India vs England 3rd T20I: ২৬ রানে হার ভারতের, সিরিজে ব্যবধান কমাল ইংল্যান্ড

৫ ম্যাচের T20 সিরিজের তৃতীয় ম্যাচটি ভারতীয় দল এবং ইংল্যান্ডের মধ্যে খেলা হচ্ছে। রাজকোটের নিরঞ্জন শা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই ম্যাচ। ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথম দুই ম্যাচ জিতে এই সিরিজে ভারতীয় দল ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে।

Advertisement
২৬ রানে হার ভারতের, সিরিজে ব্যবধান কমাল ইংল্যান্ডইংল্যান্ডের জোফরা আর্চার প্রথম টি-টোয়েন্টিতে ভারতের সূর্যকুমার যাদবকে আউট করার পর তার সতীর্থদের সাথে উদযাপন করছেন

৫ ম্যাচের T20 সিরিজের তৃতীয় ম্যাচটি ভারতীয় দল এবং ইংল্যান্ডের মধ্যে খেলা হচ্ছে। রাজকোটের নিরঞ্জন শা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই ম্যাচ। ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথম দুই ম্যাচ জিতে এই সিরিজে ভারতীয় দল ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে।

পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারাল ভারত

পেসারদের দাপটে কোণঠাসা ভারত। অভিষেক, সঞ্জুর পর আউট সূর্যকুমারও। 

পাঁচ উইকেট বরুণের

দারুণ ছন্দে বরুণ চক্রবর্তী। একাই ৫ উইকেট বরুণের। তৃতীয় ম্যাচ জিততে ভারতের সামনে ১৭২ রানের লক্ষ্য দিল ইংল্যান্ড। 

দুই বলে দুই উইকেট বরুণের

স্মিথের পরের বলেই আউট ওভারটন। পরপর দুই বলে দুই উইকেট হারাল ইংল্যান্ড। 

আউট ব্রুক

উইকেট নিলেন রবি। বোল্ড হলেন হ্যারি ব্রুক। 

১০০ পেরল ইংল্যান্ড

শেষ দুই ম্যাচের পর তৃতীয় ম্যাচে দারুণ শুরু ইংল্যান্ড দলের। ১২ ওভারেই ১০০ পেরল ইংল্যান্ড। 

আউট ডাকেট

৫১ রান করে অক্ষরের বলে আউট ডাকেট। ৮৭ রানে ৩ উইকেট হারাল ইংল্যান্ড। 

হাফসেঞ্চুরি ডাকেটের 

টি টোয়েন্টি ক্রিকেটে নিজের দ্বিতীয় হাফসেঞ্চুরি করলেন ডাকেট। মাত্র ২৬ বলে মূল্যবান ৫০ রান করেন তিনি।  

আউট বাটলার

৮৩ রানে দ্বিতীয় উইকেটের পতন ইংল্যান্ডের, বাটবারকে ফেরালেন বরুণ চক্রবর্তী। ডিআরএস-এর মাধ্যমে ভারতের অনুকূলে সিদ্ধান্ত আসে। 

৮ ওভার শেষে ৭৪ রানে এক উইকেট ইংল্য়ান্ডের। ভারতীয় বোলারদের মধ্যে উইকেট তুলতে পেরেছেন একমাত্র হার্দিক। রবি বিষ্ণোই, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তীরা বল করলেও কোনও সফলতা পাননি। 

৬ ওভারে ৫২ রান ইংল্যান্ডের 

৬ ওভার শেষে ৫২ রান ইংল্যান্ডের। সাত রানে প্রথম উইকেট হারালেও এখন ছন্দে ইংরেজ ব্যাটাররা। 

ছন্দে ইংল্যান্ডের ব্যাটাররা 

৪ ওভারে ৩৪ রান করল ইংল্যান্ড। এক উইকেট হারালেও ব্যাটাররা এখন ছন্দে। হার্দিককে পরপর তিন বলে তিনটে চার মারলেন বেন ডাকেট। 

বল করছেন শামি 

নিজের দ্বিতীয় ওভার বল করছেন মহম্মদ শামি। তিন ওভার শেষে ২১ রান ইংল্যান্ডের। এখনও পর্যন্ত একটি উইকেটের পতন হয়েছে। 

Advertisement

আউট সল্ট

আউট হলেন সল্ট। হার্দিক পান্ডিয়া বল করতে আসতেই উইকেট খোয়াল ইংল্যান্ড। এই সিরিজে একেবারেই ছন্দে নেই ইংল্যান্ডের এই ওপেনার। সাত রানে প্রথম উইকেট হারাল ইংল্যান্ড। 

দলে এলেন শামি

আর্শদীপ সিং-এর জায়গায় দলে জায়গা পেয়েছেন শামি। 

টসে জিতল ভারত

ফের টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল ভারতীয় দল। 

POST A COMMENT
Advertisement