India vs England 3rd Test Day 1: ৪ উইকেটে ২৫০ পেরল ইংল্যান্ড, ৯৯ রানে অপরাজিত রুট

এজবাস্টন টেস্ট জেতার পর, ভারতীয় দল লর্ডস টেস্টে খেলতে নামছে। এই ম্যাচে দলে এসেছেন জসপ্রীত বুমরা। বাদ পড়লেন প্রসিদ্ধ কৃষ্ণা। টসে জিতে ইংল্যান্ড ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement
৪ উইকেটে ২৫০ পেরল ইংল্যান্ড, ৯৯ রানে অপরাজিত রুটজো রুটকে বল করার পর ভারতের মোহাম্মদ সিরাজের প্রতিক্রিয়া

এজবাস্টন টেস্ট জেতার পর, ভারতীয় দল লর্ডস টেস্টে খেলতে নামছে। এই ম্যাচে দলে এসেছেন জসপ্রীত বুমরা। বাদ পড়লেন প্রসিদ্ধ কৃষ্ণা। টসে জিতে ইংল্যান্ড ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।

দুই দেশের মধ্যে সিরিজের প্রথম ম্যাচটি লিডসে অনুষ্ঠিত হয়েছিল। যেখানে ইংল্যান্ড দল ৫ উইকেটে জয় পায়। এরপর, ভারতীয় দল দুর্দান্ত প্রত্যাবর্তন করে এবং এজবাস্টন টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে ৩৩৬ রানে পরাজিত করে এবং পাঁচ ম্যাচের সিরিজ ১-১ এ সমতা আনে। এখন এই ম্যাচটি উভয় দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। 

প্রথম ইনিংসে ইংল্যান্ডের শুরুটা বেশ ভালো ছিল। বেন ডাকেট (২৩ রান) এবং জ্যাক ক্রাউলি (১৮ রান) মিলে প্রথম উইকেটে ৪৩ রানের জুটি গড়েন। একই ওভারে এই দুই ওপেনারকে আউট করেন নীতিশ কুমার রেডিড। এখান থেকে জোরুট এবং অলি পোপ সেঞ্চুরি জুটি গড়ে ইংল্যান্ডের দায়িত্ব নেন। রুট ভারতের বিপক্ষে তার দুর্দান্ত ফর্ম অব্যাহত রাখেন এবং ১০২ বলে তার অর্ধশতক পূর্ণ করেন। এই সময় তিনি ভারতীয় দলের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে ৩০০০ রানও পূর্ণ করেন।

প্রথম সেশন শেষ

প্রথম সেশনে ৮৩ রান করলেও ইংল্যান্ড দুটি উইকেট হারিয়ে ফেলেছে। ফলে এই সেশন যে ভারতের দখলে তা বলাই যায়। ৩৪ বলে ২৪ রান করে অপরাজিত জো রুট। ১২ রান করে উইকেটে টিকে রিয়েছেন অলি পোপ।

এক ওভারে ২ উইকেট 

নীতীশ রেড্ডি আসতেই পড়ে গেল ২ উইকেট। দুই ওপেনারকেই আউট আউট করলেন ভারতের পেসার।  

টেস্টের সুচনা করলেন সচিন

লর্ডসে বেল বাজিয়ে তৃতীয় টেস্টের সুচনা করলেন সচিন তেন্ডুলকর।

ফের টস জিতল ইংল্যান্ড

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্তই নিল ইংল্যান্ড। 

ভারতীয় দলের প্লেয়িং ১১: যশস্বী জয়সও য়াল, কেএল রাহুল, করুণ নায়ার, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (সহ-অধিনায়ক/উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেডিড, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরা, আকাশদীপ, মহম্মদ সিরাজ।

ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জোরুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, শোয়েব বশির।

Advertisement

POST A COMMENT
Advertisement