India vs England 2nd ODI Score: সেঞ্চুরি রোহিতের, ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ ভারতের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে দলে ফিরলেন বিরাট কোহলি ও বরুণ চক্রবর্তী। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। ভারতীয় দল বর্তমানে সিরিজে ১-০ ব্যবধানে এ গিয়ে। এখন তার লক্ষ্য এই ম্যাচটি জয় করে ও য়ানডে সিরিজ জয় করা। এই ম্যাচ সম্পর্কিত আপডেটের জন্য এই পৃষ্ঠাটি রিফ্রেশ করতে থাকুন...। 

Advertisement
সেঞ্চুরি রোহিতের, ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ ভারতের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে দলে ফিরলেন বিরাট কোহলি ও বরুণ চক্রবর্তী। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। ভারতীয় দল বর্তমানে সিরিজে ১-০ ব্যবধানে এ গিয়ে। এখন তার লক্ষ্য এই ম্যাচটি জয় করে ও য়ানডে সিরিজ জয় করা। এই ম্যাচ সম্পর্কিত আপডেটের জন্য এই পৃষ্ঠাটি রিফ্রেশ করতে থাকুন...।

চার উইকেটে জিতল ভারত

৩০০ করেও ম্যাচ জিততে পারল না ইংল্যান্ড। রোহিতের সেঞ্চুরিতে ৩৩ বল বাকি থাকতেই সিরিজ জিতে নিল ভারত

উইকেট হারালেন শ্রেয়াস

অহেতুক তাড়াহুড়ো করতে গিয়ে উইকেট খোয়ালেন শ্রেয়াস (৪৪)। অর্ধশতরানের আগেই ফিরলেন তিনি।

২৫০ পেরল ভারত

জয়ের দিকে এগিয়ে যাচ্ছে ভারত। ক্রিজে রয়েছেন শ্রেয়স-অক্ষর। ধীরে ধীরে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন জয়ের দিকে।

দুশো পেরল ভারত

রোহিতের শতরানের সৌজন্যে ২৭তম ওভারেই দুশো রান পেরিয়ে গেল।

শতরান রোহিতের

দারুণ সেঞ্চুরি রোহিত শর্মার। ৭৬ বলে ১০০ করলেন ক্যাপ্টেন। চক্কা মেরে শতরান করলেন তিনি। 

বিরাটের উইকেটও হারাল ভারত

কট বিহাইন্ড হলেন বিরাট। আদিল রশিদ তুলে নিলেন আরও একটি উইকেট। গিলের পর এবার বিরাট। মাঠে নিস্তব্ধতা। ১৫০ রানে ২ উইকেট হারাল ভাআরতীয় দল। 

আউট হলেন গিল

অভারটনের বলে বোল্ড গিল। ৬০ রান করে প্যাভেলিয়ানে ফিরলেন তারকা ওপেনার।  

১০০ পেরিয়ে গেল ভারত

দারুণ ছন্দে রোহিত-গিল জুটি। ১৪ ওভারেই ১০৫ করে ফেলল ভারত। 

আলো ফিরল স্টেডিয়ামে, ফর্মে রোহিত

রোহিত শর্মার অর্ধশতরান। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে খুশির হাওয়া ভারতীয় শিবিরে।

 

লাইট বন্ধ কটকে

কটকে একটা বাতিস্তম্ভের আলো নিভে গিয়েছে খানিকক্ষণ বন্ধ রয়েছে ম্যাচ। দীর্ঘদিন পর ম্যাচ হচ্ছে কটকে। 

রান তাড়া করতে নেমে ভাল শুরু ভারতের

৩০৪ রানের লক্ষ্য় তাড়া করতে নেমে ভারত অধিনায়কের ব্যাট থেকে দেখা যাচ্ছে দুর্দান্ত কিছু শট।  

বড় টার্গেট দিল ইংল্যান্ড

ভারতের সামনে ৩০৫ রানের লক্ষ্য দিল ইংল্যান্ড। শুরুটা তারা যেভাবে করেছিল, তাতে মনেই হয়েছিল রান ৩০০ পেরোবে। আর সেটা হল লইভিংস্টোনের জন্যই। যদিও, কটকে ৩০০ তান চেজ করা বেশ কঠিন। তবুও রোহিত-বিরাট খেলতে পারলে জিততে পারে ভারত।  

Advertisement

পর পর রান আউটে শেষ ইংল্যান্ডের ইনিংস

শেষ ওভারে পর পর দু’বলে রান আউট হলেন লিয়াম লিভিংস্টোন ও মার্ক উড। এক বল বাকি থাকতে ৩০৪ রানে অল আউট হয়ে গেল ইংল্যান্ড। ভারতের সামনে জয়ের লক্ষ্য ৩০৫ রান। 

রান আউট আদিল রশিদ

৫ বলে ১৪ রানের ইনিংস খেলে রান আউট হয়ে ফিরলেন রশিদ। অষ্টম উইকেট হারাল ইংল্যান্ড। 

উইকেট নিলেন শামি

গাস অ্যাটকিনসনকে আউট করলেন শামি। ২৭২ রানে ৭ উইকেট হারাল ইংল্যান্ড।

জাডেজার ৩ উইকেট

স্পেলের শেষ বলে জেমি ওভারটনকে আউট করলেন জাডেজা। ২৫৮ রানে ৬ উইকেট হারাল ইংল্যান্ড। 

জাডেজার আরও একটি উইকেট

৬৯ রানের মাথায় জো রুটকে আউট করলেন রবীন্দ্র জাডেজা। ২৪৮ রানে ইংল্যান্ডের পঞ্চম উইকেট পড়ল। বড় ধাক্কা খেল তারা। 

বাটলারকে আউট করলেন হার্দিক

ভারতকে খেলায় ফেরালেন হার্দিক। ৩৪ রানের মাথায় হার্দিকের বল বড় শট মারতে গিয়ে ফিরলেন জস বাটলার। ২১৯ রানে চতুর্থ উইকেট হারাল ইংল্যান্ড। 

অর্ধশতরান জো রুটের

কটকে ভাল ব্যাট করলেন রুট। নিজের ৪০তম অর্ধশতরান করলেন তিনি। 

২০০ পার ইংল্যান্ডের

৩৫ ওভারে ২০০ পার করল ইংল্যান্ড। ক্রিজ়ে রয়েছেন জো রুট ও জস বাটলার। রুট ৪৫ ও বাটলার ২১ রানে খেলছেন। 

হর্ষিত রানার উইকেট

জো রুট এবং হ্যারি ব্রুক মিলে তৃতীয় উইকেটে ৬৬ রানের জুটি গড়েন। ৩১ রান করে হর্ষিত রানার বলে শুভমান গিলের হাতে ক্যাচ দেন ব্রুক।

ডাকেটকে ফেরালেন রবীন্দ্র জাদেজা  

নিজের প্রথম ওভারেই ডাকেটকে ফেরালেন রবীন্দ্র জাদেজা। ডাকেট ৫৬ বলে ১০টি চারের সাহায্যে ৬৫ রান করেন।

উইকেট বরুণের

উইকেট পেয়ে গেল ভারত। আউট সল্ট। বিপজ্জনক হয়ে ওঠা ওপেনিং জুটি ভাঙল। সল্ট ২৯ বলে ২৬ রান করেন।

দুর্দান্ত জুটি 
ফিল সল্ট এবং বেন ডাকেট মিলে ১০.৫ ওভারে ৮১ রান তুললেন। ডাকেট মাত্র ৩৬ বলে অর্ধ-শতরান করলেন। তার প্রথম ওভারেই ইনিংস শেষ করেন।

দারুণ শুরু ইংল্যান্ডের

প্রথম ম্যাচের মতোই দ্বিতীয় ম্যাচেও দারুণ ছন্দে ডাকেট ও সল্ট। ৭৫ রানের জুটি গড়ে তোলেন তারা। মহম্মদ শামি, হার্দিক পান্ডিয়া বা হর্ষিত রানাদের কেউই পাত্তা পাননি। ডাকেট হাফ সেঞ্চুরির সামনে পৌঁছে গিয়েছেন। উইকেট পেতে বরুণকে বল দিলেন রোহিত। উইকেট পাবেন? 

বরুণের অভিষেক

বরুণের হাতে একদিনের দলের ক্যাপ তুলে দিলেন রবীন্দ্র জাডেজা।

দলে বরুণ

বরুণ যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে বরুণ ১৪ উইকেট নিয়েছিলেন। এই পারফরম্যান্সের পর, তাকে ও ডিআই সিরিজের জন্য ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়। অন্যদিকে, এই ম্যাচে ইংল্যান্ড তিনটি পরিবর্তন এনেছে। এই ম্যাচে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন মার্ক উড, গাস অ্যাটকিনসন এবং জেমি ওভারটন। এই ম্যাচে জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স এবং জোফ্রা আর্চার সুযোগ পাননি।

টসে জিতল ইংল্যান্ড

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল ইংল্যান্ড।  

দ্বিতীয় ওয়ানডেতে ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি।


দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের একাদশ: বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটরক্ষক), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন, মার্ক উড, আদিল রশিদ, সাকিব মাহমুদ।

POST A COMMENT
Advertisement