India vs England Live Score: ৫৮ রানে ৪ উইকেট হারাল ভারত, শেষদিনে জিততে হলে আরও ১৩৫ রান দরকার ভারতের

১৯২ রানে অল আউট হয়ে গেল ইংল্যান্ড। ওয়াশিংটন সুন্দর সারপ্রাইজ প্যাকেজ হিসেবে ইংল্যান্ড ব্য়াটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিল। শেষে জসপ্রীত বুমরার জোড়া উইকেট ইংল্যান্ডের কফিনে শেষ পেরেকটিও পুঁতে দিল। এখন ভারতের জয়ের জন্য দরকার ১৯৩ রান।

Advertisement
India vs England Live Score: ৫৮ রানে ৪ উইকেট হারাল ভারত, শেষদিনে জিততে হলে আরও ১৩৫ রান দরকার ভারতের৫৩ রানে তৃতীয় উইকেট হারাল ভারত, যশস্বী-করুণের পর আউট গিলও

তৃতীয় দিনের শেষে মাত্র ২ রানে এগিয়ে ছিল ইংল্যান্ড। এরপর চতুর্থ দিনে ২২ রানে প্রথম উইকেট হারাল তারা। আউট হলেন বেন ডাকেট। সিরাজের বলে বুমরার বলে ক্যাচ দিয়ে। ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩৮৭ রান করেছিল। জবাবে, ভারতীয় দলের প্রথম ইনিংসও ৩৮৭ রানে শেষ হয়েছিল। এখন লর্ডস টেস্টের চতুর্থ দিনটি খুবই নির্ণায়ক।

৫৮ রানে ৪ উইকেট হারাল ভারত, শেষদিনে জিততে হলে আরও ১৩৫ রান দরকার ভারতের। নাইট ওয়াচম্য়ান হিসেবে নামা আকাশদীপ ১ রানে বেন স্টোকসের শিকার হন। আকাশ আউট হতেই দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। শেষদিনে ভারতকে মাত্র ১৩৫ রান করতে হলেও সেটা করতে যথেষ্ট বেগ পেতে হবে তা পরিষ্কার লর্ডসের ভেঙে যাওয়া পিচে।

আউট ক্যাপ্টেন গিলও

দ্রুত ২ উইকেট পড়ার পর মাঠে নেমেছিলেন চলতি সিরিজে স্বপ্নের ফর্মে থাকা শুভমান গিল। শুরুও করেছিলেন রাজকীয় মেজাজে। কিন্তু এদিন লর্ডসের ভাঙা পিচে ভিতরে ঢুকে আসা বলে ব্যাট ছোঁয়াতে পারলেন না। বল সোজা গিয়ে লাগল প্যাডে। রিভিউতে দেখা গেল বল সোজা স্টাম্পে লাগছে। চাপে ভারত। নাইট ওয়াচম্যান হিসেবে নেমেছেন আকাশদীপ।

আউট যশস্বী জয়সওয়াল ও নায়ার

৫ রানে আউট হয়ে গেলেন যশস্বী জয়সওয়াল। তিনি পুল করতে গিয়ে ওকসের বলে ক্যাচ দিয়ে বসেন। উইকেট পড়তেই বল হাতে আগুন ঝরাচ্ছে ইংরেজরাও। ৪১ রানে আউট হয়েছেন করুণ নায়ারও। কার্সের বল ছাড়তে গিয়ে প্যাডে লাগিয়ে ফেলেন।

ভারতের জয়ের জন্য দরকার ১৯৩ রান

১৯২ রানে অল আউট হয়ে গেল ইংল্যান্ড। ওয়াশিংটন সুন্দর সারপ্রাইজ প্যাকেজ হিসেবে ইংল্যান্ড ব্য়াটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিল। শেষে জসপ্রীত বুমরার জোড়া উইকেট ইংল্যান্ডের কফিনে শেষ পেরেকটিও পুঁতে দিল। এখন ভারতের জয়ের জন্য দরকার ১৯৩ রান।

ওয়াশিংটনের জোড়া ধাক্কা, ৬ উইকেট হারাল ইংল্যান্ড

ওয়াশিংটন সুন্দর জোড়া ধাক্কায় তুলে নেন জো রুট ও জেমি স্মিথকে। তাঁর স্পিনের জালে জড়িয়ে আউট হন ফর্মে থাকা দুই ব্যাটার।

Advertisement

৪ উইকেট হারাল ইংল্যান্ড

উইকেট পেলেন আকাশদীপ। বোল্ড হ্যারি ব্রুক। ৪ উইকেট হারিয়ে মাত্র ৮৭ রান ইংল্যান্ডের। 

এবার আউট ক্রলি

৫০ রানে ৩ উইকেট হারাল ইংল্যান্ড। রেড্ডির বলে আউট ক্রলি। ক্যাচ নিলেন জয়সওয়াল। 

আউট পোপ

আবার উইকেট নিলেন সিরাজ। ৪ রান করে লেগ বিফোর গলেন ইংল্যান্ডের ব্যাটার। রিভিউ নিয়ে উইকেট তুলল ভারত। 

ভারতের প্রথম ইনিংসে কেএল রাহুলের সেঞ্চুরি
ভারতীয় দলের ওপেনার কেএল রাহুল প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন। রাহুল ১৭৭ বলে ১০০ রান করেন, যার মধ্যে ১৩টি চার ছিল। এটি ছিল রাহুলের টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি। উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্ত (৭৪ রান) এবং রবীন্দ্র জাদেজা (৭২ রান) ও অর্ধশতরান করেন। ইংল্যান্ডের হয়ে ক্রিস ওকস তিনটি উইকেট নেন। জোফরা আর্চার এবং অধিনায়ক বেন স্টোকস দুটি করে উইকেট নেন। ব্রাইডন কার্স এবং শোয়েব বশিরও একটি করে উইকেট পান।

ইংল্যান্ডের প্রথম ইনিংসে রুটের সেঞ্চুরি, বুমরার ৫ উইকেট
ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে প্রাক্তন অধিনায়ক জো রুট দুর্দান্ত সেঞ্চুরি করেন। রুট ১৯৯ বলে ১০৪ রান করেন, যার মধ্যে ১০টি চার ছিল। এটি ছিল রুটের টেস্ট ক্যারিয়ারে ৩৭তম এবং ভারতীয় দলের বিরুদ্ধে ১১তম সেঞ্চুরি। ইংলিশ দলের হয়ে ব্রাইডন কার্স (৫৬ রান) এবং জেমি স্মিথ (৫১ রান) ও অর্ধ শতরান করেন। তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরা পাঁচটি উইকেট নেন। নীতিশ কুমার রেড্ডি এবং মহম্মদ সিরাজ দুটি করে উইকেট নেন। রবীন্দ্র জাদেজাও একটি উইকেট নেন।

 

POST A COMMENT
Advertisement