ স্যামসনের (Sanju Samson) সঙ্গে ওপেন করতে দেখা যাবে অভিষেক শর্মাকে (Abhishek Sharma)। তিলক ভার্মাকে (Tilak Varma) ৩ নম্বরে খেলতে দেখা যাবে, কারণ তিনি এই পজিশনে খেলতে গিয়ে টানা দুটি টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছেন। চার নম্বরে খেলতে দেখা যাবে অধিনায়ক সূর্যকুমার যাদবকে। হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) ৫ নম্বরে এবং তারপরে রিংকু সিংকে ৮ নম্বরে খেলতে দেখা যেতে পারে।