India vs England 2nd Test: আকাশদীপের ৬ উইকেট, গিলের দুরন্ত ব্যাটিং ৩৭৭ রানে জিতল ভারত

সাত উইকেট তুলে নিতে হবে। তা হলেই সিরিজে সমতা ফেরাতে পারবে ভারতীয় দল। অন্যদিকে সিরিজে এগিয়ে থাকা ইংল্যান্ডের লক্ষ্য হবে ৯০ ওভার এই সাত উইকেট ধরে রাখা। কারণ ৯০ ওভারে ৬০০-র বেশি রান করে কোনও দল এর আগে জিততে পারেনি।

Advertisement
আকাশদীপের ৬ উইকেট, গিলের দুরন্ত ব্যাটিং ৩৭৭ রানে জিতল ভারত aakashdeep

ম্যাচের পঞ্চম এবং শেষ দিন। ম্যাচে ভারত ইংল্যান্ডকে জয়ের জন্য ৬০৮ রানের লক্ষ্য দিয়েছে। লক্ষ্য তাড়া করতে গিয়ে ইংল্যান্ডের স্কোর ১৭০ রান ছাড়িয়ে গেছে এবং তারা ৬ উইকেট হারিয়েছে। অপরাজিত ব্যাটসম্যান হলেন জেমি স্মিথ এবং ক্রিস ওকস।

উইকেট তুলে নিলেন জাদেজা

এবার ৯ উইকেট হারাল ইংল্যান্ড। আউট জস টাং। ৯ উইকেট হারিয়ে ফেলল তারা। আর ১ উইকেট দূরে ভারতীয় দল। 

ক্যাচ মিস রাহুলের

জাদেজার বলে ক্যাচ ফেলে দিলেন রাহুল। প্রথম স্লিপে ক্যাচ মিস করলেন রাহুল। 

ফাইফার আকাশের

দারুণ বোলিং আকাশদীপের। আউট স্মিথ। শর্ট বলে টপ এজ লাগে স্মিথের। ক্যাচ চলে যায় ওয়াশিংটনের হাতে। ৫ উইকেট তুলে নিলেন আকাশ।  

অবশেষে উইকেট প্রসিদ্ধের

আরও এক উইকেট হারাল ইংল্যান্ড। শর্ট বলে ওকসকে আউট করেন, টপ এজে লেগে আউট ওকস। ভারত তিন উইকেট দূরে। প্রথম উইকেট প্রসিদ্ধের।  

উইকেট হারাল ইংল্যান্ড

লাঞ্চের আগেই আউট ক্যাপ্টেন স্টোকস। চার উইকেট দূরে ভারত। লাঞ্চের আগেই ওয়াশিংটন সুন্দরের বলে লেগ বিফোর হলেন স্টোকস। রিভিউ নিলেও লাভ হয়নি। সোজা উইকেটে লাগছিল বল।   

ম্যাচ শুরু হতে দেরি

এজবাস্টনে ব্যপক বৃষ্টি। এই মুহূর্তে তা একটু কমলেও, মাঠে জল জমে আছে। ফলে সেই জল সরানোর কাজ চলছে। 

বড় লক্ষ্যের সামনে ইংল্যান্ড

এই ম্যাচে ভারত ইংল্যান্ডকে জয়ের জন্য ৬০৮ রানের লক্ষ্য দিয়েছে। লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড চতুর্থ দিন (৫ জুলাই) খেলা শেষ হওয়া পর্যন্ত তাদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৭২ রান করেছে। অলি পোপ ২৪ রানে এবং হ্যারি ব্রুক ১৫ রানে অপরাজিত আছেন। ইংল্যান্ডকে জয়ের জন্য আরও ৫৩৬ রান করতে হবে, যেখানে ভারতের জয়ের জন্য ৭ উইকেট প্রয়োজন।

ভারতীয় দল ৬ উইকেটে ৪২৭ রান করে তাদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে। ভারতের দ্বিতীয় ইনিংসে শুভমান গিল ১৬১ রান করেন। ম্যাচে ভারত প্রথম ইনিংসে ৫৮৭ রান করে এবং ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৪০৭ রান করে। প্রথম ইনিংসের ভিত্তিতে ভারতীয় দল ১৮০ রানের লিড পায়।

Advertisement

POST A COMMENT
Advertisement