
ইডেন গার্ডেন্সে দারুণ ছন্দে ছিলেন, তাঁর ঝড়ো ব্যাটিং ইংল্যান্ডের বোলারদের বিরাট সমস্যায় ফেলে দিয়েছিল। ৩৪ বলে ৭৯ রানের ধুন্ধুমার ইনিংস শেশ করে দিয়েছিল সব আশা। বাঁ হাতি এই ওপেনার ছিটকে গেলেন দ্বিতীয় ম্যাচ থেকেই। অনুশীলনের সময় তাঁর চোট কিছুটা সমস্যায় ফেলে দিল সূর্যকুমার যাদবদের। ওপেনিং কম্বিনেশনে বদল আনতে হবে ভারতীয় দলকে।
চেন্নাইয়ে ওপেন করবেন কে?
গত ম্যাচে ভারতের জয়ের অন্যতম নায়ক ছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। ৫টি বাউন্ডারি ও ৮টি ছক্কার সাহায্যে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন তিনি। চেন্নাইতেও তাঁর থেকে বড় রানের আশায় ছিলেন অনুরাগীরা। কিন্তু স্বপ্ন ভাঙতে পারে তাঁদের। সংবাদসংস্থা PTI মারফত জানা গিয়েছে যে গতকাল চেপকে ক্যাচিং অনুশীলন চলাকালীন ডান গোড়ালিতে আঘাত পেয়েছেন অভিষেক। নেটে আর ব্যাটিং করতে দেখা যায় নি তাঁকে। সাজঘরে অন্তত আধ ঘন্টা সময় কাটাতে হয়েছে ফিজিও’র কাছে। আজ তাঁর খেলা রীতিমত অনিশ্চিত। যদি মাঠে নামতে না পারেন তিনি তাহলে বাধ্য হয়েই ওপেনিং জুটিতে বদল আনতে হবে কোচ গম্ভীরকে। সঞ্জু স্যামসন (Sanju Samson) থাকছেন শুরুতে। তাঁর সাথে নতুন বলের মোকাবিলা করতে মাঠে নামতে পারেন হায়দ্রাবাদের তরুণ তুর্কি তিলক ভর্মা।
তিন নম্বরে দেখা যাবে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। গত ম্যাচে (IND vs ENG) শূন্য করেছিলেন ভারত অধিনায়ক। চাইবেন চেন্নাইতে ফর্মে ফিরতে। চার নম্বরে ব্যাট করতে পারেন অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। পাঁচে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। ঝোড়ো ব্যাটিং-এর পাশাপাশি পেস বোলিং-ও করবেন তিনি। ছয় নম্বরে ফিনিশার হিসেবে থাকছেন রিঙ্কু সিং।
অভিষেকের শূন্যস্থান পুরণের দৌড়ে রয়েছেন ধ্রুব জুড়েল ও ওয়াশিংটন সুন্দর। মনে করা হচ্ছে দু’জনের মধ্যে অগ্রাধিকার দেওয়া হতে পারে ওয়াশিংটনকেই (Washington Sundar)। ঘরোয়া ক্রিকেটে তামিলনাড়ুর হয়ে খেলেন তিনি। এম এ চিদাম্বরম স্টেডিয়ামের পরিবেশ, পরিস্থিতির সাথে ভালো করেই অবগত তিনি। একাদশে ওয়াশিংটনের অন্তর্ভুক্তি তাই বাড়তি সুবিধা এনে দিতে পারে টিম ইন্ডিয়াকে। সাত নম্বরে থাকতে পারেন স্পিন বোলিং অলরাউন্ডার।