India vs England 4th Test: চতুর্থ টেস্টে বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে ম্যাঞ্চেস্টারের আবহাওয়া?

পাঁচ ম্যাচের সিরিজে ভারতীয় দল ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। ফলে ম্যাঞ্চেস্টার টেস্টে টিম ইন্ডিয়াকে লড়াইয়ে ফিরতেই হবে। তবে এর মধ্যেই একাধিক ক্রিকেটারের চোট ও দলে অভিজ্ঞতার অভাব অনেকটাই সমস্যায় ফেলেছে ভারতীয় দলকে। তবে এই লড়াইয়েও সমস্যায় পড়তে হচ্ছে টিম ইন্ডিয়াকে। একে তো একের পর এক ক্রিকেটারের চোট, তার সঙ্গে যোগ হয়েছে, ম্যাঞ্চেস্টারের আবহাওয়া।

Advertisement
চতুর্থ টেস্টে বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে ম্যাঞ্চেস্টারের আবহাওয়া? ম্যানচেস্টার

পাঁচ ম্যাচের সিরিজে ভারতীয় দল ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। ফলে ম্যাঞ্চেস্টার টেস্টে টিম ইন্ডিয়াকে লড়াইয়ে ফিরতেই হবে। তবে এর মধ্যেই একাধিক ক্রিকেটারের চোট ও দলে অভিজ্ঞতার অভাব অনেকটাই সমস্যায় ফেলেছে ভারতীয় দলকে। তবে এই লড়াইয়েও সমস্যায় পড়তে হচ্ছে টিম ইন্ডিয়াকে। একে তো একের পর এক ক্রিকেটারের চোট, তার সঙ্গে যোগ হয়েছে, ম্যাঞ্চেস্টারের আবহাওয়া। কারণ, এই টেস্টে বৃষ্টির সম্ভাবনা বেশ বেশি, ইতিমধ্যেই মঙ্গলবার বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে ভারতের অনুশীলন। বাকি ছয় দিনেও এই বৃষ্টির সম্ভাবনা আছে বলে মনে করা হচ্ছে।

লিডস টেস্টের পর বার্মিংহ্যামেও বৃষ্টি হয়েছিল। তবে তাতে ম্যাচের ফল খুব একটা বদল হয়নি। তবে ম্যাঞ্চেস্টারে এই পরিস্থিতি বদলে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। বিবিসির আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, ২৩ জুলাই প্রথম দিন ম্যানচেস্টারে আকাশ মেঘলা থাকবে বলে মনে করা হচ্ছে, বিকেল থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা ধীরে ধীরে বৃদ্ধি পাবে সন্ধ্যার দিকে। 

ম্যাঞ্চেস্টারের আবহাওয়া
ম্যাঞ্চেস্টারের আবহাওয়া

সকালে তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে এবং দিনের বেলায় তা ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ২৩ থেকে ২৭ জুলাই পর্যন্ত পাঁচ দিনের এই ম্যাচে, ঠান্ডা যেমন থাকবে, তেমনই থাকবে বৃষ্টি। তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘরাফেরা করবে বলে মনে করা হচ্ছে।

ফলে টস একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে। ম্যাচ শুরু আগে কী পরিস্থিতি থাকে তা দেখে নিয়েই পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন দুই দলের ক্যাপ্টেন। ফলে টসে জেতা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। লর্ডস টেস্টে ভারত রান তাড়া করতে গিয়ে হেরেছে। ফলে টসে জিতলে, আবহাওয়া কিছুটা ভাল থাকলে ইংল্যান্ড টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে পারে। টিম ইন্ডিয়ার একাধিক সদস্যের চোট, সেরা একাদশ নামানোর ক্ষেত্রে সমস্যা বাড়িয়েছে শুভমন গিলদের। ফলে এই সুযোগ ছাড়তে চাইবেন না বেন স্টোকসরা।  

Advertisement

POST A COMMENT
Advertisement