ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ নিজেদের পকেটে পুরতে নামছে ভারতীয় দল। রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় টি২০ ম্যাচ। কলকাতায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সাত উইকেটে জিতেছিল টিম ইন্ডিয়া। এরপর চেন্নাই টি-টোয়েন্টিতে ইংলিশ দলকে ২ উইকেটে হারায় সূর্যকুমার যাদবের দল। আর এবার তৃতীয় ম্যাচ জিতে সিরিজে নিজেদের দখলে নিতে মরিয়া ভারত।
পরিবর্তন আসবে ভারতের প্লেয়িং-১১-এ
রাজকোট টি-টোয়েন্টিতে ভারতীয় দলের প্লেয়িং-১১-এর দিকেও চোখ থাকবে। এই ম্যাচের জন্য ভারতীয় দলে কিছু পরিবর্তন হতে পারে। ভারতীয় দলে যোগ দিয়েছেন অলরাউন্ডার শিবম দুবে এবং রমনদীপ সিং। এই ম্যাচে খেলতে দেখা যেতে পারে দু'জনকেই। নীতীশ কুমার রেড্ডির জায়গায় শিবমকে দলে নেওয়া হয়েছে। সাইড স্ট্রেনের কারণে এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন নীতীশ। রিঙ্কু সিং-এর জায়গায় রমনদীপ এসেছেন। পিঠের নিচের দিকে খিঁচুনি থাকায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও পাওয়া যাচ্ছে না রিঙ্কুকে।
শিবম দুবে এবং রমনদীপ সিং দুজনকেই প্লেয়িং-১১-এ নেওয়া হলে ধ্রুব জুড়েলের পাশাপাশি লেগ-স্পিনার রবি বিষ্ণোইকে এই ম্যাচের বাইরে থাকতে হতে পারে। এই সিরিজে এখনও পর্যন্ত একটি উইকেটও নিতে পারেননি বিষ্ণোই। যেখানে জুড়েল চেন্নাই টি-টোয়েন্টিতে সুযোগ কাজে লাগাতে পারেননি এবং মাত্র ৪ রান করে চলে যান। ২৭ জানুয়ারি রাজকোট টি-টোয়েন্টির জন্য ইংল্যান্ড তাদের প্লেয়িং-১১ ঘোষণা করেছিল।
সূর্য-স্যামসন থেকে শক্তিশালী খেলা প্রত্যাশিত
এই ম্যাচে সবার চোখ থাকবে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের দিকে, যিনি এই সিরিজে বিশেষ কিছু করতে পারেননি। সূর্য ছাড়াও, সঞ্জ স্যামসনের থেকেও একটি বড় ইনিংস আশা করবেন ভারতীয় দলের সমর্থকরা। যার শর্ট বলে দুর্বলতা প্রকাশ পেয়েছে। টি-টোয়েন্টি সিরিজ বাঁচিয়ে রাখতে যে কোনো মূল্যে এই ম্যাচ জিততেই হবে ইংল্যান্ডকে। তাদের হয়ে এখন পর্যন্ত একমাত্র অধিনায়ক জস বাটলারই ব্যাটিংয়ে ভাল পারফর্ম করতে পেরেছেন। গত ম্যাচে বেশি রান দিলেও উইকেট নিয়েছেন জোফ্রা আর্চার। আদিল রশিদ এখন পর্যন্ত ভাল বল করছেন।
তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতীয় দলের সম্ভাব্য একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রমনদীপ সিং, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, বরুণ চক্রবর্তী।
তৃতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের প্লেয়িং ইলেভেন: বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটরক্ষক), জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ, জেমি ওভারটন, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।