India vs England: এজবাস্টনে ইংল্যান্ডের দর্পচূর্ণ করল ভারত, যে ৫ কারণে জিতলেন গিলরা

গাব্বার পর এবার এজবাস্টন। অস্ট্রেলিয়ার পর ভারতীয় দল দর্পচূর্ণ করল ইংল্যান্ডেরও। এই মাঠে এটাই ভারতের প্রথম টেস্ট জয়। লিডস টেস্ট হারের পর সমতা ফেরাল টিম ইন্ডিয়া। শেষদিনে জয়ের জন্য সাত উইকেট দরকার ছিল ভারতের। 

Advertisement
এজবাস্টনে ইংল্যান্ডের দর্পচূর্ণ করল ভারত, যে ৫ কারণে জিতলেন গিলরা

গাব্বার পর এবার এজবাস্টন। অস্ট্রেলিয়ার পর ভারতীয় দল দর্পচূর্ণ করল ইংল্যান্ডেরও। এই মাঠে এটাই ভারতের প্রথম টেস্ট জয়। লিডস টেস্ট হারের পর সমতা ফেরাল টিম ইন্ডিয়া। শেষদিনে জয়ের জন্য সাত উইকেট দরকার ছিল ভারতের। 

মিডল অর্ডারের ফর্মে ফেরা
করুণ নায়ার ভাল শুরু করলেও, বড় রান করতে ব্যর্থ। ভারতীয় দল যখন ফের একবার সমস্যার মুখে, তখনই পাল্টা আক্রমণের রাস্তায় হেঁটেছেন ঋষভ পন্ত ও রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংস তো বটেই, দ্বিতীয় ইনিংসেও দেখা গিয়েছে তারই ঝলক। দ্রুত রান তোলার পাশাপাশি জস টাং- ব্রাইডন কাস্টদের ছন্দ বিগড়ে দেওয়ার জন্য যা যথেষ্ট ছিল।

ফিল্ডিং-এ উন্নতি
প্রথম ইনিংসে শুভমন গিল ও ঋষভ পন্ত একটা করে ক্যাচ ফেলে দিলেও, প্রথম টেস্টের মতো ভুরি ভুরি ক্যাচ পড়েনি। রান বাঁচানোর ক্ষেত্রেও দারুণ কাজ করে গিয়েছেন ফলে ইংল্যান্ডের রানের গতি অনেকটাই আটকে দেওয়া গিয়েছে। আর সেটাই আসলে অনেকটা স্বস্তি দিয়েছে ভারতীয় দলকে।

সিরাজ-আকাশদীপ জুটি
প্রসিদ্ধ কৃষ্ণাকে প্রশ্ন থাকলেও, আকাশদীপ ও মহম্মদ সিরাজ ভাল জায়গায় বল করে ইংল্যান্ড ব্যটারদের বারবার সমস্যায় ফেলেছেন। প্রথম ইনিংসে কৃষ্ণা অনেকটা রান দিয়ে ফেললেও, বাকি দুই পেসারই ১০ উইকেট উইকেট ভাগাভাগি করে নেন। ছয় উইকেট তুলে নেন সিরাজ। আর বাকি চার যায় আকাশদীপের দখলে। দ্বিতীয় ইনিংসে ...

টপ অর্ডারের ফর্ম
সিরিজের শুরু থেকেই দারুণ ছন্দে ভারতের টপ অর্ডার। জয়সওয়াল, রাহুল জুটি শুরু থেকেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন একের পর এক শট খেলে। শুভমন গিলের কথা তো যত বলা যায় ততই কম। প্রথম ইনিংসে ২৬৯ রানের ইনিংস খেলার পর, দ্বিতীয় ইনিংসে ১৬১ রান। করুণ নায়ারই এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম। ম্যাচ জিতলে এ সমস্যা গুলো হয়ত চোখে পড়ে না। তবে হারতে হলেই এগুলো খুব প্রকট হয়ে ওঠে।

গিলের ক্যাপ্টেন্সি
ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন শুভমন গিল তাঁর দুই উত্তরসুরি বিরাট কোহলি ও রোহিত শর্মার অনেক গুণই আয়ত্ত করতে পেরেছেন। গিলের প্রথম টেস্টটা ভাল না হলেও, দ্বিতীয় টেস্টে বোলার পরিবর্তন, ফিল্ড সাজানো সব মিলিয়েই আগ্রাসন ফিরে এল এজবাস্টনে। সেই কৃতিত্ব অনেকটাই দাবি করতে পারেন গিল। পাশাপাশি ক্যাপ্টেন্স নক খেলা এই ক্রিকেটার আসলে উদাহরণ হিসেবে তুলে ধরতে পেরেছেন নিজেকে।

Advertisement

POST A COMMENT
Advertisement