India vs England 4th T20I: শিবমের জায়গায় হর্ষিত? কঙ্কাশন সাব নিয়ে বিতর্ক, ICC-র নিয়ম যা বলছে...

শিবম দুবের (Shivam Dube) জায়গায় কঙ্কাশন সাব হিসেবে ম্যাচ ঘোরালেন হর্ষিত রানা (Harshit Rana)। ইংল্যান্ডের (India vs England) নাকের ডগা দিয়ে ম্যাচ বের করে নিয়ে গেল তাঁর ৩ উইকেট।  সিরিজ পকেটে পুরে স্বস্তির নিঃশ্বাস ফেললেন হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তবে প্রশ্ন উঠেছে পুনের ম্যাচে কেন বল করার অনুমতি দেওয়া হল হর্ষিতকে? এক্ষেত্রে নিয়ম কী বলে? 

Advertisement
শিবমের জায়গায় হর্ষিত? কঙ্কাশন সাব নিয়ে বিতর্ক, ICC-র নিয়ম যা বলছে...শিবম দুবে ও হর্ষিত রানা

শিবম দুবের (Shivam Dube) জায়গায় কঙ্কাশন সাব হিসেবে ম্যাচ ঘোরালেন হর্ষিত রানা (Harshit Rana)। ইংল্যান্ডের (India vs England) নাকের ডগা দিয়ে ম্যাচ বের করে নিয়ে গেল তাঁর ৩ উইকেট।  সিরিজ পকেটে পুরে স্বস্তির নিঃশ্বাস ফেললেন হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তবে প্রশ্ন উঠেছে পুনের ম্যাচে কেন বল করার অনুমতি দেওয়া হল হর্ষিতকে? এক্ষেত্রে নিয়ম কী বলে? 

আইসিসি-র নিয়ম যা বলে...
কনকাশন নিয়ম কনকাশন বদলির জন্য আইসিসি প্লেয়িং কন্ডিশনের নিয়ম ১.২.৭.৩-এ বলা হয়েছে: 'আইসিসি ম্যাচ রেফারির সাধারণত কনকাশন বদলির অনুরোধ অনুমোদন করা উচিত, যদি না বদলি খেলোয়াড় ম্যাচের বাকি সময় তাঁর দলকে অতিরিক্ত সুবিধা করে দিতে পারেন, এমন কেউ না হন।'

নিয়ম ১.২.৭.৭-এ বলা হয়েছে: 'যে কোনও কনকাশন বদলির অনুরোধের ক্ষেত্রে আইসিসি ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত, সেক্ষেত্রে কোনও দলেরই আপিলের কোনও অধিকার থাকবে না।' ২০১৯ সালে, আইসিসির জেনারেল ম্যানেজার (ক্রিকেট) জিওফ অ্যালার্ডিস ‘লাইক-ফর-লাইক’ বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করেছিলেন।

অ্যালার্ডিস এজবাস্টনে সাংবাদিকদের বলেন, 'খেলোয়াড়কে কখন বদলানোর অনুরোধ করা হচ্ছে, তার ওপর নির্ভর করে প্রতিটি পরিস্থিতিই ভিন্ন হতে পারে। এটি অনেকটা ম্যাচের বাকি সময় আহত খেলোয়াড়ের ভূমিকা কী এবং বদলি খেলোয়াড় কী ভূমিকা পালন করবেন, তাতে কে সবচেয়ে বেশি লাভবান হবে, তার ওপর নির্ভর করে।'

ইংল্যান্ড ক্রিকেটারদের অভিযোগ
ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন মাইকেল ভন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, 'একজন পুরোদস্তুর বোলারকে কীভাবে একজন পার্ট টাইম বোলার কাম ব্যাটারের বদলে নামানো সম্ভব!!!!!!!!!!!!!!!!' 

এর আগেও ম্যাচ জিতিয়েছেন কঙ্কাশন সাব
হর্ষিতই প্রথম নন। এর আগে কঙ্কাশন সাব হয়ে ভারতকে ম্যাচ জিতিয়েছেন যুজবেন্দ্র চাহালও। ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টি২০ ম্যাচে রবীন্দ্র জাদেজার পরিবর্তে কনকাশন বদলি হিসেবে নামানো হয়েছিল যুজবেন্দ্র চাহালকে। চাহাল শেষ পর্যন্ত ৩ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। 

Advertisement

POST A COMMENT
Advertisement