India vs England 3rd Test Day 1: লর্ডসে গুবরে পোকার আক্রমণ, ভারত-ইংল্যান্ড ম্যাচ থমকাল

প্রথমে দেখে মনে হয়েছিল ফ্লাইং অ্যান্টের তান্ডব। পরে বোঝা যায় এটা আসলে লেডি বার্ডস বা গুবরে পোকা। তবে ম্যাচ চালাতে সমস্যা হয়নি।

Advertisement
লর্ডসে গুবরে পোকার আক্রমণ, ভারত-ইংল্যান্ড ম্যাচ থমকাললর্ডসে গুবরে পোকার আক্রমণ, ভারত-ইংল্যান্ড ম্যাচ থমকাল

লর্ডসে তৃতীয় টেস্টের প্রথম দিন অত্যন্ত মন্থর গতিতে এগিয়েছে। দিনের শেষে ইংল্যান্ডের রান ৪ উইকেটের বিনিময়ে ২৫১। যা শুধু মন্থরই নয়, ইংল্য়ান্ডের বাজবল ক্রিকেটের সঙ্গে একেবারেই বেমানান। শেষ কবে ৪ এর নীচে রান রেটে ব্যাট করেছে ইংল্যান্ড কেউ মনে করতে পারছে না। এর মাঝেই খেলার গতিকে আরও মন্থর করে দেয় গুবরে পোকার আক্রমণ। এর কারণে বেশ কিছুটা সময় ম্যাচ বন্ধও রাখতে হয়।

জো রুট বা ভারতীয় দলের ক্রিকেটাররা এ ব্যাপারে প্রতিবাদ না জানালেও, বেন স্টোকস বারবার আম্পায়ারদের কাছে প্রতিবাদ জানাতে থাকেন। তবে কিছুটা সময় ম্যাচ বন্ধ থাকলেও, আম্পায়াররা খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। আসলে স্টোকস কিছুক্ষণ আগেই চোটের কবলে পড়েছিলেন। সেই কারণেই আজকের ম্যাচ দ্রুত শেষ করার জন্যই কি তিনি এই আবেদন জানাচ্ছিলেন? তা অবশ্য জানা যায়নি। প্রথমে দেখে মনে হয়েছিল ফ্লাইং অ্যান্টের তান্ডব। পরে বোঝা যায় এটা আসলে লেডি বার্ডস বা গুবরে পোকা। তবে ম্যাচ চালাতে সমস্যা হয়নি। দিনের শেষে ইংল্যান্ডের রান ৪ উইকেটে ২৫১। জো রুট ব্যাট করছেন ৯৯ রানে। 

টসে জিতে ইংল্যান্ড ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। এই ম্যাচে দলে এসেছেন জসপ্রীত বুমরা। বাদ পড়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। তবে আরেকটি খবর রয়েছে। ঋষভ পন্ত কিপিং করারক সময় চোট পান। তাঁকে চিকিৎসার জন্য মাঠের বাইরে নিয়ে যেতে হয়। তবে তিনি ব্যাট করতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নন। তাঁর জায়গায় ধ্রুব জুরেল কিপিং করতে মাঠে নামেন। তিনি অবশ্য উইকেটের পিছনে সাবলীল ছিলেন। এদিন ইংল্যান্ডের চারটের মধ্যে দুটি নীতিশ রেড্ডি, একটি রবীন্দ্র জাদেজা এবং একটি উইকেট নেন জসপ্রীত বুমরা।

ভারতীয় দলের প্লেয়িং ১১: যশস্বী জয়সও য়াল, কেএল রাহুল, করুণ নায়ার, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (সহ-অধিনায়ক/উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেডিড, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরা, আকাশদীপ, মহম্মদ সিরাজ।

ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জোরুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, শোয়েব বশির।

Advertisement

 

POST A COMMENT
Advertisement