ইংল্যান্ড সফরে গিয়ে প্রথম তিন টেস্টে সুযোগ পেলেও, প্রমাণ করতে পারেননি করুণ নায়ার। চতুর্থ টেস্টে তাকে দলে রাখা হবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। পাঁচ ম্যাচের সিরিজে ভারত এখন ১-২ ব্যবধানে পিছিয়ে। ফলে দলে বড় বদল আসতে পারে বলে মনে করা হচ্ছে।
২৩শে জুলাই থেকে চতুর্থ টেস্ট শুরু হতে চলেছে ম্যাঞ্চেস্টারে, তাই টিম ম্যানেজমেন্টকে বড় সিদ্ধান্ত নিতে হবে। তরুণ সাই সুদর্শন কি সুযোগ পাবেন? দলে জায়গা পেতে পারেন অভিমন্য ঈশ্বরণও। আট বছর পর প্লেয়িং ইলেভেনে জায়গা পাওয়া ৩৩ বছর বয়সী নায়ার ভালো শুরু করেও, কিন্তু তা বড় ইনিংসে বদল করতে পারেননি। বিশেষ করে বাউন্সিং বলের বিরুদ্ধে তার সমস্যা দেখা গিয়েছে।
ভারতের প্রাক্তন ক্রিকেটার দীপ দাশগুপ্ত মনে করেন, বল স্যুইং করলে করুণ সমস্যায় পড়েন। তিনি বলেন, 'এবার সাই সুদর্শনকে সুযোগ দেওয়ার সময় এসে গিয়েছে।' দীপ আরও বলেন, '৩ নম্বরে একজন স্থিতিশীল ব্যাটারের প্রয়োজন, এবং করুণ সেই স্থিতিশীলতা দিতে পারছে না। নায়ারের টেকনিক্যাল দুর্বলতাগুলিও তুলে ধরেন। সুইং বা নড়াচড়ার বলগুলিতে তার দুর্বলতা দেখা যাচ্ছে।'
চতুর্থ টেস্টেও কি বুমরা কে খেলতে দেখা যাবে? দীপ মনে করেন, 'বুমরা ভালো বিশ্রাম পেয়েছে এবং সে পুরোপুরি প্রস্তুত থাকবে। যখন সিরিজ ১-২ ব্যবধানে পিছিয়ে থাকবে, তখন তোমার সবচেয়ে বড় অস্ত্র মাঠে নামা উচিত। ভারত যদি সিরিজে প্রত্যাবর্তন করতে চায়, তাহলে ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট তাদের জন্য 'কর অথবা মর'র মতো হবে। এমন পরিস্থিতিতে, সকলের নজর থাকবে করুণ নায়ার কি আবার সুযোগ পাবেন নাকি সাই সুদর্শন আবার টিম ইন্ডিয়ার জার্সি পরবেন?'
ইংল্যান্ড সফরের জন্য ১৮-সদস্যের ভারতীয় দল: শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, ঋষভ পান্ত (সহ-অধিনায়ক/উইকেটরক্ষক), নীতীশ কুমার রেডিড, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), অভিমন্যু ইশ্বর, মহম্মদ থারোয়ার, মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা, প্রসিদ্ধ কৃষ্ণ, করুণ নায়ার, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, আরশদীপ সিং, কুলদীপ যাদব।