India vs England: দলে চার পেসার, ইডেনে আর্চার-ওভারটনদের দিয়েই ভারতকে টেক্কা দেবে ইংল্যান্ড?

ইংল্যান্ড দল ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগেরদিনই তাদের দল ঘোষণা করেছে। ২২ জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেনে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। কলকাতার ইডেন গার্ডেনে শুরু হতে যাওয়া এই ম্যাচে চার ফাস্ট বোলার খেলাচ্ছে ইংল্যান্ড। তবে তাদের মধ্যে সবচেয়ে উল্ল্যেখযোগ্য জেমি ওভারটন। সাড়ে ছয় ফুট উচ্চতার এই ফাস্ট বোলার ভারতীয় দলের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারেন।

Advertisement
দলে চার পেসার, ইডেনে আর্চার-ওভারটনদের দিয়েই ভারতকে টেক্কা দেবে ইংল্যান্ড?ইংল্যান্ড প্লেয়িং ইলেভেন এর জন্য ১ম টি২০আই VS ইন্ডিয়া

ইংল্যান্ড দল ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগেরদিনই তাদের দল ঘোষণা করেছে। ২২ জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেনে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। কলকাতার ইডেন গার্ডেনে শুরু হতে যাওয়া এই ম্যাচে চার ফাস্ট বোলার খেলাচ্ছে ইংল্যান্ড। তবে তাদের মধ্যে সবচেয়ে উল্ল্যেখযোগ্য জেমি ওভারটন। সাড়ে ছয় ফুট উচ্চতার এই ফাস্ট বোলার ভারতীয় দলের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারেন।  

কেন ওভারটনকে নিয়ে আলোচনা?
এখনও অবধি সাতটি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ফাস্ট বোলারের ঝুলিতে রয়েছে চারটি উইকেট। ইডেনে বরাবর পেসাররা বাড়তি সুবিধা পান। পাশাপাশি ওভারটনের উচ্চতা একটা বড় সুবিধা। এই দুই কারণে তাঁকে দলে রেখেছে ইংল্যান্ড। প্রথমবার ভারতের মাটিতে এই ফাস্ট বোলার কেমন পারফর্ম করেন সেদিকে সকলের নজর থাকবে। 

পেস অস্ত্রেই ভারতকে ঘায়েল করার পরিকল্পনা ইংল্যান্ডের    

জোফ্রা আর্চার ২০২১ সালের ২০ মার্চ ভারতের মাটিতে শেষবার টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছিলেন। এমন পরিস্থিতিতে প্রায় ৪ বছর পর ক্রিকেট খেলতে ভারতের মাটিতে আসছেন তিনি। তিনি বলও ভারতীয় ব্যাটারদের জন্য ভয়ঙ্কর হতে পারে। টি-টোয়েন্টি সিরিজে দলের নেতৃত্ব দেবেন ভারতের অধিনায়ক সূর্য, সহ-অধিনায়ক অক্ষর সূর্যকুমার যাদব। এই সিরিজে অক্ষর প্যাটেলকে সহ-অধিনায়ক করা হয়েছে অভিজ্ঞ ফাস্ট বোলার মহম্মদ শামিকেও। 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের পর অ্যাকশন থেকে দূরে ছিলেন শামি।

ভারতীয় দলে ফিরেছেন শামি

প্রায় ১৪ মাস পর ভারতীয় দলে ফিরেছেন ৩৪ বছর বয়সী মহম্মদ শামি। ২০২৩ বিশ্বকাপের পর শামির অস্ত্রোপচার করা হয়েছিল। বাম হাঁটু ফুলে যাওয়ায় অস্ট্রেলিয়া সফরেও ছিলেন না শামি। এই টি-টোয়েন্টি সিরিজের জন্য দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে ধ্রুব জুরেলকে বেছে নিয়েছেন নির্বাচকরা। 

প্রথম টি-টোয়েন্টির জন্য ইংল্যান্ডের একাদশ: বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটরক্ষক), জস বাটলার (সি), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পাণ্ড্য, রিংকু সিং, নীতীশ কুমার রেডিড, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), হর্ষিত রানা, আরশদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক)

POST A COMMENT
Advertisement