পাঁচ উইকেট তিলে নিলেন বরুণ চক্রবর্তী। একটা সময় হ্যাটট্রিক করার মতো জায়গায়ও চলে এসেছিলেন তিনি। চার ওভারে মাত্র ২৪ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নিলেন তিনি। ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করল ১৭১ রান।
তৃতীয় টি২০ ম্যাচে শুরুটা বেশ ভাল করেছিল ইংল্যান্ড। ইংল্যান্ডের বেন ডাকেট দারুণ হাফসেঞ্চুরি করলেও শেষটা করলেন বরুণ চক্রবর্তী। সূর্যকুমার যাদব ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। শুরুতে ফিল সল্টকে ফেরানো গেলেও, ভারতের ঘুম কেড়ে নেন বেন ডাকেট। ২৮ বলে ৫১ রানের ইনিংস খেলে তিনি দলের রান অনেকটাই বাড়িয়ে দেন। এর পরই খেলা দেখানো শুরু করেন স্পিনাররা। বিশেষ করে বরুণ চক্রবর্তী।
তাঁর শিকার জশ বাটলার, জেমি স্মিথ, জেমি ওভারটন, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার। এদের মধ্যে দুই প্লেয়ারকে তিনি বোল্ড করেন। তাঁর কাছে হ্যাটট্রিক করার সুযোগ ছিল। ১৩.৩ ওভারে তিনি ফেরান জেমি স্মিথকে এর পরের বলেই তিনি আউট করেন জেমি ওভারটনকে। কিন্তু পরপর তিনটে বলে উইকেট তুলতে পারেননি তিনি। ম্যাচে বরুণের ৫ উইকেট বাদে দুটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। একটি করে উইকেট নেন রবি বিষ্ণোই ও অক্ষর প্যাটেল। শামি দীর্ঘদিন পর ফিরলেও উইকেট পাননি।
মূলত বরুণের জন্যই ইংল্যান্ড দল বেশি রান করতে পারেনি। ২৭১ রান তাড়া করতে সমস্যা হওয়ার কথা নয় ভারতীয় দলের। তবে অনেককিছুই যেমন নির্ভর করছে সূর্যকুমারদের ব্যাটিং-এর উপর।
রাজকোটে তৃতীয় টি২০ ম্যাচে ভারত-ইংল্যান্ডের দল:
ইংল্যান্ড দল: জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট (উইকেটরক্ষক), বেন ডাকেট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিস্টন, জেমি স্মিথ, জেমি ওভারটন, ব্রেডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ এবং মার্ক উড।
ভারতীয় দল: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, ধ্রুব জুরেল, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, রবি বিষ্ণোই এবং বরুণ চক্রবর্তী।