ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ আজ (৩১ জানুয়ারি) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে। ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারতীয় দল। এই ম্যাচ সম্পর্কিত আপডেটের জন্য এই পৃষ্ঠাটি রিফ্রেশ করতে থাকুন...
৯ উইকেট হারাল ইংল্যান্ড
সিরিজ হারের মুখে ইংল্যান্ড। শেষ ওভারে দরকার ১৯ রান।
বরুণ সঞ্জুর ক্যাচ মিস
বরুণ চক্রবর্তী ও সঞ্জু স্যামসনের ধাক্কা। ক্যাচ মিস। আউট হতে পারতেন ওভারটন।
আবার ব্রুককে আউট করলেন বরুণ
আউট ব্রুক, ১২৯ রানে ৫ উইকেট হারাল ইংল্যান্ড।
হাফসেঞ্চুরি ব্রুকের
দারুণ মারকাটারি ইনিংস খেলছেন হ্যারি ব্রুক। করে ফেললেন হাফসেঞ্চুরিও।
আউট লিভিংস্টোনও
৯৫ রানে ৪ উইকেট হারাল ইংল্যান্ড। হর্ষিত এসেই তুলে নিলেন লিভিংস্টোনের উইকেট।
আউট ইংল্যান্ড ক্যাপ্টেনও
২ রান করে আউট জস বাটলার। ৬৭ রানে ৩ উইকেট হারাল ইংল্যান্ড।
আউট সল্ট
২৩ রান করে আউট সল্ট। ৬৫ রানে ২ উইকেট হারাল ইংল্যান্ড।
আউট ডাকেট
৩৮ রান করে আউট ডাকেট। ৬২ রানে প্রথম উইকেট হারাল ইংল্যান্ড।
দারুণ শুরু ইংল্যান্ডের
দুর্দান্ত ছন্দে ডাকেট। উইকেট না হারিয়ে ৫০ করে ফেলল ইংল্যান্ড।
ভারতের ইনিংস শেষ
ইংল্যান্ডের সামনে ১৮২ রানের লক্ষ্য দিল ভারতীয় দল। দুর্দান্ত ইনিংস দুবের, হার্দিকের। সয়তাইক ব্যাটাররা আউট হওয়ার পর দারুণ দক্ষতায় ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান।
হাফসেঞ্চুরি দুবের
হাফসেঞ্চুরি করে ফেললেন শিবম দুবে। ৬ উইকেটে ১৭৮ রান ভারতের।
৬ উইকেট হারাল ভারত
৫৩ রান করে আউট হার্দিক পান্ডিয়া, ১৬৬ রানে ৬ উইকেট হারাল ভারত।
১০০ পেরল ভারত
৫ উইকেট হারালেও দারুণ ব্যাটিং শিবম ও হার্দিকের। সম্মানজনক স্কোরে পৌঁছতে পারবে ভারত?
পাঁচ উইকেট হারাল ভারত
৭৯ রানে ৫ উইকেট হারাল ভারত। বড় শট খেলতে গিয়ে আউট রিঙ্কু।
আউট অভিষেক
স্যুইপ করতে গিয়ে আউট অভিষেক। ৫৭ রানে ৪ উইকেট হারাল ভারত
৫০ পেরল ভারত
৩ উইকেট হারালেও আক্রমণের রাস্তা থেকে সরছে না ভারত। দারুণ ব্যাটিং অভিষেক-রিঙ্কুর।
আউট সূর্যকুমারও
ভারতের টপ অর্ডার ধসিয়ে দিলেন সাকিব মাহমুদ। ১২ রানেই ৩ উইকেট হারিয়ে বিরাট চাপে টিম ইন্ডিয়া।
পরপর দুই উইকেট হারাল ভারত
সূর্যকুমার যাদব ফের ব্যর্থ হলেন। আউট হলেন তিলক ভর্মাও। ১২ রানে দুই উইকেট হারাল টিম ইন্ডিয়া।