India vs England 3rd Test: লর্ডস টেস্ট বৃষ্টিতে ভেস্তে যেতে পারে? কী বলছে আবহাওয়া রিপোর্ট

বার্মিংহ্যাম টেস্টে সমতা ফেরানোর পর, ভারতীয় দল লর্ডস টেস্ট জিতে সিরিজে এগিয়ে যেতে চাইছে ভারতীয় দল। তবে বৃষ্টির জন্য কি সমস্যা হতে পারে টিম ইন্ডিয়ার? সেটাই এখন ভারতীয় দলের সমর্থকদের কাছে বড় প্রশ্ন। এজবাস্টনে প্রথমবার ইংল্যান্ডকে হারিয়ে শুভমন গিলরা অনেক বেশি কনফিডেন্ট।

Advertisement
লর্ডস টেস্ট বৃষ্টিতে ভেস্তে যেতে পারে? কী বলছে আবহাওয়া রিপোর্টলর্ডস টেস্ট
হাইলাইটস
  • আজ থেকে শুরু হচ্ছে লর্ডস টেস্ট
  • সিরিজে এগিয়ে যাওয়ার লড়াইয়ে ভারত

বার্মিংহ্যাম টেস্টে সমতা ফেরানোর পর, ভারতীয় দল লর্ডস টেস্ট জিতে সিরিজে এগিয়ে যেতে চাইছে ভারতীয় দল। তবে বৃষ্টির জন্য কি সমস্যা হতে পারে টিম ইন্ডিয়ার? সেটাই এখন ভারতীয় দলের সমর্থকদের কাছে বড় প্রশ্ন। এজবাস্টনে প্রথমবার ইংল্যান্ডকে হারিয়ে শুভমন গিলরা অনেক বেশি কনফিডেন্ট।

ফলে ভারতের সামনে বড় সুযোগ এই টেস্টে জিতে এগিয়ে যাওয়ার। তাছাড়া এই টেস্টে দলে ফিরতে পারেন সুপারস্টার ফাস্ট বোলার জসপ্রীত বুমরা। এতে ভারতের শক্তি যে আরও অনেকটা বাড়বে তা বলাই বাহুল্য। এই ম্যাচের পাঁচদিন লর্ডসের আবহাওয়া কেমন থাকবে সেটাই এখন বড় প্রশ্ন। 

লর্ডস টেস্টে আবহাওয়া কেমন থাকবে?
বিবিসি এবং অ্যাকুওয়েদার উভয়ের মতে, টেস্ট ম্যাচের পাঁচ দিনের মধ্যে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আবহাওয়া পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল থাকবে বলে আশা করা হচ্ছে। তবে হালকা বাতাস বইতে পারে। আর তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। যদি এই ভবিষ্যদ্বাণীগুলি সত্য হয়, তাহলে ভক্তরা আইকনিক লর্ডসে পাঁচ দিনের দারুণ ক্রিকেটের জন্য অপেক্ষা করতে পারেন।

লর্ডসের পিচ কেমন?
আইকনিক লর্ডসের পিচের উপরের দিকটা সবুজ থাকবে। তবে অসম বাউন্স হতে পারে। এখানে খেলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ঠিক এমনটাই ঘটেছিল। অসঙ্গতিপূর্ণ বাউন্সের জেরে সমস্যায় পড়তে হয়েছিল ব্যাটার এবং স্লিপ ফিল্ডারদের। ফলে ফিল্ডারদের কাছাকাছি দাঁড়াতে হয়, ফলে নিচু ক্যাচগুলি ধরতে কিছুটা সুবিধা হলেও, উপর দিয়ে যাওয়া ক্যাচ মিস হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। 

ভারতীয় দলে কি বদল আসবে?
করুণ নায়ার এই টেস্টে দল থেকে বাদ পড়বেন কিনা তা নিয়ে জল্পনা চলছে। তবে মনে করা হচ্ছে তিনি হয়ত এই টেস্টে সুযোগ পাবেন। বুমরা কার জায়গায় দলে আসবেন সেটাই এখন দেখার। কারণ দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন সিরাজ। আর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট পেয়েছেন আকাশদীপ। ফলে প্রসিদ্ধ কৃষ্ণকে এই ম্যাচে বাদ পড়তে হতে পারে। 

ভারতের সম্ভাব্য প্লেয়িং ১১: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, করুণ নায়ার, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (সহ-অধিনায়ক/উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশদীপ, মহম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরা।

Advertisement

POST A COMMENT
Advertisement