India vs England 4th Test Day 4: আট উইকেট হাতে নিয়ে দিন শেষ করল ভারত, এখনও টিকে গিল-রাহুল

India vs England 4th Test Day 4 Live: চতুর্থ দিনের শেষে ক্রিজে রয়েছেন কেএল রাহুল এবং শুভমান গিল। ২ উইকেটে ১৭৪ রান করে ফেলল ভারত। শেষ দিনে আট উইকেট হাতে নিয়ে সিরিজ ও ম্যাচ বাঁচানোর লড়াই লড়তে হচ্ছে ভারতীয় দলকে। তারা এখনও ১৩৭ রানে পিছিয়ে।

Advertisement
আট উইকেট হাতে নিয়ে দিন শেষ করল ভারত, এখনও টিকে গিল-রাহুল ভারতের শুভমান গিল (বামে) কেএল রাহুলের সাথে উদযাপন করছেন

India vs England 4th Test Day 4: চতুর্থ দিনের শেষে ক্রিজে রয়েছেন কেএল রাহুল এবং শুভমান গিল। ২ উইকেটে ১৭৪ রান করে ফেলল ভারত। শেষ দিনে আট উইকেট হাতে নিয়ে সিরিজ ও ম্যাচ বাঁচানোর লড়াই লড়তে হচ্ছে ভারতীয় দলকে। তারা এখনও ১৩৭ রানে পিছিয়ে।

টি ব্রেকের আগে হাফসেঞ্চুরি করে ফেললেন গিল। ২ উইকেটে ৮৬ রান ভারতের। গিলের সঙ্গে জুটি বেঁধে এই রান করেছেন ক্যাপ্টেন গিল। ৩০ রান করে অপরাজিত রাহুল। এই জুটিকেই ভারতের শেষ আশা বলা যায়। ০ রানে ২ উইকেট হারিয়ে বিরাট চাপের মুখে পড়েছিল টিম ইন্ডিয়া। 

আপাতত লাঞ্চ বিরতি। এরপর ভারতকে ম্যাচে থাকতে গেলে সারাদিন যথাসম্ভব কম উইকেট হারিয়ে ব্যাট করে যেতে হবে। জয়-পরাজয় নিয়ে ভাবার সময় নেই। শুধু ব্যাট করে যেতে হবে। যা কঠিন কাজ। তার উপর ঋষভ পন্ত চোটের জন্য ছিটকে যাওয়ায় সমস্যায় পড়েছে ভারত। কারণ তিনি আর ব্যাট করতে পারবেন না বলেই মনে করা হচ্ছে।

তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড ৫৪৪/৭ থেকে শুরু করে খেলা শুরু করে। এদিন বেন স্টোকস অধিনায়কোচিত ইনিংস খেলে সেঞ্চুরি তুলে নেন। এদিনও ভারতের দিশাহীন বোলিং ইংল্যান্ডকে রেকর্ড রানের পথে নিয়ে যায়।লিয়াম ডসনকে বুমরা দ্রুত আউট করলেও নবম উইকেটও অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে ইংল্যান্ড। 

দলকে তিনশো রানের লিডের লিড দিয়ে ব্যক্তিগত ১৪১ রানে আউট হলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ওল্ড ট্রাফোর্ডে টেস্ট ইতিহাসের সর্বাধিক রান তুলে ফেলেছে ইংল্যান্ড। ৬৬৯ রানে অবশেষে অল আউট হয় ইংল্যান্ড। দলের সবচেয়ে সফল বোলার রবীন্দ্র জাদেজা। অথচ এই পিচে কুলদীপ যাদবকে বসিয়ে রাখার খেসারত দিয়েছে ভারত। বল নীচু হয়ে এলেও জাদেজা ছাড়া তেমন ফায়দা তুলতে পারেনি কেউ। বুমরার চোটও ভুগিয়েছে ভারতকে।

প্রথম ইনিংসে ভারতের    রান   ৩৫৮
প্রথম ইনিংসে ইংল্যান্ডের রান   ৬৬৯
দ্বিতীয় ইনিংসে ভারতের   রান   ১/২

ম্যানচেস্টার টেস্টে ভারতের দল: যশস্বী জয়সও য়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পান্ত (সহ-অধিনায়ক/উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরা, মহম্মদ সিরাজ এবং অনশুল কম্বোজ

Advertisement

ম্যানচেস্টার টেস্টে ইংল্যান্ডের দল: জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি গোপ, জোরুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), লিয়াম ডসন, ক্রিস ওকস, ব্রাইডন কার্স এবং জোফ্রা আর্চার।

 

POST A COMMENT
Advertisement