India vs England 2nd Test Day 4 Live Updates: ৭ উইকেটে ৪২৭ তুলে ছেড়ে দিল ভারত ইংল্যান্ডের সামনে লক্ষ্য ৬০৮ রানের

দ্বিতীয় ইনিংসে দুই উইকেট হারালেও, ১০০ পেরিয়ে গিয়েছে ভারতীয় দল। ফলে ভাল জায়গায় শুভমন গিলের টিম ইন্ডিয়া। ম্যাচে ভারত প্রথম ইনিংসে ৫৮৭ রান করে এবং ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৪০৭ রান করে। প্রথম ইনিংসের ভিত্তিতে ভারতীয় দল ১৮০ রানের লিড পেয়েছে। এখন চতুর্থ দিনের খেলা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Advertisement
India vs England Live: ৭ উইকেটে ৪২৭ তুলে ছেড়ে দিল ভারত, ইংল্যান্ডের লক্ষ্য ৬০৮ রান ব্র্যান্ডের দৃষ্টিকোণ থেকে, এটি গিলকে আকর্ষণীয় করে তোলে। তিনি টাটা ক্যাপিটাল, বাজাজ অ্যালিয়ানজ লাইফ, এমআরএফ, ওকলি, এনগেজ, এবং অন্যান্যদের মধ্যে মুখ।

দ্বিতীয় ইনিংসে দুই উইকেট হারালেও, ১০০ পেরিয়ে গিয়েছে ভারতীয় দল। ফলে ভাল জায়গায় শুভমন গিলের টিম ইন্ডিয়া। ম্যাচে ভারত প্রথম ইনিংসে ৫৮৭ রান করে এবং ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৪০৭ রান করে। প্রথম ইনিংসের ভিত্তিতে ভারতীয় দল ১৮০ রানের লিড পেয়েছে। এখন চতুর্থ দিনের খেলা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। 

আবার সেঞ্চুরি গিলের

প্রথম ইনিংসে ২৬৯ রান করার পর, দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করে ফেললেন ভারতের ক্যাপ্টেন। ১২৯ বলে ঝকঝকে সেঞ্চুরি করে ফেললেন গিল। চার উইকেট হারিয়ে ভারতীয় দল ৩০০ করে ফেলল। ফলে বড় রানে লিড পেয়ে গেল টিম ইন্ডিয়া। 

দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিং

প্রথম ইনিংসে বড় লিড নেওয়ার পর, দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের শুরুটা ভালো ছিল না। ২৮ রান করার পর জশ ট্যাংয়ের বলে যশস্বী জয়সওয়াল এলবিডব্লিউ আউট হন। এরপর কেএল রাহুল এবং করুণ নায়ার তৃতীয় দিনের শেষ সেশনে (৪ জুলাই) ভারতকে আর কোনও ক্ষতির সম্মুখীন হতে দেননি। এর মধ্যেই হাফ সেঞ্চুরিও সেরে ফেলেন রাহুল। তবে রাহুল আউট হলেও, ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন ঋষভ পন্ত ও শুভমন গিল। পন্ত একের পর এক বড় শট খেলতে থাকেন। গিলও যোগ দেন তাঁর সঙ্গে। 

স্মিথ-ব্রুকের সেঞ্চুরি, সিরাজের ছয় উইকেট
ভারতের ৫৮৭ রানের জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংস ৪০৭ রানে শেষ হয়। উইকেটরক্ষক-ব্যাটসম্যান জেমি স্মিথ ২০৭ বলে অপরাজিত ১৮৪ রান করেন, যার মধ্যে ছিল ২১টি চার এবং চারটি ছক্কা। হ্যারি ব্রুক ২৩৪ বল খেলে ১৫৮ রান করেন। ব্রুক তাঁর ইনিংসে ১৭টি চার এবং একটি ছক্কা মারেন। ব্রুক এবং স্মিথ ষষ্ঠ উইকেটে ৩০৩ রানের জুটি গড়েন। ভারতের হয়ে মহম্মদ সিরাজ ৬টি উইকেট এবং আকাশ দীপ চারটি উইকেট নেন।

 

POST A COMMENT
Advertisement