ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে চোট সমস্যায় ভুগতে হচ্ছে ভারতীয় দলকে। একের পর এক ক্রিকেটার চোটের কারণে ছিটকে যাচ্ছেন। বুধবার থেকে শুরু হতে চলা চতুর্থ টেস্টের আগে নীতীশ কুমার রেড্ডিও ছিটকে গেলেন। বিসিসিআই এই বিষয়ে একটি আপডেট দিয়েছে। বোর্ড একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডির বাঁ হাঁটুতে চোটের কারণে বাকি দুটি টেস্ট ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। নীতীশ রেড্ডি দেশে ফিরে আসবেন। তাঁর জায়গায় দলে জায়গা হয়েছে অনশুল কম্বোজের।
চোট পাওয়া ক্রিকেটারদের তালিকা দীর্ঘ হচ্ছে
বিসিসিআই তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে বাঁহাতি ফাস্ট বোলার আর্শদীপ সিং ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। বেকেনহ্যামে ট্রেনিং সেশনের সময় নেটে বোলিং করতে করতেই আর্শদীপ সিং বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম গোটা বিষিয়টা দেখছে।
পন্ত-আকাশ সম্পর্কে আপডেট কী?
তবে, আকাশ দীপ এবং ঋষভ পন্ত সম্পর্কে বিসিসিআই কোনও আপডেট শেয়ার করেনি। ডানহাতি ফাস্ট বোলার আকাশ দীপ কুঁচকির চোটে ভুগছেন এবং ম্যানচেস্টার টেস্টে তার খেলা নিয়ে সন্দেহ রয়েছে। অন্যদিকে সহ-অধিনায়ক এবং উইকেটরক্ষক ঋষভ পন্ত তার বাঁ হাতের তর্জনীর চোট থেকে সেরে উঠছেন। প্রসঙ্গত লর্ডস টেস্ট ম্যাচে জসপ্রীত বুমরার বল ধরার সময় ঋষভ পন্ত এই চোট পান। আশা করা হচ্ছে যে ম্যানচেস্টার টেস্ট ম্যাচে পন্ত শুধুমাত্র বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলবেন, অন্যদিকে ধ্রুব জুরেলকে উইকেটরক্ষক হিসেবে প্লেয়িং-১১-এ অন্তর্ভুক্ত করা যেতে পারে।
পাঁচ ম্যাচের সিরিজে ভারতীয় দল ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। ফলে ম্যাঞ্চেস্টার টেস্টে টিম ইন্ডিয়াকে লড়াইয়ে ফিরতেই হবে। তবে এর মধ্যেই একাধিক ক্রিকেটারের চোট ও দলে অভিজ্ঞতার অভাব অনেকটাই সমস্যায় ফেলেছে ভারতীয় দলকে।
চতুর্থ টেস্টের জন্য ভারতের স্কোয়াড: শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (সহ-অধিনায়ক/ উইকেটরক্ষক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈম্বরণ, করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিদ কৃষ্ণ, আকাশ দীপ, কুলদীপ যাদব এবং আনশুল কম্বোজ